যেভাবে আপনার Contacts Number গুলোকে চিরদিনের জন্য Save করে রাখবেন।

এটি আমার প্রথম পোষ্ট  ভুল হলে ক্ষমা করবেন...

মোবাইলে আমাদের Contacts Number Save করে রাখা কতটা প্রয়োজন আসাকরি কাউকে বলে বুঝাতে হবে না। তাই প্রয়োজনীয় নাম্বার গুলি Save করে রাখার জন্য আমাদের সীম/মোবাইলে ব্যবস্থা করে দেওয়া থাকে। কিন্তু, হঠাৎ যদি কোন দিন আপনার সীম/মোবাইলটি হারিয়ে অথবা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন? সীম/মোবাইল হারিয়ে গেলে নতুন কিনতে পাওয়া যায়, কিন্তু Contacts Number হারিয়ে গেলে সহজ ভাবে কোথাও পাবেন না। তাই আপনাদের Contacts Number কোনদিন হারিয়ে না যাওয়ার জন্য আমার এই লেখা।

বর্তমানে বাংলাদেশে android মোবাইল ব্যবহার না করে এমন মানুষ আসাকরি খুব কম পাওয়া যাবে। কারন, এই কাজটি করতে গেলে আপনার মোবাইলটি অবশ্যই এন্ড্রয়েড হতে হবে (আমি অন্য মোবাইলে দেখিনি)। এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করার সময় আমাদের নানান প্রয়োজনে ইমেইল এড্রেস দিতে হয় বা লগইন করে রাখতে হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইমেল ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় Contacts Number চিরদিনের জন্য Save করে রাখবেন। যতদিন আপনি আপনার ইমেইল আড্রেস এবং Password মনে রাখতে পারবেন ততদিন আপনার Contacts Number কোথাও হারাবেনা।

তাহলে শুরু করা যাক...

প্রথমে আপনার Phonebook এপ্লিকেশনটি চালু করুন এবং New Contacts আইকনটিতে ক্লিক করুন। না বুঝলে নিচের ছবিটি দেখুন...

এবার যে পেইজটি আসবে টিক তার উপরে লক্ষ্য করুন Phonebook Contact লেখাটি, তার উপরে ক্লিক করলে কত গুলি অপশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার ইমেইল এড্রেসটি সিলেক্ট করুন।

  

একটি নতুন নাম্বার সেভ করুন, নাম্বার সেভ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন নীচে Group Name থেকে যে কোন গ্রুপে টিক মার্ক দিতে। টিক মার্ক না দিলে আপনার নাম্বারটি Contacts এ Show করবেনা।

 

এবার Contacts to display চেক করে আপনার ইমেইলটি সিলেক্ট করুন...

এভাবে আপনি ইমেইলে আপনার প্রয়োজনীয় নাম্বার Save করে রাখলে আসাকরি কোনদিন হারিয়ে যাবেনা। এখন সীম/মোবাইলটি যদি হারিয়ে যায় তাহলে আর ভয় নেই।  কারন, এখন আপনি আপনার Email আর Password  দিয়ে যে মোবাইলে লগইন করবেন সেই মোবাইলে আপনার সকল Contacts Number চলে যাবে।

বিদ্রঃ- সকল নাম্বার উপরের নিয়মে সেভ করতে হবে।

Level 0

আমি রাতের পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for Good tune…..

ধন্যবাদ

Java Mobile এর জন্য কিছু আছে ?