স্মরণকালের সেরা ক্রিকেট লাইভ স্কোর আপডেট টুলস। কোন ওয়েবসাইটে না গিয়েই আপনার ভিজিটর আপনার সাইটে সকল ক্রিকেট খেলার লাইভ স্কোর, কমেন্ট্রিসহ আরও অনেক আপডেট পাবে!

এতোদিন আপনারা অনেক ধরনের ক্রিকেট লাইভ উইডগেট দেখেছেন, ব্যবহারও করেছেন। আজ নিয়ে এলাম স্মরণকালের সেরা একটি লাইভ ক্রিকেট উইডগেট আপনার সাইটে ব্যবহারের জন্য। তবে এটি আসলে সাইডবারে ব্যবহারের জন্য নয়। কারণ এতোদিন যে উইডগেটগুলো দেখেছেন সেগুলোতে খেলাধুলার সারমর্ম থাকত এবং ক্লিক করলে অন্য ওয়েব সাইটে গিয়ে তা বিস্তারিত প্রদর্শন করত। কিন্তু আজ যে উইডগেটটা শেয়ার করছি তা আপনাকে ব্যবহার করতে হবে আলাদা একটি পেজ খুলে। মানে ওই পাতায় এই বড় উইডগেটটি বসালে একদম বিস্তারিত আপডেট ওই এক পাতাতেই পাবেন। উদাহরন হিসেবে দেখে নিন আমার এই পোস্ট -টি।

এখন আসি কেনই বা এই উইডগেটটিকে স্মরণকালের সেরা বললাম। কারণ আমার আপনার দেখামতে এখন পর্যন্ত লাইভ ক্রিকেট উইডগেটগুলো ছোট এবং সারমর্ম নিয়ে তৈরি ছিল। কিন্ত আজকের এই উইডগেট আপনার সাইটের ভিজিটরসকে অন্য কোন লিংকে না নিয়ে গিয়ে আপনার সাইটেই সকল আপডেট দেখাবে। এটাই এই উইডগেটের বড় গুণ। এছাড়া অটো রিফ্রেশ সিস্টেম তো আছেই। আরও রয়েছে অনেক ফিচার। তাই এই লাইভ ক্রিকেট উইডগেট ডেমো দেখে নিতে পারেন এই লিংক থেকে।

লাইভ ক্রিকেট উইডগেট সোর্স কোড


<iframe style="border: 0px; height: 710px; margin-top:margin: 0 0 0 -8px;" src="http://rupayon.com/cricket-live/" frameborder="0" scrolling="no" width="600" height="1050"></iframe><center><a href="http://www.bloggermaruf.com">Blogger Maruf</a></center>

কিভাবে এই লাইভ ক্রিকেট স্কোর আপডেট উইডগেট বসাবেন আপনার ব্লগ বা ওয়েব সাইটে?

  • আপনি যে ব্লগ বা ওয়েব সাইটে বসাতে চান সেখানে নতুন একটি পেজ খুলুন।
  • পেজে উপরে দেয়া সোর্স কোডটুকু বসান।
  • এবার পাবলিশ করেন।

ক্রেডিটঃ Sport Flash । সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মারুফ খুব ভালো লাগলো। আমার সাইট netblogbd.com এ দেবো। চিনতে পারছ? আমি সেই স্কুল শিক্ষক আল রিসালাত। ভালো থেক।

    ধন্যবাদ স্যার, আপনার ব্লগ খুব সুন্দর হয়েছে। আমার জন্য দোয়া করবেন।

চরম লাগলো ভাই অবসসই এইটা HTML ভিউ তে পেস্ট করতে হবে

    @IHK শাওন: জাভা মোবাইল থেকে কোন ভিজিটর সাইটে ঢুকলে এই স্কোরকার্ড দেখা যায়না। আপনার কাছে এর কোন সমাধান আছে?

      @আল মামুন মুন্না: জি ভাই, জাভা মোবাইল থেকে দেখা যায়না। আমার কাছে কোন সলুশন নাই। দুঃখিত

    @IHK শাওন: হুম। বাট আমিতো শুধু ব্লগস্পট নিয়ে বলিনি। আমি জাস্ট সোর্স কোড শেয়ার করলাম। ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ…। 🙂 🙂 🙂