মুছে ফেলুন যেকোনো কিছু! দারুণ একটি ফটো এডিটিং সফট!

আজ আমি আপনাদের জন্য একটি মজার এবং কাজের সফট নিয়ে এসেছি! এই সফট দিয়ে কোনো ছবির ভিতরের কোনো অবজেক্ট (গাছ, বাড়ি, গাড়ি ইত্যাদি) সম্পূর্ণ নিখুঁত ভাবে মুছে ফেলা। একাজটি ফটোশপেও করা যায় কিন্তু এ কাজটি নিখুঁত ভাবে তারাই করতে পারেন যারা ফটোশপে এক্সপার্ট। 😈

আগে সফটওয়্যারটি দেখুন পরে ডাউনলোড করুন। এজন্য সিরিয়াল সহ ডাউনলোড লিংক টিউনের সর্বশেষে দেওয়া আছে।

তো আশাকরি। 😮

#

নিজের ছবি দুটোকে দেখুন:

এখানে দেখছেন উইন্ডোজের লোগো সম্বলিত একটি ওয়ালপেপার,

আর এখানে সেই ছবিকেই দেখছেন কিন্তু এর মধ্যে কিছু কিছু নাই বলে মনে হয়, তাই না?
হা হা হা এখানে তো লোগোটাই নেই! লোগোটা আজকের সফটওয়্যার এর মাধ্যমে নিখুঁত ভাবে “গুম” (!) হয়ে গেছে। 😆

এখন তাহলে বুঝতে পারছেন যে আজকের সফটওয়্যার এর কাজ টা কি। আর এ কাজ টা ফটোশপেও করা যায় তবে সেটা একটু কঠিন ঘষামাজার কাজ!

এখন কিভাবে কাজটা করলাম সেটাই দেখাচ্ছি।

Steps:

১। প্রথমে সফটওয়্যারটি ওপেন করুন। সিরিয়াল চাইবে। টিউনের নিচ থেকে সিরিয়ালটি কপি-পেষ্ট করে নিয়ে ফুল ভার্সন একটিভ করুন।

 

২। একটি ছবি ওপেন করুন।

ছবিটি ওপেন করার পর সিলেক্ট অপশন থেকে পলিগন টি নির্বাচন করুন এতে আপনি মাউসের সাহায্যে ছবির “গুম” করার অংশটুকু সিলেক্ট করতে পারবেন।

আর রেক্টেনগল দ্বারা চতুর্ভূজ আকৃতির সিলেক্ট শন তৈরি হবে

৩। এখন মাউসের বাম বাটনের সাহায্যে লোগোটির চারপাশে সুন্দর করে একটি সিলেক্টশন তৈরি করুন (যেহেতু এখানে আমি লোগোটাকে বাদ দিবো তাই লোগোকে সিলেক্ট করলাম। অন্য ছবির ক্ষেত্রে আপনি অন্যটি বাছুন)

৪। সিলেক্টশনটি সম্পূর্ণ হলে একটি বড় মাপের সিলেক্টশন তৈরি হবে।

৫। সর্বশেষে আপনাকে Inpaint অপশন থেকে Run কমান্ডটি প্রেস করতে হবে।

এরপর নিজেই দেখুন ম্যাজিকটা। লোগোটি (সিলেক্টকৃত অবজেক্ট) আসতে আসতে ছবির সাথে নিখুঁত ভাবে “গুম” হয়ে যাবে।

“গুম” হওয়ার প্রসেস আপনি সফটওয়্যারটির সর্বনিচে দেখতে পারবেন।

প্রসেস এর স্পিড নির্ভর করবে ছবির রেজুলেশন এবং আপনার পিসির গতির উপর

এরপর লোগোটি “গুম” হলে ফাইলটি সেভ করুন

 

বিকল্প ধাপসমূহঃ

এই ধাপসমূহ Inpaint 6.0 বা নতুন সংস্করণের জন্য প্রযোজ্য।

> একটি ছবি ওপেন করুন।

> এবার মাউসের সাহায্যে ছবিটির যে অংশ মুছে ফেলতে চান সেটি সিলেক্ট করুন। একটি লাল রংয়ের বৃত্ত আকঁবেন

 

> এবার Erase বা কিবোর্ড থেকে F5 চাপুন

> ছবির সিলেক্টকৃত অংশ মোছার কাজ চলছে!

> বাহ! মুছে গেলো!

 

ডাউনলোডঃ

http://www.theinpaint.com/download.html

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Watermark mucha jabe ???????

এই গুম হওয়ার দেশে কাজের। ধন্যবাদ গেমওয়ালা ভাই। কিন্তু মুছলে কি ওই জায়গাটা খুব খারাপ দেখাবে?

ধন্যবাদ ভাই কাজে লাগব

Gamewala bhai ekhane dekhi 3 ta software Version 6.0 – Changelog,Version 1.2 – Changelog,Version 2.2 – Changelog. konta namabo Jodi ektu bolten.

Gamewala Bhai aponi prothome jeta dekhalen sreen shot o dilen seta to version 6 na

Level 0

Dhonnobad na diye parlam na…,

সেইরাম, এইটা দিয়ে মানুষও গুম করা যায়!

ভাল লাগল

thanks bhai

গেমওয়ালা ভাই আপনার টিউনের আর এক ভক্ত আমিও কিন্তু ।। 😀

অসধারন একটা সফটয়্যার শেয়ার করলেন।