বাংলালিংক নিষিদ্ধ নেট!! (পিসি এবং এন্ড্রয়েড)

বিশ্বাস করুন আর নাই বা করুন, বর্তমানে বাংলালিংক ব্যাতিত অন্য কোনো অপারেটরে শান্তি মতো নিষিদ্ধ নেট চালানো যাচ্ছে না। গ্রামীণফোন এবং রবিতে মাঝখানে ফ্রি ফেসবুক আইডিয়াটাকে কাজে লাগিয়ে কিছুদিন শান্তি মতো নিষিদ্ধ নেট চালানো গেলেও এখন গ্রামীণফোন এবং রবির ফেসবুক অফারটি বন্ধ হয়ে গেছে এবং গ্রামীণফোনের ক্লিক ৪ মেগাবাইটের প্যাকেজটিও বন্ধ করে দেওয়া হয়েছে!

আর এয়ারটেলে ১৫০ মেগাবাইট লিমিট এর একটা প্যাঁচ আছে। আর সিটিসেল এর কথা বলতে পারলাম না কারণ সিটিসেল চালাই না। আর টেলিটকে নিষিদ্ধ নেট লাগে না কারণ টেলিটকে দেশের সবচেয়ে সস্তা নেট পাওয়া যায়!!!  জ্বী! ১১৫ টাকায় এক গিগাবাইট! ৪০০০ টাকায় ৯০ গিগাবাইট!!

বাংলালিংক নিষিদ্ধ নেট চালাতে হলে যা যা দরকারঃ

> একটি ২জি বাংলালিংক সিম, কারণ আপাতত ৩জি তে এই পদ্ধতি কাজ করবে না। আর ৩জি থেকে ২জিতে নেমে আসার জন্য ডায়াল করুন *৫০০০*৬#

> সিমে কোনো মেগাবাইট এবং টাকা রাখা যাবে না। টাকা / মেগাবাইট রাখলে তা কেটে নিবে এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি।

> বাংলালিংকের ২জি পি১ প্যাকেজ একটিভ করতে হবে। এরজন্য মেসেজ অপশনে গিয়ে লিখুন P1 এবং পাঠিয়ে দিন 3343 নাম্বারে। এতে পি১ প্যাকেজটি একটিভ হবে এবং কোনো টাকাপয়সা কাটবে না। এই হলো বাংলালিংকের সুবিধা, ভবিষ্যৎতে যতদিন এই পদ্ধতিতে নিষিদ্ধ নেট চালানো যাবে কখনোই সিমে কোনো প্রকার টাকা ভরতে হবে না!

> আর পিসিতে ব্যবহারের জন্য আপনার চাই একটি ২জি নেটওর্য়াক সর্মথন করে এমন একটি মোডেম। বাংলালিংকের অফিসিয়াল মোডেম কিংবা গ্রামীণফোনের পুরোনো Huwai মোডেলের মোডেমগুলোতেও কাজ করবে।

চলুন চলে যাই বাংলালিংকের নিষিদ্ধ নেটের দুনিয়ায়ঃ

কম্পিউটারের জন্যঃ

> কম্পিউটারে বাংলালিংকের নিষিদ্ধ নেট চালাতে হলে আপনাকে প্রথমে আপনার মোডেমে এই ভাবে কনফিগ করে নিতে হবেঃ

APN দিবেন blwap এবং Access Number দিবেন *99***1#

 

> এবার একটি ২জি বাংলালিংক সীম মোডেমে ঢুকিয়ে এই কনফিগ দিয়ে নেট কানেক্ট করুন।

> এবার আপনার দরকার মূল প্রোগ্রামটি। আর তা হলো সিম্পল সার্ভার! নেটের মামুলি অন্যান্য সিম্পল সার্ভার দিয়ে কাজ হবে না। বাংলালিংকের জন্য আমি আলাদা করে একটি সিম্পল সার্ভার মোড করেছি।

তা নিচের লিংক হতে ডাউনলোড করে নিনঃ

http://www.mediafire.com/download/gf2mb84y64n8bey/BL.zip

> ফাইল টি আনজিপ করুন, এবার SimpleServer.exe প্রোগ্রামটি চালু করুন ডাব্লল ক্লিক করে। আর SimpleServer.ini ফাইলটি ধরার দরকার নেই!

> SimpleServer প্রোগ্রামটি কমান্ড প্রোমোটের তৈরি একটি সফট। তাই কমান্ড প্রোমোটে সফটটি চালু হবে। সফটটি এবার মিনিমাইজ করে রাখুন।

> ব্যাস কাজ শেষ! এবার মজিলা ফায়ারফক্স কিংবা যেই ব্রাউজারেই নিষিদ্ধ নেট ব্যবহার করতে চান সেখানে প্রোক্সি 127.0.0.1 এবং পোর্ট দিতে হবে 8080!

> আইডিএমেও একই প্রোক্সি ও পোর্ট দিতে হবে!

> এন্টিভাইরাইস আপডেটের জন্য যে সমস্ত এন্টিভাইরাসে প্রোক্সি সার্পোট করে বা প্রোক্সি অপশন আছে সেগুলোকে আপডেট করতে পারবেন। যেমন এভাস্ট এন্টিভাইরাস এবং নরটন এন্টিভাইরাসে আলাদা করে প্রোক্সি অপশন রয়েছে।

> টরেন্ট ব্যবহারের ক্ষেত্রে আপনাকে Utorrent এর পুরোনো যেকোনো সংস্করণ ব্যবহার করতে হবে। কারণ নতুন সংস্করণগুলো তে এই প্রোক্সি সার্পোট করে না।

> আরেকটি কথা এই পদ্ধতিতে HTTPS সাইট গুলো ভিজিট করতে পারবেন না। আর প্রোক্সি ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা উচিত নয়। তবে HTTPS সাইট গুলো আপনি অনলাইন প্রোক্সি সার্ভার যেমন http://www.hideme.be এগুলোর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

এন্ড্রয়েডের জন্যঃ

> আপনার এন্ড্রয়েড সেটের সেটিং অপশনে যান

আপনার এন্ড্রয়েড সেটের সেটিং অপশনে যান

> Connections ট্যাব থেকে More Networks অপশনে ক্লিক করুন

Connections ট্যাব থেকে More Networks অপশনে ক্লিক করুন

> Mobile Networks অপশনে ক্লিক করুন

> Access Point Names অপশনে ক্লিক করুন

Access Point Names অপশনে ক্লিক করুন

> এখানে একটি নতুন apn তৈরি করুন

একটি নতুন apn তৈরি করুন

> apn দিন blwap, Proxy দিন 127.0.0.1 এবং Port দিন 8080 এবার এই কনফিগ সেভ করুন এবং এই এপিএনটি একটিভ রাখুন। কখনো একসাথে দুটো apn একটিভ রাখবেন না

> এবার Qpython এপপ টি ডাউনলোড করে ইন্সটল দিন :

http://www.appsapk.com/qpython-python-for-android/

> ইন্সটল দেবার পর এই ফাইলটি ডাউনলোড করুনঃ

http://www.mediafire.com/download/4evkn51fj16y8ap/Blink.zip

> ফাইল টি আনজিপ করার পর একটি ফোল্ডার (com.hipipal.qpyplus) এবং একটি ফাইল (SimpleServer.ini) পাবেন। এই দুটোকে আপনার এন্ড্রয়েডের ফোন মেমোরি এবং এসডি কার্ডে কপি পেষ্ট করুন।

> এবার Qpython এপপ টি চালু করুন

Qpython এপপ টি চালু করুন

> চালু করার পর্দার ডান দিকের উপরে তিনটি ব্লক আইকন পাবেন, সেটিতে ক্লিক করুন (ছবি অনুসারে)

ডান দিকের উপরে তিনটি ব্লক আইকন পাবেন, সেটিতে ক্লিক করুন

> সেটিং মেনু আসলে সেখান থেকে Default Program অপশনে ক্লিক করুন

Default Program অপশনে ক্লিক করুন

> নতুন ট্যাব আসবে । সেখান থেকে Set From Projects অপশনে ক্লিক করুন।

Set From Projects অপশনে ক্লিক করুন।

> নতুন ট্যাব আসলে সেখান থেকে “www.gamewala.net” অপশনে ক্লিক করুন।

> ডিফল্ট ভাবে আমার মোডটি সিলেক্ট হয়েছে। এটা করে নিলাম কারন এরপর থেকে বার বার মোডটি সিলেক্ট করার দরকার হবে না।

ডিফল্ট ভাবে আমার মোডটি সিলেক্ট হয়েছে।

> এবার Qpython এপপ টি রির্স্টাট দিন। আবারো চালু করার পর Qpython আইকনে চাপুনঃ

Qpython আইকনে চাপুনঃ

> কিছুক্ষণের মধ্যে একটি কনসোলে এই লেখা দেখতে পাবেন

এবার Qpython এপপটি মিনিমাইজ করে রাখুন (মোবাইল মাঝের স্পেস বাটনটি চেপে)। আর এবার বাংলালিংক নিষিদ্ধ নেট ব্যবহার করুন যেকোনো ব্রাউজারে!

তবে ডাউনলোড করার জন্য UC 8.6 ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। লিংকঃ http://www.datafilehost.com/d/39899fd2

আমি আবারো বলছি এই পদ্ধতি শুধুমাত্র বাংলালিংক ২জি নেট প্যাকেজের জন্য কাজ করবে। আর এন্ড্রয়েডে HTTPS , HTTP সহ যাবতীয় সকল সাইটেই ব্রাউজ এবং ডাউনলোড করা যাবে।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

banglalink 3g তে হবেনা ?

android ট্রিক্সটার জন্য থ্যাংকস

এবার Qpython এপপটি মিনিমাইজ করে রাখুন (মোবাইল মাঝের স্পেস বাটনটি চেপে)। আর এবার জিপি নিষিদ্ধ নেট ব্যবহার করুন যেকোনো ব্রাউজারে!

ভাই আপনি নিষিদ্ধ নেট দিলেন বাংলালিংক এর আর লিখলেন গ্রামীন ।

আপনাকে অনেক ধন্যবাদ । গ্রামীন এর নতুন কোন নিষিদ্ধ নেট থাকলে দিয়েন ।

Level 0

বিশুদ্ধ নেট পেতে হবে কি অশুদ্ধ উপায়ে? যেভাবে কোম্পানিগুলো আমাদের বাঁশ মারছে তাতে এছাড়া কোন গতি নেই।

kisui bujhlam na..prothom bollen banglalink nisiddho net…kintu last e lekha gp nishiddho net use korun.

Level 2

2G te ghum paya jai.. keep it on bro.. Waiting for 3g nisiddo net..

ভাই আমি বাংলালিংক 3G ব্যাবহার করি প্রতি মাসে ৯০ জিবি থেকে ১০০ জিবি পর্যন্ত আমাকে বাংলালিংক কোম্পানি এই সুবিধা দিয়েছে এর জন্য আমাকে প্রতি মাসে ১০০০ টাকা দিতে হয়

    @রাশেদুল ইসলাম: আমাদেরকেও বলুন ভাই কিভাবে ব্যবহার করতে পারব। আমাদের ১০০০ টাকা দিয়ে ১০০ জিবি দরকার নেই, ৫০ জিবি হলেই খুশি। খুবই উপকৃত হইতাম।

    @রাশেদুল ইসলাম: ১০০ জিবি কিভাবে ১০০০ টাকায় পাওয়া যায় ? দয়া করে জানান

    আর ভাই আমি তো বিনে পয়সায় আনলিমিটেড 10MBPS ব্যবহার করি।

gamewala bhai tuner jonno thanks bhai amar bhuler karone apni amake fb te block kore rekhecen doya kore unblock kore diben

রাশেদুল ইসলাম Bhi ….. how ?????

IE এর প্রক্সি Change করা থাকলে যে কোন antivirus বা soft যেগুলতে প্রক্সি চেঞ্জ করা যায় না সেগুলাও ফ্রিতে update করা যায়। । …।

    IE এর অপশন থেকে প্রক্সি পরিবর্তন করতে হয় নাকি আলাদা সফট লাগে ?

thanks brooooooooooooooo…….for pc its working

    Level 0

    @আরিয়ান চৌধুরী: পিসি ট্রিকটা download problem hossce..HTTP/1.1. 501 getway time out..dekhai..ki korboo vaii???

not working

Level 0

ami banglalink diye daily 4/5 gb namai, khroch hy average 10 tk er mto

Level 0

@limon777 কিভাবে? !!

bro bl a p1 pakage kivabe kinbo?2g & 3g?

    মেসেজ অপশনে গিয়ে লিখুন P1 এবং পাঠিয়ে দিন 3343 নাম্বারে

পিসি ট্রিকটা কাজ করে না।

Level 0

good tune… but gp te ekhono kaj kore 2 mbps… banglalink 2 g eita speed kom…

Level 0

HELP..vai..banglalink download problem hossce..HTTP/1.1. 501 getway time out..dekhai

Level 0

পিসি ট্রিকটা download problem hossce..HTTP/1.1. 501 getway time out..dekhai

vai, 3g te usable kono tricks share koen plz.@গেমওয়ালা

    আপাতত টেলিটকে ৩জিতে ফ্রি চালানো যায়।

Level 0

পিসি ট্রিকটা download problem hossce..HTTP/1.1. 501 getway time out..dekhai..

    আপনার ডাউনলোডের লিংকটা HTTPS এর। তাই হচ্ছে না

same , download problem , ami http theke edownload dici but hocca na .

    Level 0

    @সজিব আহমেদ: vaii amaro same problem http theke edownload deleo hosse na..please help me.

গেমওয়ালা vhi aktu help korben plz.. ami ki free net pc theke wifi diye share korte parbo jodi para jai to bolen. ar ak ta question j IOS device a ki free net use kora jabe.

টেলিটক এর ট্রিক্রসটা দেন । [email protected]

@গেমওয়ালা@গেমওয়ালা . teletalk 3g tricks ta shere koren … and i have same problem .pc download not working …and , thank you ..very much for this trick …

Ajke Sokal Theke amar Android e kaj korse na. Primo GH PLUS

    @ওয়াদুদ: সম্পুর্ন প্রসেস নতুন করে আবার ট্রাই করলাম।
    এখন চলছে……….

    ধন্যবাদ Bro

ভাইজান,ডাউনলোড করতে পারতেছি না।সমাধান চাই।

Level 0

ভাইইই কি কয়া আপনাকে থাঙ্কু দিমু বুঝতাসিনা

Level 2

জিপি এর পুরন মডেম দিয়ে চেষ্টা করলাম Server Login চায়

very nice bro. Bro iPhone er jonno kisu takle diyen.