এখুনি নিয়ে নিন ফ্রি টেলিটক আগামি সিম কার্ড , বিস্তারিত জেনে নিন এখুনি ।

 

2010,2011,2012,2013,2014 সালের SSC পরীক্ষায় GPA-5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য টেলিটক নিয়ে এসেছে 'টেলিটক আগামী' নামের এক অভিনব সিম|এই সিম বাইরে কোথাও কিনতে পাওয়া যায় না|শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া হয়|

টেলিটক আগামী সিমের অফার সমূহ:-

1. সকল টেলিটক নাব্বারে সব সময় 25 পয়সা/ মিনিট
2. অন্য যে কোন অপারেটরে সব সময় 60 পয়সা/মিনিট
3. সব অপারেটরে 10 সেকেণ্ড পালস সুবিধা|
4. 25 পয়সা/এস. এম. এস |
5. 1GB 2G ইন্টারনেট মাত্র 100 টাকা|
6. 1GB 3G ইন্টারনেট মাত্র 150 টাকা|
7. প্রতিবার 25 টাকা রিচার্জ করার সাথে সাথে 25 মিনিট টকটাইম, 25 MB ও 25 SMS একদম ফ্রী|
8. সিম নেবার সময় মেইন অ্যাকাউন্টে কমপক্ষে 20 টাকা থাকবে|এছাড়াও সিম টি চালু করলে অন্যান্য সিমের মতো ফ্রী টকটাইম,মেগাবাইট ও ম্যাসেজ পাওয়া যাবে|

রেজিস্ট্রেশন চলবে 1 থেকে 31 অক্টোবর পর্যন্ত|কাজেই, সময় খুব সংক্ষিপ্ত|যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই তারা নিজের অথবা বাবা/মা/চাচা/চাচী/ভাই/বোন যে কারো নামে রেজিস্ট্রেশন করতে পারবে|রেজিস্ট্রেশন এর জন্য তার জাতীয় পরিচয় পত্র লাগবে|

সিমের তোলার সময় যেগুলো সাথে নিতে হবে:

1. অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের একটি প্রিণ্ট কপি|
2. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার দুই কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি|
3. GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীর SSC Admit কার্ডের মূল কপি ও একটি ফটোকপি|মূল কপি দেখে যাচাইয়ের পর তা ফেরত দেওয়া হবে|

অনলাইন রেজিস্ট্রেশন ফি 20 টাকা|রেজিস্ট্রেশনের পর যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে টেলিটক ওয়েব সাইট ঢোকার পর reprint বাটনে ক্লীক করে রেজিস্ট্রেশন ফর্মটি প্রিণ্ট করা যাবে|

বি: দ্র: কেউ ইচ্ছা করলে অন্য কারো নামে রেজিস্ট্রেশন করতে পারো | কিন্তু, তার SSC অরজিনাল Admit Card না দেখাতে পারলে সিম পাওয়া যাবে না | তবে এর বিকল্প হিসাবে মূল মার্ক সিট/ মূল সার্টিফিকেট দেখালেও হবে|

এছাড়াও বিভিন্ন গোপন টিপস ও ট্রিক্স জানতে এখানে ক্লিক করুন

পোস্ট টি ভালো লাগলে আমার  ফেসবুক পেজটিতে লাইক  দিতে ভুলবেন নাহ :)  এরকম আরও পোস্ট পেজটিতে পাবেন ।

Level 0

আমি সাজিদ জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রশ্ন পায়া পাশ করে আবার মেধাবী

15din aro bariache reg korer jonno

bro ami ki amar vai ar admit card diye sim nite parbo ?

১জিবি ৩জি এর দাম ১০০ টাকা করে দিছে এই সিমে ।

Level 2

প্যাকেজ মানে নতুন কিছু থাকতে হবে। কিন্তু এখানে দারুন কিছু নেই। তাছাড়া যেকোন সিম নিলেই ফ্রী অনেক কিছু থাকে। এখানে সেটারও অভাব।

১ পিস টেলিটক পোষ্টপেইড সিমের মুল্য কত জানেন…….?

ভাইয়া পোস্টটি গুরুতবপুর্ণ তাই এখানে প্রকাশ করলাম। http://blogger-dihan.blogspot.com/2014/10/blog-post_94.html

    ভাই , পোস্ট এ আমার সাইট এর লিঙ্কটা দিয়ে দিলে খুশি হতাম 🙂 আমার সাইট এর লিঙ্ক tech.smartzonebd.com