2010,2011,2012,2013,2014 সালের SSC পরীক্ষায় GPA-5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য টেলিটক নিয়ে এসেছে 'টেলিটক আগামী' নামের এক অভিনব সিম|এই সিম বাইরে কোথাও কিনতে পাওয়া যায় না|শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়া হয়|
টেলিটক আগামী সিমের অফার সমূহ:-
1. সকল টেলিটক নাব্বারে সব সময় 25 পয়সা/ মিনিট
2. অন্য যে কোন অপারেটরে সব সময় 60 পয়সা/মিনিট
3. সব অপারেটরে 10 সেকেণ্ড পালস সুবিধা|
4. 25 পয়সা/এস. এম. এস |
5. 1GB 2G ইন্টারনেট মাত্র 100 টাকা|
6. 1GB 3G ইন্টারনেট মাত্র 150 টাকা|
7. প্রতিবার 25 টাকা রিচার্জ করার সাথে সাথে 25 মিনিট টকটাইম, 25 MB ও 25 SMS একদম ফ্রী|
8. সিম নেবার সময় মেইন অ্যাকাউন্টে কমপক্ষে 20 টাকা থাকবে|এছাড়াও সিম টি চালু করলে অন্যান্য সিমের মতো ফ্রী টকটাইম,মেগাবাইট ও ম্যাসেজ পাওয়া যাবে|
রেজিস্ট্রেশন চলবে 1 থেকে 31 অক্টোবর পর্যন্ত|কাজেই, সময় খুব সংক্ষিপ্ত|যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই তারা নিজের অথবা বাবা/মা/চাচা/চাচী/ভাই/বোন যে কারো নামে রেজিস্ট্রেশন করতে পারবে|রেজিস্ট্রেশন এর জন্য তার জাতীয় পরিচয় পত্র লাগবে|
সিমের তোলার সময় যেগুলো সাথে নিতে হবে:
1. অনলাইন রেজিস্ট্রেশন ফর্মের একটি প্রিণ্ট কপি|
2. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার দুই কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি|
3. GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীর SSC Admit কার্ডের মূল কপি ও একটি ফটোকপি|মূল কপি দেখে যাচাইয়ের পর তা ফেরত দেওয়া হবে|
অনলাইন রেজিস্ট্রেশন ফি 20 টাকা|রেজিস্ট্রেশনের পর যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে টেলিটক ওয়েব সাইট ঢোকার পর reprint বাটনে ক্লীক করে রেজিস্ট্রেশন ফর্মটি প্রিণ্ট করা যাবে|
বি: দ্র: কেউ ইচ্ছা করলে অন্য কারো নামে রেজিস্ট্রেশন করতে পারো | কিন্তু, তার SSC অরজিনাল Admit Card না দেখাতে পারলে সিম পাওয়া যাবে না | তবে এর বিকল্প হিসাবে মূল মার্ক সিট/ মূল সার্টিফিকেট দেখালেও হবে|
আমি সাজিদ জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ