আপনার Softwares বা Games-গুলোর Default Installatin Location হিসেবে C:/ Drive ব্যতীত অন্য Drive ঠিক করুন।Windows -এর System Files-গুলোকে Virus থেকে দূরে রাখতে এবং নতুনভাবে Windows Install দিলে দরকারী অনেক Softwares বা Games-গুলো Reinstall দিতে না চাইলে এই টিউনস্-টি অবশ্যই দেখুন

Shuvecchaআমার প্রিয় টেকটিউনস্ বন্ধুরা,আশা করি ভাল আছেন।আজ  আমি টিউন করেছি একটি ছোট্ট কিন্তু অতি প্রয়োজনীয় Windows Tips নিয়ে।আশা করি টিপস্-টি আপনাদের সকলেরই পছন্দ হবে এবং কাজে লাগবে।তাহলে টিপস-টি চলুন সকলে জেনে নিইঃ

আমরা যখন Softwares কিংবা Games ইনস্টল করতে যাই তখন কোথায় ইনস্টল করব তা ঠিক করে দিতে হয়।কেউ C:/ Drive-এ,কেউবা অন্য কোন Drive-এ Software বা  Game-টি ইনস্টল করে থাকেন যা বারবার ঠিক করে দেয়া বিরক্তিকর ও সময়ের অপচয়।আবার,অনেক সময় কোন Software বা Game,Virus দ্বারা আক্রান্ত হলে এবং সেটি  C:/ এ Installed থাকলে আপনার Windows এর System Files-গুলো Virus দ্বার্ আক্রান্ত হয়।Virus যেন  অন্যান্য Drive-গুলোতে আক্রমন করতে না পারে সেজন্য Antivirus দিয়ে Check করি নতুবা Windows পুনরায় Install দিই।কিন্তু আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি তবে এসব সমস্যা এবং ঝামেলা থেকে অনেকখানি মুক্তি পেতে পারি।

এসব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি যদি আমরা Softwares বা Gamess-গুলো C:/ Drive ব্যতীত  অন্য কোন Drive-এ (ধরি,D:/ Drive)-এ Install করি।এখন আসল টিপস্-এর কথায় আসি।সাধারণত,প্রোগ্রাম Installation-এর জন্য Default Location হিসেবে C:/-টি থাকে।

আপনি যদি অন্য Drive-এ Softwares বা  Games টি Install করতে চান কিন্তু বারবার তা ঠিক করে দিতে বিরক্তিকর বোধ করেন কিংবা C:/ Drive ব্যতীত অন্য কোন Drive কে Default Location (ধরুন,D:/ Drive)হিসেবে স্হায়ীভবে স্হির  করে দিতে চান তবে নীচের পদ্ধতি অনুসরন করুনঃ

1.Start Menu-তে যান।

2.”Run”-এ গিয়ে “regedit” টাইপ করুন।

3.HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion-এ যান।

4.ডান পাশের প্যানেলে PogramFileDir-এ ষান এবং মাউসে Double Click করুন।

5.Value Data নামক Box-এ D:/Installation Files নাম দিয়ে OK করে বেরিয়ে আসুন।Computer রিস্টার্ট দিন।

ব্যাস,আপনার কাজটি শেষ।এখন কোন Software বা Game Install করলে D:/Installation Files-এ Installed হবে।

সাধারণত আমরা C:/ Drive-এ Windows Install দিই।অন্য Drive-এ (D:/) Software বা Games Install করলে পরবর্তীতে পুনরায় কখনো Windows Install দিলেও ঐ Softwares বা Games-গুলো ঐ Drive-এ থেকে যাবে।অবশ্য সেক্ষেত্রে Antivirus,Nero-সহ যেসব Software Windows Start Up-এর সাথে সাথে চালু হোক চান সেসব নতুনভাবে আপনাকে Install দিতে হবে।

শেষ কথা

শেষ কথাঃকেমন লাগল টিউনটি?কাজ হলে এবং ভাল লাগলে মন্তব্য করতে আলসেমি করবেন না।আপনার মূল্যবান মন্তব্যই আমাকে ভাল টিউন করতে উৎসাহিত করবে।সবাইকে ধন্যবাদ।

আমার অন্যান্য টিউন দেখতে এখানে ক্লীক্ করুন।

Level New

আমি মাহমুদুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের উত্থান পতনের মধ্য দিয়েই আমাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে হবে,এটাই আমাদের ভাগ্যের লিখন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুনভাবে Windows Install দিলে দরকারী অনেক Softwares বা Games-গুলো Reinstall দিতে না চাইলে এই টিউনস্-টি অবশ্যই দেখুন।
এই সিষ্টেম তো আলোচনা করেন নি।

    সাধারণত আমরা C:/ Drive-এ Windows Install দিই।অন্য Drive-এ (D:/) Software বা Games Install করলে পরবর্তীতে পুনরায় কখনো Windows Install দিলেও ঐ Softwares বা Games-গুলো ঐ Drive-এ থেকে যাবে।অবশ্য সেক্ষেত্রে Antivirus,Nero-সহ যেসব Software Windows Start Up-এর সাথে সাথে চালু হোক চান সেসব নতুনভাবে আপনাকে Install দিতে হবে।

Mahmudul Hossain ধন্যবাদ

ধন্যবাদ।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর একটি টিপস দেয়ার জন্য।

    আপনাকেও ধন্যবাদ টিপস্-টি গ্রহণ করার জন্য।

দারুন বস। চালিয়ে যান।

    আপনাদের উৎসাহ পেলে চালিয়ে যেতে পারব।ধন্যবাদ মন্তব্যের জন্য।

    আমিও চাই যে আপনি আমাদের নতুন নতুন টিউন উপহার দেন। আমি একটু আগে সাইন আপ করলাম। আর এটিই আমার প্রথম কেমন্স। আশা করি আমি আপনাদেরকে আর্কষণীয় টিউন উপহার দিতে পারব ইনসাআল্লাহ।

    নিশ্চয়ই।তোমার প্রতি শুভকামনা রইল।

ধন্যবাদ

ভাইজান আপনি যে বড় টাইটেল দিসেন এতে তো টিটি আধা পেজ খাইসে।দয়া করে টাইটেল টি ছোট করুন।টিউনটির জন্য ধন্যবাদ

    টিউনের প্রয়োজনেই এ শিরোনাম।Don’t see it negatively…ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ

বেপার টা জানা ছিল না, তবে কাস্টমাইজ করে আমি লোকেশন চেন্জ করতাম , যাউক গা ধইন্য পাতা

    ধইন্যাপাতা দিয়ে বড়ই উপকার করলেন।ইফতারের সময় সালাদ বানাতে বহুত কাজে লাগবে।

Level 0

thank,………………..
http://www.address24.biz/

ভাই নতুন করে windows install করলে তো D ড্রাইভের ইনেষ্টল করা প্রোগ্রাম গুলো তো রেজিস্ট্রী ফাইল খুজে পাবে না। তাহলে কি Open হবে ?

    বেশিরভাগই Open হবে।

    Antivirus,DVD Writing Software এবং যেসব Software উইন্ডোজ Start Up-এর সাথে সাথে চালু করতে চান সেগুলো অবশ্যই পুনরায় Install করতে হবে।আর যেগুলো Folder থেকেই ব্যবহার করেন সেগুলোর বেশিরভাগই নতুনভাবে Instll করা লাগবে না।ধন্যবাদ।

জানা ছিল……ধন্য বাদ।

ধন্যবাদ আপনাকে একটি জরুরি জিনিস শিখলাম ।

চালিয়ে যান ভাই, ভালই হইছে… আর ভাল ভাল টিউন চাই…

ভাল টিপস ধন্যবাদ।