আচ্ছা বলুন দেখি ফেসবুকে এখনকার সব থেকে হাসাহাসির পাত্র কারা , কেন এবং কিভাবে?

এই ব্যাপার গুলো এর আগে সংক্ষেপে কয়েক জন ফ্রেন্ড কে পাঠানোর পর, কয়েকটা আইডি Instant suicide করে। মানে, ডিএক্টিভ। কিছুক্ষন পর তাদের নতুন ফেসবুক আইডি থেকে রিকুয়েস্ট পাই 😉 আপনার কি অবস্থা? 😉

আচ্ছা বলুন দেখি ফেসবুকে এখনকার সব থেকে হাসাহাসির পাত্র কারা , কেন এবং কিভাবে? 😉
উত্তর:
১- যাদের follower ২০ বা ৩০ টা but picture a 500 এর উপরে লাইক ! (strange)

আচ্ছা বলুন দেখি ফেসবুকে এখনকার সব থেকে হাসাহাসির পাত্র কারা , কেন এবং কিভাবে? ;)<br /><br /><br /> উত্তর:<br /><br /><br /> ১- যাদের follower ২০ বা ৩০ টা but picture a 500 এর উপরে লাইক ! (strange)<br /><br /><br /> ২-যারা profile এ Add friend অফ করে follower active করে রাখে!</p><br /><br /> <p>আশা করি সবাই ভালো আছেন। আমি শুভ আবার ফিরলাম techtunes এ। চাইলেও কেন জানি আর তেমন একটা টিউন করা হয়ে ওঠেনা। হয়তোবা, এটাকে বলা যেতে পারে ব্যাস্ততা।</p><br /><br /> <p>ফেসবুকও আর তেমন একটা ইউজ করা হয়না। কেউ মেসেজ দিলেও রিপ্লে দিতে ইচ্ছে করে না । কারন, এখন দেখি আমার চা-এর দোকানি মামাও ফেসবুক এ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। এজন্য আমি খুশি বাট অনেকে দেখি মেসেজ দিয়ে ভিক্ষা চায়, মানে লাইক। ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে আমার কাছে। এটার কারনে মোটামুটি বেশ কয়েকটা কাছের ফ্রেন্ডরাও আমাকে আন-ফ্রেন্ড করছে। কারন, সে যতবার পিক আপ্লোড দেয়, ততবারেই লাইক চায়। কি বিরক্তিকর!<br /><br /><br /> বাধ্য হয়ে একদিন ওদের মেসেজ গুলার স্ক্রিনশর্ট নিয়ে তার সেই পিক এর নিচে কমেন্টস করি। তার পিক এ সে লাইক চাচ্ছে। মানে ব্যাপারটা এ রকম, "দোস্তরা সবে মাত্র একটা পিক আপ্লোড করলাম, দ্রুত লাইক দাও। আমিও তোমাদের পিক এ নিয়মিত লাইক দেব (কথা দিলাম)।</p><br /><br /> <p>ব্যাস, আমাকে আর কস্ট করতে হল না। নিজেই আমাকে আন-ফ্রেন্ড করল। ব্যাস।</p><br /><br /> <p>এখন আবার আর এক সমস্যা। অনেকে দেখি ফেসবুক রকস্টার হওয়া শুরু করছে। পিক আপ্লোড দিলেই লাইক এর বন্যা। কিন্তু যখনি তার প্রোফাইল চেক করি তখনেই আসলে .........মেজাজটা...... যাই হোক, বেশ কিছু কাছের ফ্রেন্ডদের সেই বোকামো দেখে খারাপ লাগল। কারন, এটা প্রমান করে তার বাস্তব লাইফের অজানা সেই কৃত্তিম personalty.</p><br /><br /> <p>প্রমান ও খুলে বলি :</p><br /><br /> <p>কারন, বর্তমানে প্রায় সবাই IT related এবং সবাই এটা বোঝে যে সেই ফেমাস person (হাজার হাজার লাইক ইন picture)  টা আসলে কতটা ফাউল। সহজ করে দেই, যারা গুগল/ অন্য এডসেন্স, সিজে/আফিলিয়েট পাবলিশার কিংবা আনালাইস্টিক ইউজার তারা খেয়াল করবেন Page views এবং RPM দুইটা অপশন আছে। Page views- আপনার ওয়েব সাইটের traffic/visitor এর পরিমান আর RPM হল- Revolutions per minute</p><br /><br /> <p>মানে আপনার ভিজিটর এবং সেই ভিজিটরের উপর ভিত্তি করে কি পরিমান এ্যাড view হল তার একটা হিসাব। গরমিল হলে আপনি ধরা খাবেন। মানে, আপনার ব্যালেন্স থেকে ৳ মাইনাস হবে। তার মানে সার্স ইঞ্জিন ব্যাতিত আপনার ওয়েব-সাইটে অন্য কোন খাত থেকে ট্রাফিক আসছে। মানে আপনিই আপনার সাইটের মার্কেটিং করেছেন যেটা ইলিগাল/ পার্মানেন্ট না।</p><br /><br /> <p>ঠিক তেমনি, follower টাকে ধরে নেন RPM তাদের আপ্লোড করা ছবি এর লাইক কে ধরে নেন ট্রাফিক/ভিজিটর। তাহলে ধরুন কারো ৫০ টা follower , সে ক্ষেত্রে তার রিয়াল লাইক হওয়ার কথা upto ১০০ (পরীক্ষীত)। ৫০ টা follower কিন্তু লাইক ৫০০ ! মাঝে মাঝে আবার হাজার হাজার, ব্যাপারটা কতটা ভুতুরে এবং অদ্ভুত একটু চিন্তা করুন।</p><br /><br /> <p>উপরের লেখাটুকু লিখলাম আমার ফেসবুকের কিছু ফ্রেন্ডদের কারনে । কারন, তাদের এই ব্যাপারটা তাদেরকে সরাসরি বললে তাদের মাইন্ডে লাগবে (যদিও বা সব কৃত্তিম ও কাপঝাপ, ক্ষতি কি তাদেরকে উপরে রাখতে ;) )

২-যারা profile এ Add friend অফ করে follower active করে রাখে! (celebrity দের হিসাব আলাদা)

আশা করি সবাই ভালো আছেন। আমি shuvonill আবার ফিরলাম techtunes এ। চাইলেও কেন জানি আর তেমন একটা টিউন করা হয়ে ওঠেনা। হয়তোবা, এটাকে বলা যেতে পারে ব্যাস্ততা।

ফেসবুকও আর তেমন একটা ইউজ করা হয়না। কেউ মেসেজ দিলেও রিপ্লে দিতে ইচ্ছে করে না । কারন, এখন দেখি আমার চা-এর দোকানি মামাও ফেসবুক এ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়। এজন্য আমি খুশি বাট অনেকে দেখি মেসেজ দিয়ে ভিক্ষা চায়, মানে লাইক। ব্যাপারটা খুব বিরক্তিকর লাগে আমার কাছে। এটার কারনে মোটামুটি বেশ কয়েকটা কাছের ফ্রেন্ডরাও আমাকে আন-ফ্রেন্ড করছে। কারন, সে যতবার পিক আপ্লোড দেয়, ততবারেই লাইক চায়। কি বিরক্তিকর!
বাধ্য হয়ে একদিন ওদের মেসেজ গুলার স্ক্রিনশর্ট নিয়ে তার সেই পিক এর নিচে কমেন্টস করি। তার পিক এ সে লাইক চাচ্ছে। মানে ব্যাপারটা এ রকম, "দোস্তরা সবে মাত্র একটা পিক আপ্লোড করলাম, দ্রুত লাইক দাও। আমিও তোমাদের পিক এ নিয়মিত লাইক দেব (কথা দিলাম)।

ব্যাস, আমাকে আর কস্ট করতে হল না। নিজেই আমাকে আন-ফ্রেন্ড করল। ব্যাস।

এখন আবার আর এক সমস্যা। অনেকে দেখি ফেসবুক রকস্টার হওয়া শুরু করছে। পিক আপ্লোড দিলেই লাইক এর বন্যা। কিন্তু যখনি তার প্রোফাইল চেক করি তখনেই আসলে .........মেজাজটা...... যাই হোক, বেশ কিছু কাছের ফ্রেন্ডদের সেই বোকামো দেখে খারাপ লাগল। কারন, এটা প্রমান করে তার বাস্তব লাইফের অজানা সেই কৃত্তিম personalty.

প্রমান ও খুলে বলি :

কারন, বর্তমানে প্রায় সবাই IT related এবং সবাই এটা বোঝে যে সেই ফেমাস person (হাজার হাজার লাইক ইন picture)  টা আসলে কতটা ফাউল। সহজ করে দেই, যারা গুগল/ অন্য এডসেন্স, সিজে/আফিলিয়েট পাবলিশার কিংবা আনালাইস্টিক ইউজার তারা খেয়াল করবেন Page views এবং RPM দুইটা অপশন আছে। Page views- আপনার ওয়েব সাইটের traffic/visitor এর পরিমান আর RPM হল- Revolutions per minute

মানে আপনার ভিজিটর এবং সেই ভিজিটরের উপর ভিত্তি করে কি পরিমান এ্যাড view হল তার একটা হিসাব। গরমিল হলে আপনি ধরা খাবেন। মানে, আপনার ব্যালেন্স থেকে ৳ মাইনাস হবে। তার মানে সার্স ইঞ্জিন ব্যাতিত আপনার ওয়েব-সাইটে অন্য কোন খাত থেকে ট্রাফিক আসছে। মানে আপনিই আপনার সাইটের মার্কেটিং করেছেন যেটা ইলিগাল/ পার্মানেন্ট না।

ঠিক তেমনি, follower টাকে ধরে নেন RPM তাদের আপ্লোড করা ছবি এর লাইক কে ধরে নেন ট্রাফিক/ভিজিটর। তাহলে ধরুন কারো ৫০ টা follower , সে ক্ষেত্রে তার রিয়াল লাইক হওয়ার কথা upto ১০০ (পরীক্ষীত)। ৫০ টা follower কিন্তু লাইক ৫০০ ! মাঝে মাঝে আবার হাজার হাজার, ব্যাপারটা কতটা ভুতুরে এবং অদ্ভুত একটু চিন্তা করুন।

উপরের লেখাটুকু লিখলাম আমার ফেসবুকের কিছু ফ্রেন্ডদের কারনে । কারন, তাদের এই ব্যাপারটা তাদেরকে সরাসরি বললে তাদের মাইন্ডে লাগবে (যদিও বা সব কৃত্তিম ও কাপঝাপ, ক্ষতি কি তাদেরকে উপরে রাখতে 😉 )

এই ব্যাপার গুলো এর আগে সংক্ষেপে কয়েক জন ফ্রেন্ড কে পাঠানোর পর, কয়েকটা আইডি Instant suicide করে। মানে, ডিএক্টিভ। কিছুক্ষন পর তাদের নতুন ফেসবুক আইডি থেকে রিকুয়েস্ট পাই 😉 আপনার কি অবস্থা? 😉

(পোষ্টটি শেয়ার করে কিঞ্চিত ভয় ধরিয়ে দিতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের)

Level 2

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ha ha ha,,joss boss,,darao fb te share kortaci

এক মত হতেই পারলাম না। এখানে শুধু follower এর হিসাব দিচ্ছেন কিন্তু friend এর হিসাব কে দিব?
আর ফেসবুকে এমন অবস্থা যে নিয়মিত অন্যদের পোস্টে লাইক দিলে সেও লাইক দেয়। কোন follower ছ্যারা মাত্র ৫০০ টা active ফ্রেন্ড থাকলে ই ১০০ টা লাইক পাওয়া অসম্ভব বলে আমি মনে করি না। আর ফেসবুকের লাইক নিয়ে হিসাব করা একমাত পাগলদেরই সম্ভব ঃপি , আমার মাত্র দুটি প্রফাইল ফটোতে ১০০০ করে লাইক আছে কিন্ত আমার Follower ত ১.৬ K … তহ আপনার মতে কত লাইক হওয়া উচিৎ বলে মনে করেন?

    আইজ্যাক নিউটন, আপেলটা হয়তো আমার মাথায় পরার কথা ছিল অথবা আপেল গাছ টা আমার ছিল| কি বুঝলেন?