কিছু অভদ্র টিউনার এটা ট্রাই না করে বাজে কমেন্ট করেছে । মডারেটর ভায়েরা আপনারা যদি একজন টিউনার কে সম্মান দিতে না পারেন । তবে একদিন ভাল মানের টিউনার খুজে পাবেন না । আমার এই ট্রিকটা কাজ করে তার পর ও যারা বাজে কমেন্ট করেছে তাদের শাস্তির দাবি জানায় ।
আমি একজন মুসলিম আমার কাছে টার চেয় সম্মান টা বড় । বাজে কমেন্ট করার আগে ১০ বার ভাববেন Plz
ঘরে বসে আপনার বিকাশ একাউন্ট থেকে Gp নাম্বারে FlexiLoad দিন ।
আমরা সবাই জানি বিকাশ একাউন্ট থেকে Gp নাম্বারে FlexiLoad দেওয়া যায় না । কিন্তু আজ আপনাদের এমন একটি পদ্ধতি শিখাব যার মাধ্যমে Gp নাম্বারে FlexiLoad দিতে পারবেন আসুন এবার দেখি কি ভাবে এটা সম্ভাব !
১/ আপনার মোবাইল থেকে *247# ডায়েল করুন
২/ এবার (Payment) মানে 3 লিখে Replay দিন
৩/ তার পর Enter Merchant bKash Wallet No : এখানে 01721424111 নাম্বার টি লিখে Replay করুন ।
[উপরের নাম্বার টি আপনার সংগ্রহে রাখুন এটা আপনি যত বার রিচার্জ করবেন ততোবার লাগবে পারলে মুখস্ত করুন ]
৪/ Enter Amount : এই জায়গায় আপনার টাকার পরিমান লিখুন ।
[ ১১ টাকার নিচে দিবেন না কারন এরা ১ টাকা রেখে বাকি টাকা আপনা কে রিচার্জ করবে ।ভয় নেই বিকাশ একাউন্ট থেকে কোন চার্জ কাটবেনা ]
৫/ Enter Reference : এর জায়গায় আপনি যে নাম্বারে রিচার্জ করতে চান সেই [Gp / Airtel / Bl / Robi / বা অন্যকোন অপারেটর এর নাম্বার] টি লিখুন ।
৬/ Enter Counter No : 1 [ সব সময় 1 লিখবেন ]
৭/ সবশেষ কাজ আপনার বিকাশ পিন দিয়ে কনফার্ম করা ।
কাজ শেষ এখন 1-5 মিনিট Wait করুন এর মাঝে আপনি
FlexiLoad পেয়ে যাবেন ।
আপনাদের অনেকের বিশ্বাস নাও হতে পারে তাই ছোট এমাউন্ট দিয়েই শুরু করুন বিশ্বাস হলে এমান্ট বাড়াবেন ।
বিশেষ কিছু কথা : এটি একটি রিচার্জ প্রতিষ্টান এরা Software এর মাধ্যমে নয় সাধারন দোকানিদের মতই রিচার্জ করে । তাই ব্যস্ত থাকলে একটু সময় লাগতে পারে আমি প্রায় ৩০-৪০ বার এদের মাধ্যমে রিচার্জ করেছি সব ২ মিনিটের মধ্য পেয় গেছি । নামাজের টাইমে বা রাতে ট্রাই করবেনে না কারন এরা মানুষ Software না 😀
আমি এদের কখন ও দেখি নাই বা এই প্রতিষ্ঠানের সাথে আমার কোন ভাবে সম্পৃক্ততা নেই এক বড় ভাই এর কাছ থেকে জেনেছি । টিউনটি কপি করলে ক্রেডিট আমাকে দিবেন 😛
আমি সুমন বাশার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অমানুষের বাচ্চা !!
তোরে পাইলে তরর পাচায় জিপির রিচার্জ ডুকাইয়া দিমু ><
কেউ এই অমানুষের পোষ্ট ফলো কৈরেন না, টাকাটা আর পাবেন না !
আর টিটি'র মডারেটর ভাইয়েরা কৈ ?? এই গরুগুলারে এখনো রাখছেন কেন ??