অবশেষে বেশ কয়েকদিন অনিয়মিত হয়ে যাওয়ার পর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাজের একটি পোস্ট। একটি ব্লগে বিজ্ঞাপন বসানোর স্থান এবং ধরনের উপর নির্ভর করে বিজ্ঞাপনটিতে ক্লিকের হার। আর যারা এডসেন্স ব্যবহার করেন তাদের জন্য তো ক্লিক পাওয়া মানেই ভালো মানের কিছু আয়। তাই ব্লগে হাইলাইট করে বসাতে হবে বিজ্ঞাপনগুলো। আজ ব্লগস্পট ব্লগের জন্য নিয়ে এসেছি এমন একটি টিপস। একটি ব্লগের ডানে বা বামে যদি বিজ্ঞাপন ঝুলন্ত অবস্থায় থাকে তবে আমি মনে করি বিজ্ঞাপনটি সহজেই চোখে লাগবে। যারা ব্লগস্পটে ব্লগিং করছেন তাদের জন্য আজকের এই টিপস। ডেমো দেখুন এই ব্লগে।
<style> #bloggermarufflotads { height:30px; width:auto; background: #333333 url('..'); background-repeat:repeat-x; text-align:left; padding-top:4px; } #bsadsbase{ height:500; margin:0auto; width:160px; background:#fff; border-bottom:2px #333333 solid; border-right:2px #333333 solid; border-left:2px #333333 solid; text-align:center; padding:4px; } #bsadsheadline{ opacity:1.0; height:auto; width:auto; position:fixed; top:65px; left:10px; border-bottom:1px #005094 solid; border-bottom:0px blue solid; color:#333; padding:0px; z-index:1001; font-size:13px;} </style> <script type="text/javascript"> function getValue() { document.getElementById("bsadsheadline").style.display = 'none'; } </script> <div id="bsadsheadline"> <div id="bloggermarufflotads"> <span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em"></span> <span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em;float:right;padding-top:3px;padding-right:10px"><a href="http://www.bloggermaruf.com" target="_blank" onclick="getValue()">Close This Ad(X)</a></span> </div> <div id="bsadsbase"> Your Advertise Code Here </div></div>
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
দারুন। আপনার সাইটটা আরও দারুন। দ্রুত লোড হয়।