আপনার ব্লগস্পট ব্লগে লাগিয়ে নিন ঝুলন্ত একটি বিজ্ঞাপন বক্স ! অ্যাডসেন্স কিংবা যেকোন ধরনের বিজ্ঞাপন লাগানোর উপযোগী। ক্লিক পড়ার সম্ভাবনা দ্বিগুণ !

অবশেষে বেশ কয়েকদিন অনিয়মিত হয়ে যাওয়ার পর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাজের একটি পোস্ট। একটি ব্লগে বিজ্ঞাপন বসানোর স্থান এবং ধরনের উপর নির্ভর করে বিজ্ঞাপনটিতে ক্লিকের হার। আর যারা এডসেন্স ব্যবহার করেন তাদের জন্য তো ক্লিক পাওয়া মানেই ভালো মানের কিছু আয়। তাই ব্লগে হাইলাইট করে বসাতে হবে বিজ্ঞাপনগুলো। আজ ব্লগস্পট ব্লগের জন্য নিয়ে এসেছি এমন একটি টিপস। একটি ব্লগের ডানে বা বামে যদি বিজ্ঞাপন ঝুলন্ত অবস্থায় থাকে তবে আমি মনে করি বিজ্ঞাপনটি সহজেই চোখে লাগবে। যারা ব্লগস্পটে ব্লগিং করছেন তাদের জন্য আজকের এই টিপস। ডেমো দেখুন এই ব্লগে

কিভাবে ব্লগে ঝুলন্ত এই বিজ্ঞাপন বসাবেন?

  • ব্লগস্পট ব্লগে লগিন করে Layout অপশনে যান এবং যথানিয়মে একটি Html/JavaScript Gadget খুলুন।
  • এবার Title অপশন ফাঁকা রেখে Content বক্সে নিচের কোডগুলো দিন।
<style>
#bloggermarufflotads {
height:30px;
width:auto;
background: #333333 url('..');
background-repeat:repeat-x;
text-align:left;
padding-top:4px;
}
#bsadsbase{
height:500;
margin:0auto;
width:160px;
background:#fff;
border-bottom:2px #333333 solid;
border-right:2px #333333 solid;
border-left:2px #333333 solid;
text-align:center;
padding:4px;
}
#bsadsheadline{
opacity:1.0;
height:auto;
width:auto;
position:fixed;
top:65px;
left:10px;
border-bottom:1px #005094 solid;
border-bottom:0px blue solid;
color:#333;
padding:0px;
z-index:1001;
font-size:13px;}
</style>
<script type="text/javascript">
function getValue()
{
document.getElementById("bsadsheadline").style.display = 'none';
}
</script>
<div id="bsadsheadline">
<div id="bloggermarufflotads">
<span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em"></span>
<span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em;float:right;padding-top:3px;padding-right:10px"><a href="http://www.bloggermaruf.com" target="_blank" onclick="getValue()">Close This Ad(X)</a></span>
</div>
<div id="bsadsbase">
Your Advertise Code Here
</div></div>

  • এবার আসেন কাস্টমাইজেশনে।
  • কোডে text-align:left; এর স্থানে আপনি ব্লগের ডান পাশে নাকি বাম পাশে দেখাতে চান সেটা বলে দিন। বাম পাশে হলে text-align:left; আর যদি চান ডান পাশে তবে text-align:right;
  • এখন আসব দৈর্ঘ্য প্রস্থে। এখানে height:500; কোডটিতে আপনি দৈর্ঘ্য বা উচ্চতা পরিবর্তন করতে চাইলে 500 এর স্থলে আপনার ইচ্ছেমত সাইজ বসিয়ে দিন। আর প্রস্থ পরিবর্তন করতে চাইলেও একই কাজ। width:160px; কোডে 160 এর স্থলে আপনার চাহিদামত সাইজ বসিয়ে দিন।
  • আর চূড়ান্ত ধাপ হল আপনার অ্যাডসেন্স বা অন্য কোড এড কোড বসানোর পালা।  Your Advertise Code Here লেখাটির বদলে আপনার এড কোড বসান।
 ব্যাস, আর কাজ নেই। এবার উইডগেটটি  Save করেই সমাপ্ত করুন আপনার কাজ। নিজে বুঝলেও নতুনদেরকে বুঝাতে পারলাম কিনা আপনারাই জানেন। তাই কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন। আপনার সাইটটা আরও দারুন। দ্রুত লোড হয়।

    @খাঁন রোজেন: শান্তি পেলাম আপনার ফিডব্যাকটা পেয়ে। কারণ আমি সবসময়ই চিন্তিত থাকি ব্যাপারটা নিয়ে। আজ শুনে ভালো লাগলো। ধন্যবাদ 😀

vai wapka r jonno ai code ta nai

    @ইমাম হোসেন: দুঃখিত ভাই। ওয়াপকা সম্পর্কে আমার নলেজ নাই।

ধন্যবাদ মারুফ ভাইয়া।

ভাই, এই ডোমেইনটা কিনলাম আজ english-song.com
vabchi akta blog korbo blogger a, jodi kichu simple theme suggest korten khub valo hoto.
আর হ্যাঁ আপনার ঝুলন্ত অ্যাড তো সাইট করার পর বসাব , ধন্যবাদ

    @SAHEB BISWAS: আমার পছন্দের সাথে তো হয়ত আপনার মিলবেনা। তাই আপনার নিজের পছন্দের টেমপ্লেট খুঁজে নেওয়াই ভালো হবে। তবে একটা সাইটের খোঁজ দেই। সেখানে ভালো থিম পাবেন। লিংকঃ http://btemplates4u.com/
    ব্লগস্পট টেমপ্লেট খুঁজতে আমাকে এই সাইটটা ভালো লাগে।

Vai ata blog a add korle ki adsense banned hobar kono somvabona ase?

    @Shariful Islam Sharif: আসলে এই স্টাইলে এড বসানোটা গুগলের নীতিমালায় নিষিদ্ধ। কিন্তু এইভাবে এড -এ অনেক ক্লিক পড়ে। তাই এভাবে এড বসানোটা উচিৎ হবেনা। কিন্তু যারা বসায় তারা কপালের উপর নির্ভর করে ঝুকি নিয়ে বসায়। ব্যান খেলে খেতেও পারেন।

vai ami akhan chovi add korobo kibe..http://eliasbd54.blogspot.com/

মারুফ ভাই আপনার মত আমিও ব্লগার। আর মাস তিনেক হলো এডসেন্স পেয়েছি আমার ব্লগ http://bhootgoyenda.blogspot.com আমার এড গুলাতে ক্লিক কম পরে যদিও ভিজিটর আসে প্রতিদিন প্রায় ৪০০+ পেজ ভিউ হিয়ে থাকে। আমার ব্লগের এড গুলা সঠিক ভাবে বসানো কি না একটু দেখে জানাবেন