ব্লগ স্পটে Favicon যুক্ত করা

ব্লগ স্পটে  Favicon যুক্ত করা

favicon

ব্লগ স্পটে  Favicon যুক্ত করা একটি সহজ কাজ। আমরা অনেকে জিনিষ টা জানি কিন্তু ব্যবহার করি না।আজ আমরা তা যুক্ত করব।আমাদের এটা করতে হবে কয়েকটা ধাপে।

ধাপ ১ : প্রথমে আপনার পছন্দরে একটি ৩০*৩০ পিক্সেলের একটি jpeg অথবা gif ছবি তৈরি করি।

ধাপ ২: এই তৈরি করা ছবি টি আপলোড করতে হব।

ধাপ ৩: আপলোড কৃত ছবি টির icon file url সংগ্রহ করি।

ধাপ ৪: এবার আপনার ড্যাসবোর্ডে প্রবেশ করুন।


ধাপ ৬: ড্যাসবোর্ডে >-->layout>-->edit html এ প্রবশে করি।

ধাপ ৭: এখানে নিচের ছবির জায়গা টি বের করি।

ধাপ ৮:<link href='ICON FILE URL' rel='shortcut icon'/>তারপর ICON FILE URL লেখা জায়গাটতি আপলোড কৃত ছবি টির icon file url যুক্ত করে সেইভ করি।হয়ে গলে favicon ।

টিউনটিতে বেশি কথা না বলে শেষ করলাম। কারন্টে থাকে না। প্রিয়তে যুক্ত কর প্লিজ।

এই টিউন টি আমার ব্লগে প্রকাশ হয়েছিল

Level 2

আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য ।

অনেক ভাল টিউন। টেকটিউন্সেও ফেবিকন যুক্ত করা উচিত ।

    আছে তো!! দেখেন নাই এখনো? আমি তো যখন থেকে টিটি তে আসি তখন থেকেই দেখছি।

ভাই এই কামটা আমি জীবনেও পারি না জানি না কেন:(

ভাল টিউন ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ব্লগস্পটে আমার এক্যাউন্ট নাই 🙁

ছবি টি কিভাবে আপলোড করতে হবে এবং আপলোড কৃত ছবি টির icon file url সংগ্রহ কিভাবে করব তা আমি জানিনা। এজন্য কমেন্ট করবেন আশাকরি। টিউন যদি পুরোপুরি না বোঝা যায় তবে …………….

    আজিজুল ভাই আপনি আগে একটি ফেভিকন বানিয়ে আপনার Picasaweb এর account এ Login করুন।সেখানে ফেভিকনটি একটি Album এর মাঝে আপলোড করুন।সেখানে আপলোডকৃত ছবির URL পাবেন।

    আমি আমারটা তে করতে পেরেছি।
    http://www.tohidctg,blogspot.com

খুবই দরকারী টিউন।সত্যিই আমি খুব বেশী খুশি হলাম এই টিউনটি দেখে।

আমি আগে ico ফাইল এর লিঙ্কিং pattern টা জানতাম না। আপ্নার পোস্ট পড়ে জানলাম।
ধন্যবাদ 🙂
Floating Share Buttons