ব্লগ স্পটে Favicon যুক্ত করা একটি সহজ কাজ। আমরা অনেকে জিনিষ টা জানি কিন্তু ব্যবহার করি না।আজ আমরা তা যুক্ত করব।আমাদের এটা করতে হবে কয়েকটা ধাপে।
ধাপ ১ : প্রথমে আপনার পছন্দরে একটি ৩০*৩০ পিক্সেলের একটি jpeg অথবা gif ছবি তৈরি করি।
ধাপ ২: এই তৈরি করা ছবি টি আপলোড করতে হব।
ধাপ ৩: আপলোড কৃত ছবি টির icon file url সংগ্রহ করি।
ধাপ ৪: এবার আপনার ড্যাসবোর্ডে প্রবেশ করুন।
ধাপ ৬: ড্যাসবোর্ডে >-->layout>-->edit html এ প্রবশে করি।
ধাপ ৭: এখানে নিচের ছবির জায়গা টি বের করি।
ধাপ ৮:<link href='ICON FILE URL' rel='shortcut icon'/>
তারপর ICON FILE URL লেখা জায়গাটতি আপলোড কৃত ছবি টির icon file url যুক্ত করে সেইভ করি।হয়ে গলে favicon ।
টিউনটিতে বেশি কথা না বলে শেষ করলাম। কারন্টে থাকে না। প্রিয়তে যুক্ত কর প্লিজ।
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য ।