3G ছেড়ে 5G তে আসুন! স্পীড তুলে ফেলুন 1 Gbps+ আপনার জিপি মডেম দিয়ে!!

সবাইকে  স্বাগতম!

সরাসরি কথায় চলে আসি!! কয়দিন আর থ্রিজির যুগে পড়ে থাকবেন?? অনান্য দেশে তো 4G/5G চলে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব?? সেই কারণেই আমার এই টিউন।

আমি আমার জিপি মডেম দিয়ে 3.4 Gbps স্পীড তুলেছি!!! কি বিশ্বাস হয় না? ক্যামনে কি???

আপনিও পারবেন এই রকম স্পীড তুলতে। যেখানে 1 Mbps স্পীড উঠেনা,সেখানে 1 Gbps! নিচের স্ক্রিনশটটি দেখলেই আপনি বুঝতে পারবেন।

এখন বিশ্বাস হয়? তাহলে আসুন এবার কাজের পালা।

প্রথমে Grameenphone Internet সফটওয়্যারটি ওপেন করুন। দাঁড়ান কানেক্ট করবেন না! এবার এটিকে মিনিমাইজ করে রাখুন।

তারপর নেটওয়ার্কস থেকে নেটে কানেক্ট করুন। না বুঝলে নিচের স্ক্রিনশট দেখুন।

অথবা, IDM থেকেও Dial করতে পারেন।

এর জন্য নেটে কানেক্ট থাকলে ডিস্কানেক্ট করে IDM এর যেকোন একটি ফাইলকে Resume করুন, তাহলে এরকম দেখবেন।

এবার ডায়াল করে নিন।

এছাড়াও অন্য যে কোন উপায়ে আপনি ডায়াল করে নিন।

তবে একটা কথা, খেয়াল রাখবেন যাতে ভুলেও জিপি ইন্টারনেট সফটওয়্যার থেকে কানেক্ট না হয়। 😯

এবার আর কি করবেন?? যে কোন কিছু ডাউনলোডে দিয়ে দিন। বড় ফাইল দিলে ভাল হয়।আর ব্রাউজিংও করতে থাকুন। এভাবে ১৫/৩০/৪৫/৬০ মিনিট আপনার যতক্ষণ মন চায় ইউজ করতে থাকুন। যত বেশি ইউজ করবেন তত ভালো।

এখন আপনার মডেম দিয়ে কানেক্টে ক্লিক করুন। দেখবেন সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। আর একটু নিচে যেখানে স্পীড শো করে সেখানে খেয়াল করুন। কি দেখলেন?? আপনি যত দেরিতে কানেক্ট  করবেন তত বেশি স্পীড শো করবে।

এটা দিয়ে আপনি অন্যদের অবাক করে দিতে পারবেন। 😆

বিশেষ দ্রষ্টব্যঃ এটা শুধু দেখায়ই মাত্র। সত্যিকারের স্পীডের কোন তফাৎ হয় না। তারপরও যদি কেউ বেশি স্পীড পেয়ে যান তাহলে আমি দায়ী থাকব না! লুল..

আর কেউ যদি 5G স্পীড পাওয়ার আশা করে থাকেন এবং পরবর্তীতে না পেয়ে উল্টাপাল্টা বলেন, তাহলে আপনাকে বলি, "আপনি কিভাবে এই গ্রামীণফোন থেকে এত বেশি স্পীড আশা করলেন?এটি অলীক কল্পনা মাত্র!"

এটা মোটেও কোন টেকি টিউন নয়। সবসময় এরকম জিনিস নিয়ে পড়ে থাকলে তো হবে না!তাই মাঝে মধ্যে ফানও দরকার।

ফেসবুকে আমি

Level 2

আমি শাহরিয়ার হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনি ফ্রি তে কন প্যাকেজ বেবহার করতাসেন আমার তহ 3G ৭৫ এমবি তেও দুই একদিন পর স্পীড 2G হয়ে জাচ্ছে একটু যদি বলতেন কন প্যাকেজ টা চালাচ্ছেন

    Level 2

    @RedCard: @IHK শাওন: আমিও ৭৫ এমবি! তবে ব্রাউজিং স্পীড খুব খারাপ।কিন্তু ডাউনলোড স্পীড ৩৫০-৪০০!!

লুল…..

    Level 2

    @শুভ্র আকাশ: Yeah…লুল….

এইডা কি free net কাজ করে দয়া করে জানান?

    Level 2

    @শরীফ ইসলাম: simple server দিয়ে ফ্রি নেট ব্যবহার করছি…

Haramjada gp, tora Ami khaisi !

    Level 2

    @Obaidul Hoque: কেন?কি হইছে?

টিউনের বিভাগ টেক-হিউমার হওয়া উচিৎ ছিলো 😛

    Level 2

    @ধূপছায়া: সত্যি কথা বলতে আমি টেক হিউমার সম্পর্কে আমার কোন ধারণা ছিল না!!

মজাই পাইছি আসলে।।

    Level 2

    @ব্লগার মারুফ: আমি পুরা অবাক! আমার মত ফালতু টিউনারের টিউনে আপনার টিউমেন্ট!!

    Level 2

    @হারুন অর রশিদ: লুল

মজা পাইলাম।

Level 2

@এ জি এম রুবেল হাসান: Thanks

হাহা…মজা পেলাম 😀 😀 আগেই ভাবছি এমন কিছু, কিন্তু আবার প্রথম স্ক্রিনশট দেখে পুরা টাস্কি খাইলাম 😀

    Level 2

    @বোকা ছেলেটা:টাস্কি খাওয়ানোর জন্যই তো এই টিউনটা করলাম

খুব ভাল

ফ্রি টিক টা কি বলবেন মেইল দিলাম [email protected]

    Level 2

    @মো আশরাফুল ইসলাম: টেকটিউনসেই তো ফ্রি নেটের ট্রিক পাওয়া যায়

অসাম লাগলো ব্যাপারটা ।

😆 😆 😆

bro broadband er speed baranor kono upay thakle janeo….

    Level 2

    @অচেনা হিমালয়: দুঃখিত আমার জানা নেই

RedCard bhai Thank you…………..

    Level 2

    @শরীফ ইসলাম: WC