সরাসরি কথায় চলে আসি!! কয়দিন আর থ্রিজির যুগে পড়ে থাকবেন?? অনান্য দেশে তো 4G/5G চলে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব?? সেই কারণেই আমার এই টিউন।
আমি আমার জিপি মডেম দিয়ে 3.4 Gbps স্পীড তুলেছি!!! কি বিশ্বাস হয় না? ক্যামনে কি???
আপনিও পারবেন এই রকম স্পীড তুলতে। যেখানে 1 Mbps স্পীড উঠেনা,সেখানে 1 Gbps! নিচের স্ক্রিনশটটি দেখলেই আপনি বুঝতে পারবেন।
এখন বিশ্বাস হয়? তাহলে আসুন এবার কাজের পালা।
প্রথমে Grameenphone Internet সফটওয়্যারটি ওপেন করুন। দাঁড়ান কানেক্ট করবেন না! এবার এটিকে মিনিমাইজ করে রাখুন।
তারপর নেটওয়ার্কস থেকে নেটে কানেক্ট করুন। না বুঝলে নিচের স্ক্রিনশট দেখুন।
অথবা, IDM থেকেও Dial করতে পারেন।
এর জন্য নেটে কানেক্ট থাকলে ডিস্কানেক্ট করে IDM এর যেকোন একটি ফাইলকে Resume করুন, তাহলে এরকম দেখবেন।
এবার ডায়াল করে নিন।
এছাড়াও অন্য যে কোন উপায়ে আপনি ডায়াল করে নিন।
তবে একটা কথা, খেয়াল রাখবেন যাতে ভুলেও জিপি ইন্টারনেট সফটওয়্যার থেকে কানেক্ট না হয়। 😯
এবার আর কি করবেন?? যে কোন কিছু ডাউনলোডে দিয়ে দিন। বড় ফাইল দিলে ভাল হয়।আর ব্রাউজিংও করতে থাকুন। এভাবে ১৫/৩০/৪৫/৬০ মিনিট আপনার যতক্ষণ মন চায় ইউজ করতে থাকুন। যত বেশি ইউজ করবেন তত ভালো।
এখন আপনার মডেম দিয়ে কানেক্টে ক্লিক করুন। দেখবেন সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। আর একটু নিচে যেখানে স্পীড শো করে সেখানে খেয়াল করুন। কি দেখলেন?? আপনি যত দেরিতে কানেক্ট করবেন তত বেশি স্পীড শো করবে।
এটা দিয়ে আপনি অন্যদের অবাক করে দিতে পারবেন। 😆
বিশেষ দ্রষ্টব্যঃ এটা শুধু দেখায়ই মাত্র। সত্যিকারের স্পীডের কোন তফাৎ হয় না। তারপরও যদি কেউ বেশি স্পীড পেয়ে যান তাহলে আমি দায়ী থাকব না! লুল..
আর কেউ যদি 5G স্পীড পাওয়ার আশা করে থাকেন এবং পরবর্তীতে না পেয়ে উল্টাপাল্টা বলেন, তাহলে আপনাকে বলি, "আপনি কিভাবে এই গ্রামীণফোন থেকে এত বেশি স্পীড আশা করলেন?এটি অলীক কল্পনা মাত্র!"
এটা মোটেও কোন টেকি টিউন নয়। সবসময় এরকম জিনিস নিয়ে পড়ে থাকলে তো হবে না!তাই মাঝে মধ্যে ফানও দরকার।
আমি শাহরিয়ার হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি ফ্রি তে কন প্যাকেজ বেবহার করতাসেন আমার তহ 3G ৭৫ এমবি তেও দুই একদিন পর স্পীড 2G হয়ে জাচ্ছে একটু যদি বলতেন কন প্যাকেজ টা চালাচ্ছেন