এবার দুই বা ততোধিক পিসিতে একই সাথে একই মুভি, গান দেখুন জমিয়ে!!

এটা আমার প্রথম টিউনস, তাই ভুল হওয়াটা স্বাভাবিক আর এজন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

এবার মূল কথায় আসা যাক। আজ আমি দেখাবো কিভাবে দুই বা ততোধিক পিসিতে একই সাথে মুভি বা গান দেখবেন। বিষয়টা এমন যে, আপনি আপনার পিসিতে খুবই মজার একটি মুভি/গান দেখছেন। এখন আপনার বন্ধুরা যদি চায় তার পিসিতেই আপনার প্লে করা মুভি/গান লাইভ দেখতে পাবে। উল্লেখ্য যে এক্ষেত্রে পিসিতে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং একই নেটওয়ার্ক এর আওতায় হতে হবে, যেমনঃ একই লাইনের ব্রডব্যন্ড ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই ইত্যাদি। 🙂

যা যা লাগবেঃ

# পিসিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে,

# পিসিতে VLC Media Player ইনস্টল থাকতে হবে।

যেভাবে করবেনঃ

১। প্রথমে পিসিতে ইন্টারনেট সংযোগ করুন এবং VLC Player ইনস্টল করা না থাকলে ইনস্টল করুন। এবার VLC Player ওপেন করে Media>Stream এ যান।

২। এবার উপরে Network সিলেক্ট করে নিচে Add এ ক্লিক করুন।

৩। এবার আপনার পিসি থেকে যে কোন একটি ভিডিও সিলেক্ট করে Open এ ক্লিক করুন।

৪। এবার নিচের Stream অপশন এ ক্লিক করুন।

৫। Next এ ক্লিক করুন।

৬। File থেকে RTP / MPEG Transport Stream সিলেক্ট করুন।

৭। Add এ ক্লিক করুন।

৮। Address এর যায়গায়  239.255.0.1  লিখে Next এ ক্লিক করুন।

১০। এবার নিচে ছবিতে দেখানো অংশে ক্লিক করুন।

১১। Video -MPEH-2+MPGA (TS) সিলেক্ট করুন।

১২। Next এ ক্লিক করুন।

১৩। এবার Stream all elementary streams লেখার পাশের  বক্স এ টিক চিনহ দিন।

১৪। এবার Stream এ ক্লিক করলেই Stream এর কাজ শেষ।  😆

এখন, যে ভিডিওটি Stream হচ্ছে তা আপনার পিসি থেকে বা যে কোন পিসি থেকে দেখতে যা করতে হবেঃ

১। পিসিতে VLC Player এর শর্টকাট ক্লিক করে আরেকটা VLC tab ওপেন করুন।

২। এবার Media থেকে Open Network Stream সিলেক্ট করুন।

৩। Please enter a network URL: এই অংশে  rtp://@239.255.0.1:5004 এই address টি লিখে নিচে Play তে ক্লিক করলেই ভিডিওটি চলা শুরু করবে।

nj0y!!! কোথাও বোঝতে সমস্যা হলে টিউমেন্টে জানাবেন। ধন্যবাদ!!   😎

Level New

আমি মোঃ ইকবাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Awsome ট্রিক ভাই VLC এমনই অনেক কিছু করা যায়

নেট কানেকশন শ্লো থাকলেও বাফারিং ছারাই চলবে?

    নেট কানেকশন স্লো থাকলে সেক্ষেত্রে Video profile সিলেক্ট করতে হবে কম রেজুলেশনের।

ভালো লাগলো।

ফাটাফাটি টিউন। আমিও টেকটিউনস এ আজই জয়েন করেছি 🙂 🙂 🙂

ধন্যবাদ ভাই 🙂