এবার নিজেই ফানুস তৈরি করুন খুব সহজে এবং কম খরচে!!! মাত্র ১০ টাকাতেই ফানুস তৈরি!!!

অনেকেই বলে ফানুসে নিজের মনের ইচ্ছা লিখে লিখে উড়িয়ে দিলে সেই ইচ্ছা পূরণ হয়। কোন উৎসবকে আলাদা পর্যায়ে নিয়ে যেতে ফানুসের বিকল্প নেই। তাছাড়া ফটোগ্রাফির একটা চমৎকার সাবজেক্ট হলো ফানুস। কিন্তু আমাদের  দেশে ফানুস পাওয়া যায়না বললেই চলে। যেগুলো পাওয়া যায় সেগুলোর দাম এতই বেশী যে হাত দিতেও ভয় লাগে।

তাই অনেকদিন ধরেই নেটে বাংলায় ফানুস তৈরির পদ্ধতি খুজছি। কিন্তু তেমন কিছুই খুজে পাচ্ছিলাম না। একারনে নিজেই বাংলায় ফানুস তৈরির উপর একটা পোষ্ট লিখে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

যা যা দরকারঃ

  • - টিস্যু বা খুব পাতলা পেপার
  • - আঠা
  • - পেইন্ট ব্রাশ
  • - পাতলা তার
  • - বাঁশের পাতলা কঞ্চি
  • - কেঁচি
  • - ছুরি
  • - প্লাস বা তার কাটার যন্ত্র
কার্যপ্রণালীঃ

- প্রথমে চারটি বড় টিস্যু পেপার একটি আরেকটির উপর একসাথে রাখুন
- এরপর এটি লাম্বালম্বি দুই ভাজ করুন
- এরপর এটি কেঁচি দিয়ে ঘণ্টার মত করে চিত্র অনুযায়ি কাটুন

- কাগজের ভাজ খুলুন এখন আপনার কাছে চারটি বড় আকারের ঘণ্টা আকৃতির কাগজ থাকবে ।

- এরপর চারটি কাগজকে একটি আরেকটির সাথে আঠা দিয়ে লাগিয়ে দিন যেন তারা বেলন আকৃতির মত হয়

- এরপর বাঁশের পাতলা কঞ্চি নিয়ে সেটা কাগজের যে পাশে খোলা আছে সে পাশের মাপমত করে একটি গোলাকার চাকতি তৈরি করুন
- এবার পাতলা তার দিয়ে চিত্রানুযায়ি একটি মোমবাতি যুক্ত করি । মোমবাতির পরিবর্তে অন্য দাহ্য বস্তুও ব্যবহার করতে পারেন।

- এরপর বাঁশের চাকতিটি কাগজে যুক্ত করুন ।

-এরপর সাবধানে আগুন দিন । যখন ভিতরে গরম বাতাস দিয়ে পূর্ণ হবে তখন তা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তখন তা ছেড়ে দিন ।
বাংলায় চিত্রসহ আরো সহজে ফানুস তৈরির আরো বিস্তারিত টিউটোরিয়াল  পাবেন এখানে। লিঙ্কঃ http://www.banglaphotographyschool.com/others/খুব-সহজেই-ফানুস-তৈরি-করুন
বাংলায় আরো অনেক রকম হোম ক্রাফট তৈরির টিউটোরিয়ালও পাবেন এখানে
সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি arghyabanik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন দেখি চেষ্টা করে হয় কি না…… 😀 হইলে আপনার গালে অগ্রীম দুইটা চুমু দিলাম.. :p

sotti ki sundor jinis!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এরকম হয় কিনা জানিনা কিন্তু কালকেই চেষ্টা করব।

    অবশ্যই চেষ্টা করে দেখবেন 🙂

Level New

ভাই চরম জিনিস ধন্যবাদ

Level 0

amio kal try korbo………

Level 0

Amar Fanush Bananor Khub Ichche…….Thanks

jukto korlam. kal bikelei try korbo. but agun dibo ki mombatite? mombati vari hobe bole mone hoinah??????????????????

ami akhon kaj korchi………….

na, upore to uthlona

Level 0

thanku, atai to khujsilam Boss.

Level 0

tnx আপনাকে কি বলে যে ধন্যবাদ দিই বুঝতে পারছি না।
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক বছর ধরে বানাতে চাই।

Nice তো।
দেখতে হবে।

ata e khujte chilam…. many many thanks

Level 0

আমি উড়াতে পারিনি কেউ পারলে বলেন

আপনাকে অনেক ধন্যবাদ।

হ্যা ধন্যবাদ ।
কিন্তু আরো ভেঙ্গে ভেঙ্গে লিখা উচিত ।
অনেক কিছুই অস্পষ্ট অবস্থায় আছে ।

আপনাকে অনুরোধ করবো এটা নিয়ে আরেকটা টিউন করা । যেখানে আরো ভেঙ্গে ভেঙ্গে বোঝানো যায় ।

ভাই এভাবে দুর্ঘটনা ডেকে আনবেন না। এভাবে ফানুস বানালে তা দুর্ঘটনার কারন হতে পারে। দয়া করে এই ধরেনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকুন। ফানুস এর দাম একটু বেসি হলেও তা অনেক কিছু ভেবে তৈরি করা হয়।
ফানুস এর পেপার আগুন নিরধক হয়। আর এটা না হলে ফানুস পরে গেলে অথবা বাতাসের কারনে সেটা অগ্নিউতপাত এর কারন হবে। আর ভাল ফানুস এর জালানিটা ভাল হয়। শুধু মম ব্যবহার করলে সেটা গলে নিচে পরে ক্ষতি করতে পারে।
ভাল মানের এক্সপোর্ট কোয়ালিটির ফানুস পেতে – http://ronginfanush.com/