যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন সহজেই_৪

যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন সহজেই_৪

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই(?)। আমার টিউনের সাথে আশা করি আপনারা পরিচিত হয়ে গেছেন। তবুও আবার বলি, কারন অনেকেই আছেন যারা নতুন।

যে কোন তারিখের ১০০% সঠিক বার বলুন অতি সহজেই মাত্র কয়েকটা সূত্রের সাহায্যে। আজ আমার চতুর্থ টিউনটা প্রকাশ করলাম। যারা প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় টিউন দেখেননি তারা দেখে নিতে পারেন। না দেখলে এই টিউনটি আপনি ভালোভাবে এবং ধারাবাহিকতার সাথে বুঝতে পারবেন না। অতএব, ভালোভাবে বুঝার জন্য প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় টিউন অবশ্যই পড়ুন।
আমি অল্প অল্প করে লিখছি, এতে বিরক্ত না হওয়ার অনুরোধ করছি। তবে কথা দিচ্ছি আপনারা যারা আমার এই টিউনগুলো পড়ে অনুশীলন করবেন, তারা ১০০% সঠিকভাবে এবং সহজভাবে যে কোন সালের যে কোন তারিখের বার বলে দিতে পারবেন মাত্র ১৫-২০ সেকেন্ডে।

"আমি আপনাদের একটা কথা বলে রাখিঃ আমি কিন্তু কোন ব্লগ বা ওয়েবসাইট থেকে এই বার বলার পদ্ধতি শিখে লিখছি না। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরী। তবে ১০০% পরীক্ষিত।"

তাই অন্যদের পদ্ধতির সাথে আমার পদ্ধতি মিলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, সেখানে ৯৯% সিস্টেম ব্যবহার করে ১৯০০-২১০০ সালের মধ্যে বার বলার সিস্টেম বর্ণনা করা হয়েছে। কিন্তু আমার সিস্টেমের বিশেষত্ব হচ্ছে, এটা ব্যবহার করে আপনারা ০০০১- অসীম, অর্থাৎ যে কোন সালের যে কোন তারিখের বার বলে দিতে পারবেন নির্ভুলভাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আরো চমকপ্রদ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি।


আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি আমার সিস্টেম পরীক্ষা করলাম কীভাবে। সহজ বিষয়টা হচ্ছে গুগলে তারিখ লিখে সার্চ দিলেই বার চলে আসবে। আপনারাও পুরোটা শেখার পর এই সিস্টেম অবলম্বন করবেন বলে আশা করছি।

প্রথম টিউনটি দেখুন এখানে
দ্বিতীয় টিউনটি দেখুন এখানে
তৃতীয় টিউনটি দেখুন এখানে


।৪।

ঠোটস্থ করে ফেলুনঃ প্রথম ও দ্বিতীয় টিউন বুঝার ব্যাপার, তৃতীয় টিউন সাধারন জ্ঞানের জন্য, আর এই টিউনটি নিছক মুখস্ত করার বিষয়। আপনি যত ভালো মুখস্ত রাখতে পারবেন, তত দ্রুত বার বলতে পারবেন। সুতরাং পরবর্তী টিউন লেখার আগে (১ দিন) প্রত্যেকটি মাসের জন্য নির্দিষ্ট কোডগুলো মুখস্ত করে ফেলুন।

মাস--- কোডমাস--- কোড
জানুয়ারি(১)----১জুলাই(৭)-------০
ফেব্রুয়ারি(২)----৪আগস্ট(৮)------৩
মার্চ(৩)---------৪সেপ্টেম্বর(৯)-----৬
এপ্রিল(৪)------০অক্টোবর(১০)----১
মে(৫)----------২নভেম্বর(১১)-----৪
জুন(৬)--------৫ডিসেম্বর(১২)----৬

পরবর্তী ধাপ দেখতে এখানে ক্লিক করুন।


কমেন্টে অনুভূতি জানিয়ে পরের ধাপগুলো লিখতে অনুপ্রেরণা প্রদান করার অনুরোধ রইলো।

ধন্যবাদ।।।

ফেসবুকে আমি

Level 2

আমি মুজাহীদুল ইসলাম। Flutter Developer, Appstick, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

An introvert apprentice.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Amar mone hoy admin day ber korar niyom ta jante chachhe, tai ei lok ke kichhu bolchhena, jedin ei lok puro 5 ta tune kore system ta shikhiye dibe, shedin ei loker shob tune admin ekshathe muchhe dibe, 5 line er tune 5 porbo banachche ei lok,