জটিল পাসওয়ার্ড দিলেন? হ্যাকারও কি তায় ভাবছে?

আপনি কি যথেষ্ট বুদ্ধি খাঁটিয়ে পাসওয়ার্ড দিলেন? পাসওয়ার্ড চেকার বলছে অনেক স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। তৃপ্তি সহকারে পাসওয়ার্ড টি ব্যাবহার শুরু করেদিলেন! আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন হ্যাকার কোনটাকে স্ট্রং ভাবে আর কোনটাকে দুর্বল? হ্যাকার কিন্তু দুর্বল পাসওয়ার্ডই বেশি পছন্দ করে। তারা সাধারণত জটিল পাসওয়ার্ড এর পিছনে বেশি সময় ব্যয় করেনা।

আমাদের ভয় কথায়? আমরা সবায় ফেসবুক, বিভিন্ন ইমেল সহ আর কিছু অনলাইন একাউন্ট ব্যাবহার করছেন। অনেকে অনলাইনে কাজ করেন ওডেস্ক বা ফ্রিল্যানসারে তাই অনলাইন ব্যাংক ও ওডেস্ক বা ফ্রিল্যানসারে একাউন্ট ও থাকে। এই সকল প্রতিষ্ঠান আপনার একাউন্টের সুরুক্ষায় অনেক উদ্যোগ নেয় কিন্তু দুর্বল পাসওয়ার্ড থাকলে অনেক সময়ই তারা কিছু করতে পারেন না। তায় পাসওয়ার্ড জটিল হওয়া জরুরী।

এই কথাবুল আমরা সবায় জানি। তাহলে এখন আর তেমনকেও ১২৩৪৫৬ বা A123456 বা Abc123 বা qwerty ধরণের পাসওয়ার্ড আমরা আর ব্যাবহার করছিনা। হ্যাকার কি এখন হ্যাক বন্ধ করে দিয়েছে? মজার বিসয় হ্যাকার রা সবসময় এগিয়ে। হ্যাক সবসময় বাড়ছেই।

আসুন দেখেনি কি করে হ্যাকাররা অতি সহজে হ্যাক করে আপনার পাসওয়ার্ড যা আপনার কাছে অনেক শক্তিশালী!

আপনি যখন পাসওয়ার্ড দিচ্ছেন তখন কিছু অতিসাধারণ ভুল করেথাকেন যা আমরা ভুল বলে গণ্য করিনা। এমনকি পাসওয়ার্ড চেকার সফটওয়্যার গুলুও পাসওয়ার্ড কে স্ট্রং সো করে! কিন্তু এই ভুল গুলই হ্যাকাররা খুজে।

এরকম কমন কিছু ভুলঃ আপনি ১ট বড়ো হাতের অক্ষর সাথে ৫টি ছোট হাতের অক্ষর ও ২ টি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিলেন মোট ৮ সংখ্যার। যা অনেক স্ট্রং মনে হতে পারে। কিন্তু এই পদ্ধতি হ্যাকাররা সবথেকে সহজে ভেঙ্গে ফেলে!

এখন হয়তো অনেকে বলবেন ৯ সংখ্যার পাসওয়ার্ড হলে পারত না। তাহলে ৫টির যায়গায় ৬টি ছোট হাতের অক্ষর দিন। এখনো হ্যাকাররা অনেক খুশি। এটিও অনেক সহজ!

আচ্ছা এই টেকনিক বাদ। এখন ১ট বড়ো হাতের অক্ষর সাথে ৩টি ছোট হাতের অক্ষর ও ৪ টি সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিন। তাও কিন্তু আপনার একাউন্ট সুরক্ষিত না!

 কিভাবে হ্যাক প্রতিরোধী পাসওয়ার্ড দিবেন?

১. পাসওয়ার্ড নুন্নতম ৮টি অক্ষরের কিন্তু ৯ বা আর বেশি হলে ভালো।

২. কখনয় পাসওয়ার্ড দিবার সময় কিভাবে সহজে মনে রাখাযায় তা চিন্তা করবেন না। চিন্তা করবেন কনটি আপনাকে মুখস্ত করা লাগবে, ওই টায় দিবেন।

৩. পাসওয়ার্ড কখনয় বরহাতের অক্ষর দিয়ে শুরু করবেন না।

৪. পাসওয়ার্ডে নুন্নতম ২টি বরহাতের অক্ষর ও ২টি ছোট হাতের অক্ষর দিবেন।

৫. সংখ্যা ব্যাবহার করবেন কিন্তু ১২৩... এই ভাবে না।

৬. বিভিন্ন চিহ্ন ব্যাবহার করবেন কিন্তু পাসওয়ার্ডের শেষে না। আর যদি একান্তই শেষে ব্যাবহার করেন তাও “!” ব্যাবহার করবেন না। এই চিহ্ন ভিতরেও ব্যাবহার করা ঠিক না। কেননা এই “!” চিহ্ন বহুল ব্যাবহার করেন।

৭. পাসওয়ার্ড দিবেন এমন ভাবে জাতে আপনি ছাড়া আর কেও তা বুঝতে না পারে এবং আপনার নিজের জন্যেও কঠিন হবে।

এখন কথা হলে আমি যদি পাসওয়ার্ড মনেই না রাখতে না পাড়ি তো দিয়ে লাভ কি। পাসওয়ার্ড মুখুস্ত করুণ। নিজের পরিচিত সব্দ গুলেকে কোড করুণ জাতে মনে রাখতে পারেন। যেমন আমরা fain বলতে ফেসবুকে f9 লিখি। বা আর উদাহরণ দিতেগেলে বলতে হয় 7ai3Du+Z9am2n এইটি একটি পাসওয়ার্ড। আমার মতে ভালয় শক্তিশালী। আমার নামঃ saieduzzaman, পুরনো মোবাইলে দেখবেন কিপ্যাডে  ২-৯ এর মাঝে a-z পর্যন্ত সব অক্ষর থাকে। S=7 a i e=3 d=D u প্রথম ৬ অক্ষর। এখন + দিয়ে বাকি ৬ অক্ষর যোগ দিলাম। z=Z z=9 a m a=2 n দিলাম। ৪ ধরণের ক্যারেক্টার ব্যাবহার হয়েছে। কিন্তু পাসওয়ার্ড টি আমার জন্য অনেক বেশি দুর্বল কেননা আমার নাম saieduzzaman আর তায় আমার একাউন্ট হ্যাক করলে এই টা বিভিন্ন ভাবে ট্রায় করবে হ্যাকার। কিন্তু আপনাদের জন্য ইহা অনেক শক্তিশালী। যদি আপনাদের নামে saieduzzaman না থাকে। হইত এই টি আমার কাছের ব্যাক্তিদের জন্য ও নিরাপদ কেননা তাদের একাউন্টে আমার নাম নায়। কিন্তু হ্যাকার যদি ঘরের ভিতরে থাকে তো কিছু করার নায়। সে হইত ধারণা করতে পারবে।

শুধু এই ভাবেয় কোড করবেন কেন, আপনি জেভাবে খুশি কোড করুণ। কিন্তু সরাসরি লিখলেয় ধরা খাতেও পারেন।

বিঃদ্রঃ 7ai3Du+Z9am2n এইটা আমার পাসওয়ার্ড না। উদাহরণ।

আমার ওয়েব সাইট

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন টিপস দিয়েছেন ।

very good tricks… but be careful in bangla spelling… go on

Level 0

FataFati……….

অস্থির বিষয়