VLC Media Player – এর ছোট্ট একটি ট্রিক্স… জেনে রাখুন যদি কাজে আসে…! ( ভিডিওর নির্দিষ্ট অংশ কেটে নেউয়া)

কয়েকদিন ধরে কাজ ছাড়া বসে আছি। তাই ভাবলাম ছোট একটা টিউন করি। ভুল হলে মাফ করে দিবেন।

আমরা VLC Media Player অনেকেই ব্যবহার করি। কিন্তু আমাদের যদি কোনোদিন একটা প্রয়োজন হল যে ভিডিওর নির্দিস্ট অংশ কেটে নেই। তাহলে আমরা তখন কি করব। তাই দেখাচ্ছি।

আগেই বিঃদ্রঃ আমি জানি না কেউ এই রকম পোষ্ট আগে করেছেন নাকি। কারন আমি খুঁজেও পাইনি। তাই যদি কেউ করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চাইছি... 🙁

তাহলে আবার কাজের কথায় ফিরি।

প্রথমে আপনাকে ওই ভিডিওটা চালু করতে হবে যেইটাকে কাতবেন। (VLC Media Player দিয়ে চালু করবেন)। তারপর Shift+R চাপুন। তাহলে নিচের স্ক্রিনসট এর মত ভিডিওর উপরের কোনায় Recording লেখা দেখতে পাবেনঃ

এর পর যতটুক পর্যন্ত ভিডিও রাখতে চান সেখান পর্যন্ত গেলে আবার Ctrl+R চাপুন। তাহলে  নিচের স্ক্রিনসট এর মত ভিডিওর উপরের কোনায় Recording Done লেখা দেখতে পাবেন। তাহলে বুঝুন আপনার কাজ শেষ।

এবার প্রশ্ন হল ভিডিও কি সেভ হয়েছে...? হলেও কোথায় হয়েছে...? এখন My Computer এ গিয়ে Libraries এর Videos এ যান।

Video তে গেলে স্ক্রিনশট এর মত দেখতে পারবেন vlc-record-2014-10-18-(সেই দিনের Date যেদিন ভিডিও করা হয়েছে)- সেই ফাইলের নাম।

আপনার ভিডিওটি যেই ফরম্যাটে ছিল এবং যত পিক্সেলের ভিডিও ছিল ততটুকুই থাকবে।

আজকে শেষ। আবার আসব। বিদায়।

আমাকে ফেসবুকে পাবেনঃ Fanciful Osama.

Level 2

আমি এসকে ওসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। গুড ট্রিকস্

    @খাঁন রোজেন: আপনাকেও ধন্যবাদ এতো মুল্যবান কমেন্ট করার জন্য…

জানা ট্রিক্স তবুও ধন্যবাদ ।

    @নীলোৎপল বেদী: আপনাকেও ধন্যবাদ এতো মুল্যবান কমেন্ট করার জন্য…

Level 0

online video kata jabe ki kore ?

এটার জন্য আলাদা সফট ব্যবহার করা লাগতো আমার। এখন অনেক সহজ হয়ে গেল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব।

    @saad rahman: ধন্যবাদ বইলা ধন্যবাদ দেন… আর বেশি কিছু লাগবে না ভাই… 🙂

Level 2

কেউ যদি “Shift+R” shortcut টি Change করতে চান তাহলে Tools—> Preferences —> Hotkeys —> Record এই যায়গা থেকে change করতে পারেন।

ভাল টিউন……………….

কাজে দিবে @ ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ

Level 0

ভালো লাগলো ভাই ।।