আপনি কি অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করতে চান? তাহলে এই পোস্ট টি আপনার জন্য।
অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে কাজ দিবে। কিন্তু সর্ত হচ্ছে আপনাকে বিড করে কাজ আদায় করা লাগবে। এর মাঝে ফ্রিল্যানসার হয়তো অনেকের কাছেই বেস্ট অপশন না কিন্তু আমার কাছে এটি নতুনদের জন্য বেস্ট। আপনি পাসা পাসি অডেস্ক চালান অসুবিধা নায়।
আসুন দেখি কেন নতুন দের জন্য ফ্রিল্যানসার সেরা। আপনি একাউন্ট করলে বিড পাবেন মাত্র ৮ টি। কিন্তু একাউন্ট উপডেট করলে তা বারবে। যেমন প্রফাইল ১০০% করা। ফেসবুকের সাথে লিংক করা। মোবাইল ভেরিফায় করা ইত্যাদি। এই ভাবে আপনি ১০-১৫ টি বিড করার অধিকার পাবেন। এখন আপনার পরিচিত কার মাধ্যমে মানিবুকারসে বা পেপাল বা নেটলারে সামান্য কিছু ডলার নিয়ে নিন। ১ ডলার হলেও অসুবিধা নায়! এখন পেমেন্ট ম্যাথড ভেরিফায় করুণ।
তাহলেয় আপনি পাবেন ১০০ টির ও বেশি বিড। আর প্রয় ৪-৫ ঘন্টা পর পর আপনার বিড রিনিউ হবে ১টি করে।
ধরুন আপনার আছে ১০০টি বিড। আপনি এখন আপনি যদি আজ ৪ তা বিড করেন তো ২৪ ঘন্টা পরে দেখবেন আবার আপনার বিডঃ লিমিট ১০০ হয়ে গেছে। এই ভাবে আপনার বিড কখন শেষ হবে না। আপনি দিনে ৭-৮ টি কোয়ালিটি বিদ করুণ। হয়তো ভাবছেন বিদ এর লিমিট বেশি হলে সবায় তো বেশি বিদ করবে। তাহলে কমপিটিসন ও বেশি হবে। কিন্তু এই সুবিধা সাধারণত ১ মাসের জন্য। তাই কমপিটিসন অডেস্ক এর মতই। কিন্তু প্রথমে বিড বেশি করতে পারবেন। এখনে আপনি প্রথমে অনেক বিড পাবার জন্য অনেক পরীক্ষা নিরিক্ষা করতে পারবেন। যা আপনাকে একজন সফল ফ্রিল্যানসার হতে সাহায্য করবে।
বিড কি করে করবে। কাজ কি করে পাবেন? এই বিষয়ে নেটে অনেক হেল্প পাবেন। কিন্তু আমার কথা কাওকে হুবুহ ফল করে কখনো সফল হবেন না। কারণ আপনি তার মত না। 😆
ইহা শুধুই আমার মতামত। সুতরাং আমার সাথে অনেকেরই দিমত থাকতে পারে। দিমত থাকলে আপনার বলার অধিকার আছে। ধন্যবাদ। 😎
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম