পিসির জন্য গ্রামীণফোনের নিষিদ্ধ নেট! (৩জি)

গত টিউনের পদ্ধতিটি যাদের পিসিতে কাজ করেনি আজকের টিউনটি শুধুমাত্র তাদের জন্যই। কারণ আগের পদ্ধতিটি সব পিসিতে, সব মোডেমে নাও কাজ করতে পারে। সেটা আমি গত টিউনেই বলেছিলাম। আর গত টিউনের পদ্ধতিতে যদি পিসিতে আপনি নিষিদ্ধ নেট চালাতে পারেন তাহলে আর আজকের টিউনটি দেখার দরকার নেই। কারণ, আজকের পদ্ধতিতে সব পিসিতেই চলবে কিন্তু, সেটা ফেসবুকের সার্ভার ব্যবহার করা হয়েছে বিধায় রাত ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্তই নিষিদ্ধ নেট চালানো যাবে!

আর যারা যারা আগের টিউনটি দেখেন নি তারা আগে সেটার পদ্ধতিতি ট্রাই করে আসুন:

https://www.techtunes.io/?p=315489

 

বিঃদ্রঃ

> ইন্টারনেট সিম কিংবা নরমাল সিম যেই সিমেই আপনি এই পদ্ধতিতে নিষিদ্ধ নেট ব অবশ্যই আপনার জিপি সিমে কোনো ব্যালেন্স এবং মেগাবাইট রাখবেন না অথবা মেগাবাইট এবং ব্যালেন্সযুক্ত সিমে এই পদ্ধতি অনুসরণ করবেন না। কারণ এতে আপনার মেগাবাইট / ব্যালেন্স খেয়ে যাবে!!

কম্পিউটারে গ্রামীণফোনের নিষিদ্ধ নেট ব্যবহার করতে হলে আপনার দরকার একটি গ্রামীণফোন মোডেম, ব্যালেন্স এবং মেগাবাইট বিহীন একটি জিপি সিম, অথবা আপনার মোডেমের ইন্টারনেট সিমটিও ব্যবহার করতে পারেন।

আর যেহেতু মেগাবাইট এবং টাকা সিমে রাখা যাবে না তাই, ৩জি স্পিড পেতে হলে Click 4MB ৫১২কেবিপিএস এর প্যাকেজটি একটিভ করে নিতে পারেন। যদিও জিপি এই ক্লিক প্যাকেজে তেমন স্পিড দেয় না। আমি এই প্যাকেজে ডাউনলোডে সর্বোচ্চ ৯২ কেবিপিএস স্পিড পেয়েছি।

আর ক্লিক প্যাকেজটি এক মাসের মেয়াদে পেতে হলে এই পদ্ধতিতি ব্যবহার করুন:

১। প্রথমে আপনার মোবাইল বা মোডেম থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*১# । কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।

 

২।  মেসেজ আসা শেষ হলে আবারো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*৪#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।

 

৩। মেসেজ আসা শেষ হলে শেষ বারের মতো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*১*১*১#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।

 

ব্যাস! মেসেজ আসা শেষ হলে আপনার মোডেমটি রির্স্টাট দিন। এরপর *৫৬৬*১০# ডায়াল করে মেগাবাইট এবং মেয়াদ দেখুন! পুরো এক মাসের মেয়াদ পেলেন, আর আপনার টোটাল খরচ হলো ৫ টাকা।

 

ধাপসমূহঃ

 

> প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটি হলো TG HTTP।

ডাউনলোড করে নিনঃ

http://www.upfile.mobi/109721

অথবা

http://www.upfile.mobi/235236

অথবা

http://www.datafilehost.com/d/c06dbfde

অথবা

http://www.2shared.com/file/t2CalomI/TG_HTTP_12_Setup.html

অথবা

http://www.softpedia.com/get/Internet/Other-Internet-Related/TG-HTTP.shtml

উপরের আপনার সুবিধা মতো যেকোনো একটি লিংক হতে TG HTTP সফটটি ডাউনলোড করে নিন। 🙂

 

> এরপর সফটওয়্যারটি ইন্সটল দিন। চালু করার দরকার নেই এখনোই।

 

> ইন্সটল দেবার পর এখন কনফিগ ফাইলটি ডাউনলোড করে নিনঃ

http://www.mediafire.com/download/11xdwe09o2g6vg4/default.cfg

 

> default.cfg ফাইলটি আপনার পিসিতে C:\Program Files\TGHTTP ফোল্ডারে রাখুন। লক্ষ্য করুন, ওই ফোল্ডারে আগে থেকেই একটি Default কনফিগ ফাইল রয়েছে , সেটার আগে আমার কনফিগটা ওভার রাইট করে ফেলুন।

 

> এবার TG HTTP সফটওয়্যারটি চালু করুন, আর নিচের কয়েকটি ছবির সাথে আপনার কনফিগ মিলিয়ে নিন ঃ

 

সব কিছু ঠিক ঠাক থাকলে এবার আপনার গ্রামীণফোন মোডেমটির

> APN অপশনে সিলেক্ট করুন Static এবং APN ঘরে লিখুন gpwap (ছোট অক্ষরের)।  এবার এটি GPWAP নামে সেভ করুন।

 

> এবার GPWAP প্রোফাইল দিয়ে নেট কানেক্ট করুন।

 

 

> gpwap দিয়ে নেট কানেক্ট করার পর TG HTTP সফটওয়্যারের Start বাটনে ক্লিক করুন এবং সফটটি মিনিমাইজ করে রাখুন।

> সর্বশেষে ব্রাউজিং করার জন্য মোজিলা ফায়ারফক্সে প্রোক্সি ১২৭.০.০.১  এবং পোর্ট দিবেন ৮০৮০। উল্লেখ্য যে, গুগুল ক্রোমে এই প্রোক্সি পোর্ট দেবার অপশনে এই নেটটি নাও কাজ করতে পারে। আর ডাউনলোডের জন্য আইডিএমেও প্রোক্সি ১২৭.০.০.১  এবং পোর্ট দিবেন ৮০৮০।

 

> মোজিলা ফায়ার ফক্সে প্রোক্সি সেটিং করার জন্য Tools > Options > Network > Settings  অপশনে যান

এবার প্রোক্সি সেটিং করে নিন।

 

 

আর টরেন্ট ব্যবহার করার জন্য Utorrent প্রোগ্রামের একই প্রোক্সি এবং পোর্ট সেটিং করে নিবেন।

 

আর একটা কথা, এই পদ্ধতিতে রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিষিদ্ধ নেট কাজ করবে। আর হ্যাঁ, gpwap দিয়ে কানেক্ট করা হয়েছে বিধায় স্পিড আপ-ডাউন করতে পারে। আর HTTPS সাইটগুলো সার্পোট করবে না।

তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো!! 🙂

 

তো আজ এখানেই শেষ করছি, নিষিদ্ধ নেট নিয়ে আর মাত্র একটি টিউন করবো, সেটি হলো জাভা, সিম্বিয়ান এবং আইওএস ডিভাইসের জন্য। কারণ নিষিদ্ধ নেট নিয়ে বেশি টিউন করতে আমার ভালো লাগে না।

 

সবাই ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর আগে অনেক হয়েছে এই ধরনের পোষ্ট হয়েছে। কাজ খুব কম হয়। গতি তো থাকেই না।এর থেকে ভাল হয় যদি পি পি ব্যবহার করা হয়। ধন্যবাদ টিউন টি কাজের না।

গেম ওয়ালা ভাই, থামবেন না। চালিয়ে যান। নিজে ফ্রি ইউজ করি আর নাই করি। জিপি বাঁশ খেলে পরম আনন্দ পাই। সো ক্যারি অন ব্রাদার। ধন্যবাদ আরও একটি নিষিদ্ধ নেটের টিউনের জন্য। 😀

আজ থেকে জিপি ফি ( fb) নেট বন্ধ হলে, আপনার পদ্ধতি কাজ করবে?

    @ওহাব: বন্ধ হবে না এই রকম আবাল লোকেরা যদি প্রতি দিন এই পাবলিক প্লেজে ডোল পিটায় তাহলে বন্ধ হবে না ।

Android এর ফ্রি নেট হয়। কিন্তু রাত ১২ থেকে সকাল ৭.৩০ পযন্ত ভাল চলে। আর আজ থেকে নাকি ফ্রি fb নাকি বন্ধ হয়েছে। এটা কি কাজ করবে 🙂

ভাই চালায়া জান জিপি রে বাঁশ খাইতে দেখলে শান্তি লাগে

ভাই জান , আমি ফ্রী নেট চালাইনা, পছন্দ করি না। অবৈধ জিনিস ব্যহার করতে ভয় পাই। আপনার মেয়াদ বাড়ানো পদ্ধতি পছন্দ হয়ে। কিন্তু আমার ত এক মাস মেয়াদ ভারতাছে না। হেল্প মি প্লিজ । ১৯তারিখ শেষ দিন।

ভাই জান , আমি ফ্রী নেট চালাইনা, পছন্দ করি না। অবৈধ জিনিস ব্যহার করতে ভয় পাই। আপনার মেয়াদ বাড়ানো পদ্ধতি পছন্দ হয়েছে। কিন্তু আমার ত এক মাস মেয়াদ ভারতাছে না। হেল্প মি প্লিজ । ১৯তারিখ শেষ দিন।

TNX @গেমওয়ালা Vai……

কাজ হয়না ………….

অনেক আশা নিয়ে ডাউনলোড করলাম ভাল স্পিডের আশায়, কিন্তু কাজই করে না।
তবে জিপি নিষিদ্ধ নেট দিয়েই কমেন্টটা করলাম… :v

symbian trick give please…………..

হা ভাই আমি ও তবে জিপি নিষিদ্ধ নেট দিয়েই কমেন্টটা করলাম| কিন্তু proxy fire আমার pc তে কাজ করসে না

Level 0

কেউ কি জানেন ভিডিও গেম এর দোকানে যে জয় স্টিক (হ্যান্ডল) ও সুইচ বাটন থাকে সেগুলো ঢাকা পাইকারি দামে কোথা থেকে পাওয়া যাবে? আপনাদের মাঝে কেউ যদি জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে জানান ভাই । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব। ঠিকানা সহ বহুল তথ্য সম্বলিত উত্তর দিলে খুব উপকার হবে ভাই আমার জন্য । আমি জানতাম “ডলফিন প্লাস” নামক দোকান থেকে সংগ্রহ করা যাবে কিন্তু আমি দোকানটার ঠিকানাটা জানিনা… কেও যদি আমাকে ঠিকানাটা সংগ্রহ করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম…।

@সিয়াম ইসলাম: ভাই আফনি কি এড দেওয়া শুরু করসেন নাকি :p