কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে আমাদের জীবন। আর তাই নিজের শরীরের পাশাপাশি কম্পিউটার/ল্যাপটপটার দিকটাও দেখা দরকার। কম্পিউটারের মানসিক (সফটওয়্যার সম্পর্কিত) স্বাস্থ্য নিয়ে কমবেশী সচেতন থাকলেও শারীরিক (হার্ডওয়্যার সম্পর্কিত) স্বাস্থ্যকে আমরা অনেকেই অগ্রাহ্য করি। কিন্তু কম্পিউটারের শারীরিক স্বাস্থ্যটাই আমাদের একসময়ে বেশী ভোগান্তি আনে। ঘন্টাখানেক ব্যয় করে আসুন না নীচের প্রশ্নগুলোর উত্তর নিশ্চিত করে ফেলি।
আপনার পিসি/প্রিন্টার/স্ক্যানার ইত্যাদির ক্যাবল কানেকশনগুলো কি মজবুত আছে?
- পায়ের একটা ধাক্কায় সিপিইউটা একটু নড়ে গেল। টেবিল গোছানোর সময় মনিটরটা একটু সরিয়ে দিলেন। প্রিন্টার আর স্ক্যানারটার অবস্থানে আনলেন সামান্য পরিবর্তন। কি হল? তারের কানেকশনগুলো কি একটু ঢিলেঢালা হয়ে গেল না? আর এই ঢিলেঢালা ক্যাবল কানেকশন থেকেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোন সময়। সপ্তাহে অন্ততঃ একবার আপনার পিসির ক্যাবল কানেকশনগুলো ঠিক আছে কিনা দেখে নিন।
আপনার পিসি কি যথেষ্ট আলো-বাতাস পাচ্ছে?
- এটা জরুরী। কোন কারণে পিসি যদি স্যাঁতসেতে স্থানে থাকে তা যেমন পিসি সারকিট্রির জন্য ক্ষতিকর, তেমনি বায়ু চলাচলের প্রতিবন্ধকতার কারণে পিসির ভেতরটা অহেতুক গরম হয়ে উঠে, যা ভেতরের বিভিন্ন সার্কিটের জন্যও ক্ষতিকর। আবার পিসিকে এমন খোলা জায়গায়ও রাখা উচিত নয় যেখানে ধূলাবালি বা সরাসরি সূর্যের আলো পড়ে।
আপনার ল্যাপটপটির তলদেশে কি বাতাস সঞ্চাচলনের যথেষ্ট সুযোগ রাখছেন?
- ল্যাপটপকে ল্যাপ – টপ হিসাবে ব্যবহার করা উচিত। কোন সমতল পৃষ্ঠে (অথবা তার চেয়েও খারাপ – বিছানা/সোফার উপরে) ল্যাপটপ ব্যবহার করলে ল্যাপটপের নীচের এয়ার-ভেণ্টগুলো আটকে যেয়ে ল্যাপটপকে গরম করে তোলে যা ল্যাপটপের আয়ুষ্কালকে কমিয়ে দেয়। আজকাল বাজারে ল্যাপটপ কুলার পাওয়া যায় (৭০০ থেকে ২০০০ টাকার মধ্যে) যা ল্যাপটপকে বেশ ঠাণ্ডা রাখে।
আপনার সিডি/ডিভিডি ড্রাইভে কি একটা ডিস্ক রেখেছেন?
- এমনও হয় যে আমরা দীর্ঘদিন অপটিক্যাল ড্রাইভ ব্যবহার করি না। এসময়, ড্রাইভের লেনসটিতে ধূলা-ময়লা জমতে পারে যা একসময় ড্রাইভকে ত্রুটিপূর্ণ করে তুলতে পারে। তাই ড্রাইভে সবসময়ই একটা পরিষ্কার ডিস্ক রেখে দেয়ার অভ্যাস করা ভাল। এতে লেনসটি অনেক সুরক্ষিত থাকে।
আপনার সিডি/ডিভিডি ড্রাইভটিকে লেনস ক্লিনার দিয়ে নিয়মিত পরিষ্কার করছেন?
- এই কাজটা করতে আমাদের অনেকেরই আলসেমি লাগে। তবে ড্রাইভের লেনসটিকে পরিষ্কার ও কর্মক্ষম রাখতে এটা অন্তত মাসে একবার করা উচিত। মাত্র ৫০-১০০ টাকার মধ্যেই আজকাল লেনস ক্লিনার পাওয়া যায়।
আপনার ডিস্কগুলোকে (সিডি/ডিভিডি) পরিষ্কার রাখছেন তো?
- আমাদের কালেকশনে অনেক জরুরী বা প্রিয় ডিস্ক থাকে। তবে আমরা অনেকেই দীর্ঘদিন এদের খোঁজ নেইনা। যার ফলাফল ধুলা-ময়লা আর তারপর স্ক্র্যাচ এবং তারও পরে ‘the disk cannot be read’। আর এ ব্যাপারটা মারাত্মক হয় যখন আপনার কোন হার্ডওয়্যার ড্রাইভার ডিস্ক হয়ে যায় ‘আনরিডেবল’। এর জন্য প্রয়োজন ডিস্ককে সবসময় কভারের মধ্যে রাখা। তারপরও মাঝে মাঝে পরখ করে দেখতে হয় ডিস্ক এ কোন ময়লা জমেছে কিনা। হালকা ধূলা-ময়লা হলে নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন। আর একটু বেশি ময়লা হলে, যত্নের সাথে শ্যাম্পু/হাত-ধোয়া সাবান দিয়ে ডিস্কগুলো ধুয়ে ফেলুন ও শুকিয়ে নিন। কাপড় দিয়ে পরিষ্কার করবার সময় খেয়াল রাখবেন ডিস্কের কেন্দ্র থেকে বাইরের দিকে (কখনও পরিধি বরাবর নয়!) হালকা ঘষে পরিষ্কার করতে হবে।
আপনার স্ক্যানারের কাঁচের স্ক্যান সারফেসটিকে কি পরিষ্কার রাখছেন?
দীর্ঘদিন ব্যবহার না করার কারণে স্ক্যানারের স্ক্যান সারফেসে ধূলা-ময়লা জমে প্রয়োজনের সময় খারাপ মানের স্ক্যান পাওয়ার সম্ভাবনার এড়ানোর জন্য এই কাজটা করা দরকার। শ্যাম্পু বা হাত ধোয়ার লিকুইড সাবানে হালকাভাবে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে স্ক্যানারের কাঁচের অংশটি পরিষ্কার রাখুন।
আপনার পেন/থাম্ব ড্রাইভের কানেক্টরটির ভেতরটা কি পরিষ্কার আছে?
- পেন ড্রাইভকে তো আমরা পকেটে নিয়েই ঘোরাঘুরি করি। আর এই পকেটেই অনেক সময় বাদামের খোসা, সুপারি, বিস্কুটের টুকরো কিংবা অন্য কোন জিনিষের ভাঙা অংশ থেকে যায়। পেন ড্রাইভের খাপ সবসময় না থাকা বা না ব্যবহার করার ফলে এসব ছোটখাট অংশগুলো ইউএসবি কানেক্টরের ভেতরে ঢুকে পড়ে যা ড্যাটা-রিড এরর থেকে শুরু করে, ড্রাইভকে অচল পর্যন্ত করে দিতে পারে। একটা ছোট টুথপিক নিয়ে খুব সাবধানে ইউএসবি কানেক্টরের ভেতরটা পরিষ্কার রাখুন।
আপনার প্রিন্টারটি কি ধূলামুক্ত পরিবেশে আছে?
- প্রিন্টারে ধূলা জমলে তা যেমন যন্ত্রাংশের জন্য ক্ষতিকর, তেমনি প্রয়োজনের সময় দেখবেন প্রিন্ট কোয়ালিটিও নিম্নমানের হচ্ছে। প্রিন্টারের ফ্রন্ট প্যানেল এর ঢাকনা থাকলে তা বন্ধ রাখুন অথবা প্রিন্টার ঠাণ্ডা হবার পর একটি কাপড়/কভার দিয়ে প্রিন্টারকে সুরক্ষিত রাখুন। পেপার-ট্রে তে বেশ কিছু কাগজ সবসময় রেখে দিন। কিছু দিন পরপর উপরের কাগজটি পাল্টে ফেলুন।
আপনার কি বোর্ডটি শেষ কবে পরিষ্কার করেছেন?
- কম্পিউটারে কাজ করেছেন অথচ এর সাথে সাথে চা-বিস্কুট-নাস্তা খাননি – এমন তো হয় না। আর এভাবেই আপনার কী-বোর্ডের কী গুলোর ফাঁকে ফাঁকে বাসা বাঁধে অনেক টুকরো-টাকরা ময়লা যা একদিকে যেমন কী-বোর্ডের জন্য ক্ষতিকর তেমনি আপনার স্বাস্থের জন্যও খারাপ। কী-বোর্ডের ময়লা পরিষ্কার করতে হলে একে উপুড় করে ধরুন আর কী-বোর্ডের নীচের পিঠে হালকা করে বাড়ি দিন। মেয়েদের ব্লাশ-অন (মেক আপ করার) ব্রাশ দিয়ে কীগুলোর কোনায়া কোনায় পরিষ্কার করুন। সবচেয়ে ভাল হয় যদি উপুড় করে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করতে পারেন।
আপনি কেন মনিটর পরিষ্কার করবেন?
- উত্তরটা সহজ নয় কি? ভাল ডিসপ্লের জন্য অবশ্যই! সিআরটি মনিটর হালকা ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা গেলেও ভুলেও কখনও তা এলসিডি মনিটর/ল্যাপটপ স্ক্রিণে লাগাবেন না। এলসিডি পরিষ্কারের জন্য একটি নরম কাপড় (ফ্লানেল কাপড়ের মত – চশমা/সানগ্লাসের খাপে পাবেন) সামান্য ভিজিয়ে ব্যবহার করুন। আজকাল বাজারে এলসিডি পরিষ্কারের জন্য বিশেষ ধরনের টিসুও পাওয়া যায়।
আজ এখানেই শেষ করছি।
তো আর বসে আছেন কেন? একটা ঘন্টা খরচ করে এই সামান্য কয়েকটা কাজ করে ফেলুননা। দিন না আপনার পিসি/ল্যাপটপকে বাঁচতে আরও ক’টা বেশী দিন।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বেকার বলে কম্পিউটার নিয়ে বসে আছি । আপনি কাজ একটা দেখিয়ে দিলেন । ধন্যবাদ ভাই