অনেক মাস ধরে টেকটিউন এর সাথে থাকলেও এটা আমার প্রথম পোস্ট। টেকটিউন নীতিমালায় টেকটিউন এর উন্নতির লক্ষে আইডিয়া শেয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকায় পোস্ট করলাম।
স্বাধীনতা অর্জন এর চেয়ে রক্ষা করা কঠিন। টেকটিউন বাংলাদেশের সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্ক ।।কিন্তু তা ধরে রাখতে প্রতিনিয়ত তা গুগল ফেসবুক এর মত আপডেট করতে হবে । টেকটিউন এর রেজিস্ট্রেশন সবার জন্য খুলে দিসে ভালো কিন্তু এতে যারা এক্সপার্ট তাদের কি আর মর্যাদা আগের মত আছে ? এক্সপার্টরা এখানে পোস্ট করলে তাদের কি লাভ ? তাদের কোনো লাভ নাই তারা যাস্ট সম্মান পায় । এই সম্মান অক্ষুন্ন না থাকলে এক্সপার্টরা পোস্ট করতে আর আগ্রহী হবে না । তাই আমি মনে করি টেকটিউন এ এক্সপার্ট পেনেল সংযুক্ত করা উচিত ।টেকনিকাল সাপর্ট লাগলে তা টেকটিউন এ ই আছে যাস্ট এডমিন এর ইচ্ছা থাকলেই হবে।যত পোস্ট বেশি তার ভিত্তিতে নয় যত ভালো মানের পোস্ট হবে তার ভিত্তিতে এক্সপার্ট নির্বাচন করা উচিত । একটি টপিক এ একাধিক এক্সপার্ট থাকবে যাতে একজন পারসোনাল কাজে ব্যস্ত থাকলে আরেকজন যাতে পোস্ট করতে পারে ।আর সাধারন টিউনার রা হেল্প চেয়ে পোস্ট করতে পারেন বা এক্সপার্ট হয়ার জন্য ভালো ভালো পোস্ট করবে। সবার পোস্টই প্রথম পাতায় থাকবে যাস্ট এক্সপার্ট এর পোস্ট এর পোস্ট এর পাশে এক্সপার্টস পোস্ট লেখা থাকবে ।এতে এক্সপার্ট রা নিজেদের মান ধরে রাখতে এবং সাধারণ টিউনার রা নিজেদের এক্সপার্ট বানাতে প্রতিযুগিতা লেগে যাবে ।একবার এক্সপার্ট হলে তার পদ সহজে নষ্ট হবে না এই বিশ্বাস পেলে সবাই এক্সপার্ট হয়ার জন্য উঠে পরে লাগবে এর মাধ্যমে আমরা ভালো ভালো পোস্ট পাব। এই সম্পুর্ণ আইডিয়াটা আমার ব্যাক্তিগত কোনো কপিপেস্ট না ভালো লাগলে কমেন্ট করবেন।মনে রাখা উচিত আপডেটহীন সব কিছু বেকডেটেড হয়ে যায়।
ধন্যবাদ পড়ার জন্য ।আবার সময় করে ভালো মানের পোস্ট দিব। আল্লাহ হাফেয।
আমি টেক ব্রো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর