কি ভাবে আপনার ওয়েবসাইট এ Google Drive এর Direct লিঙ্ক দিবেন। যাতে এক ক্লিক এ ডাউনলোড হয়। অনেকে জানেন অনেকে জানেন না (যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য )

কি ভাবে আপনার ওয়েবসাইট এ Google Drive এর Direct লিঙ্ক দিবেন। অনেকে জানেন অনেকে জানেন না (যারা জানেন না  শুধুমাত্র তাদের জন্য)  Direct লিঙ্ক দেবার একটাই সুবিধা ইউজার এর ওয়েট করতে হয়না কোন ফাইল ডাউনলোড করতে।

প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন এর পর নিচের ছবি গুলো ফলও করুন।

Create এ ক্লিক করুন

যে কোন একটি নাম দিয়ে ফাইল টি তৈরি করুন।

Folder টি সিলেক্ট করে নিচের মত শেয়ার এ ক্লিক করুন

অ্যাডভান্সে ক্লিক করুন।

Done এ ক্লিক করুন

On Public on The Web এ ক্লিক করুন।

ফাইল টি ড্রাগ করে ড্রপ করুন।

Upload share এ ক্লিক করুন

আপনার ফাইল সাইজ অনুযায়ি সময় লাগতে পারে

নিচের মত করে সেটিং করুন

কপি করার পর  ওয়েবসাইট এ গিয়ে কপি করা লিঙ্ক টি  পেস্ট করে দিন নিচের মত।
এর নিচের মত আউটপুট দেখতে পারবেন।

আর সবসময় Direct লিঙ্ক দেবার চেষ্টা করবেন।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আগে আমার এ ব্লগ প্রকাশ হয়েছে।

ফেসবুক এ আমি

আমার সকল পোস্ট পড়তে  নিচের ইমেজটিতে ক্লিক করুন

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

রবিন খান: আপনাকে ও ধন্যবাদ।

ধন্যবাদ শাহিন ভাই

ধন্যবাদ । টিউনটি আমার অনেক উপকারে আসবে ।
একটা বেপার কনফার্ম করতে পারবেন এই ডিরেক্ট লিংক কতদিন ভেলিড থাকবে ? কয়েকদিন পরে লিংক ডেড হয়ে যাবে না তো ? এবং কি পরিমান ডাউলোড সামলাতে পারবে ? আমি বোঝাতে চাচ্ছি কি পরিমান লোক একসাথে ডাউনলোড করলে লিংক ডেড হবে না ।
উত্তরের অপেক্ষায় রইলাম 🙂

আজিবন যতদিন না আপনি ফাইলটি গুগল ড্রাইভ থেকে ডিলিট না করছেন ততদিন থাকবে।আপনি ফাইল টি ডিলিট করে দিলে তবেই ডাউনলোড করলে লিংক ডেড হয়ে পরবে।তাছারা ডাউনলোড লিঙ্ক ডেড হবার কোন সম্ভবনা নেই ধন্যবাদ।আপনার টিউমেন্ট এর জন্য।

ট্রায়াল ভার্সন:আপনাকে ও ধন্যবাদ টিউনটি পরে প্রশ্ন করার জন্য।সবসময় মনে রাখবেন এটা কোন Media fire বা 4 shared এর Server না গুগল এর Server।এর চেয়ে বড় সার্ভার আছে বলে আমার মনে হয় না।আপনি গুগল এ সার্চ করে দেখতে পারেন।

Many many Thanks for this sharing.

শরিফুল ইসলাম :আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

Level 2

গুগল ড্রাইভ মাত্র পাঁচ জিবি দেয়

kalamfaim: গুগল ড্রাইভ ১৫ জিবি দেয়।নেট এ সার্চ দিয়ে দেখুন।ধন্যবাদ

আগে জানা ছিলও মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। আশা করি নিয়মিত টিউন করবেন।

অনেক ধন্যবাদ এই সুন্দর পোষ্টের জন্য ।

Level New

Same kaj Dropbox e kivabe korbo ?

হাসান মাহামুদ : ধন্যবাদ।

জিহান ভাই আপনাকে ও ধন্যবাদ।

Parish:Dropbox এ কিভাবে Direct লিঙ্ক দেয়া যায় আমি ঠিক জানি না।Dropbox থেকে কোন ফাইল ডাউনলোড করতে হলে নিউ একটি উইন্ডো ওপেন করে তারপর ডাউনলোড করতে হয়।আপনি গুগল এ সার্চ করতে পারেন।সব সময় গুগল এর সার্ভার ব্যবহার করার চেষ্টা করবেন।গুগল এর ওপর আর কোন শক্তিশালী সার্ভার আছে বলে আমার মনে হয় না।ধন্যবাদ আপনার টিউমেন্ট এর জন্য।

নীলোৎপল বেদী: Welcome.

thanks vai.

masumali930: আপনাকে ও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

অসাধারণ টিউন।
প্রিয়তে না রেখে পারলাম না।