কম্পিউটারে স্ক্রীনশট তোলার সবচেয়ে সহজ উপায় (ডাউনলোড সহ+ডাউনলোড ছাড়া)

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আজ আমি আপনাদের কম্পিউটারে স্ক্রীনশট তোলার সবচেয়ে সহজ উপায় দেখাব।

১. ডাউনলোড ছাড়া

আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হন তাহলে ডাউনলোড ছাড়াই স্ক্রীনশট তুলতে পারবেন। কম্পিউটারের স্টার্ট মেনুতে সার্চ করুন "Snipping Tool". তা ওপেন করে যতটুকু স্ক্রীনশট চান তা Right Click করে তুলুন। তবে এতে ছবির মান একটু খারাপ আসবে।

২. ডাউনলোড সহ

আমার মনে হয় এটা স্ক্রীনশট তোলার সবচেয়ে সহজ উপায়। প্রথমে এখান থেকে Greenshot নামক সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। দেখবেন যে টাস্কবারে Greenshot চালু হয়ে আছে। ডিফল্ট ভাবে Ctrl+ Prnt Scrn দিয়ে স্ক্রীনশট তোলা যাবে। Preferences থেকে আপনার মনের মতো Settings ঠিক করে নিতে পারবেন।

পূর্বে প্রকাশ করেছিলাম আমার ব্লগ ইমতিয়ার.ব্লগস্পট.কম এ

ফেসবুকে আমাকে ফলো করতে পারবেন এখানে

ধন্যবাদ......।

Level 0

আমি ইমতিয়ার আখতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস