এটি আমার প্রথম টিউন।আজকে আমি আপনাদের একটি জিনিষ দিব । এটি আপনারা আগে পেয়ে থাকতে পারেন।যারা ব্লেগে নিয়িমত লিথেন কিন্বৃ তা চুরি হয়ে যায় সভাবত থারাপ লাগতে পারে ।তাই এসব ঝামেলা এড়াতে আমরা আমাদের ব্রগকে কপি রাইট করে রাথতে পারি কিছৃ কোডের মাধ্যেম। এর জন্য কিছৃ ধাপে কাজ করতে হবে তা দেখৃন
প্রথমে ব্রগার ডট কম এ লগ ইন করতে হবে তার পর লেআউট এ গিয়ে html এ গিয়ে ctrl+f চাপতে হবে
<head> and </head>
খৃজতে হবে এবং অথবা লাইনের আগে এই কোড
1 <!-- Disable Copy and Paste--> 2 <script language='JavaScript1.2'> 3 function disableselect(e){ 4 return false 5 } 6 function reEnable(){ 7 return true 8 } 9 document.onselectstart=new Function ("return false") 10 if (window.sidebar){ 11 document.onmousedown=disableselect 12 document.onclick=reEnable 13 } 14 </script>
টি পেস্ট করতে হবে তার পর save করতে হবে ok
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বানানের দিকে নজর দিন ভাই। প্রতিটি ‘খ’ এর স্হলে ‘থ’ ব্যবহার করেছেন । তাছাড়া Blog বানান ও ভুল দু জায়গায় দু রকম আরো ভুল তো আছেই ।