একটু দেখুন কাজে লাগতে পারে

একটু দেখুন কাজে লাগতে পারে

এটি আমার প্রথম টিউন।আজকে আমি আপনাদের একটি জিনিষ দিব । এটি আপনারা আগে পেয়ে থাকতে পারেন।যারা ব্লেগে নিয়িমত লিথেন কিন্বৃ তা চুরি হয়ে যায় সভাবত থারাপ লাগতে পারে ।তাই এসব ঝামেলা এড়াতে আমরা আমাদের ব্রগকে কপি রাইট করে রাথতে পারি কিছৃ কোডের মাধ্যেম। এর জন্য কিছৃ ধাপে কাজ করতে হবে তা দেখৃন
প্রথমে ব্রগার ডট কম এ লগ ইন করতে হবে তার পর লেআউট এ গিয়ে html এ গিয়ে ctrl+f চাপতে হবে

<head> and </head>

খৃজতে হবে এবং অথবা লাইনের আগে এই কোড

1 <!-- Disable Copy and Paste--> 2 <script language='JavaScript1.2'> 3 function disableselect(e){ 4 return false 5 } 6 function reEnable(){ 7 return true 8 } 9 document.onselectstart=new Function (&quot;return false&quot;) 10 if (window.sidebar){ 11 document.onmousedown=disableselect 12 document.onclick=reEnable 13 } 14 </script>

টি পেস্ট করতে হবে তার পর save করতে হবে ok

এটি আমার ব্রগে প্রকাশ হয়েছিল

Level 2

আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বানানের দিকে নজর দিন ভাই। প্রতিটি ‘খ’ এর স্হলে ‘থ’ ব্যবহার করেছেন । তাছাড়া Blog বানান ও ভুল দু জায়গায় দু রকম আরো ভুল তো আছেই ।

Disable Copy and paste
In blogging, In Tips and Tricks
Disable Copy and paste Thinking of a way to make it more difficult for people to copy the contents of your blog? Here’s a neat little JavaScript that will disable Copy and Paste. function disableselect(e){ return false } function reEnable(){ return true } document.onselectstart=new…

—- আপনার ব্লগ হতে কপি পেস্ট করা !

একেই বলে বাঙ্গালী চুরি বিদ্যায় ব্যাপক পারদর্শী। যত কিছুই করেন না এই কপি পেস্ট সারাজীবন চেষ্টা করলেও ঠেকাতে পারবেন না ।

    @স্বাধীন ভাইঃ আপনার সাথে আমার যে ব্যাপার নিয়ে কথা হয়েছিল, “এ টু জেড বিডি” ভাই…… সেই কথাই বলছে……
    আমার কথা হল, লেখক যেই কোডটা আমাদের সাথে শেয়ার করলেন সেইটা কোন সাইট থেকে কপি করে নিয়ে আসছেন???
    নাকি উনি নিজে নিজে “জাভা স্কিপ্ট এর কোড বানান!!!”
    আর “যে সাইট থেকে কোড কপি করে নিয়ে আসছেন” সেই সাইটে যদি “এই ফালতু” কোডটা বসিয়ে দিত, তাহলে লেখক কি করতেন?

    স্বাধীন ভাই, আমরা নিজেদের কে নিজেরা “চোর” না বলি। কারন ওপেন সোর্স এ চুরি বলতে কিছুই নাই। যারা সার্ভার (localhost) বানিয়েছে উনারা ফ্রি দিচ্ছে বলেই আপনি আমি আজ ওয়েব এ কাজ করতে পারি।

    @”এ টু জেড বিডি” ভাইঃ এমন জিনিস সাইট এ কেন রাখেন ? যেটা ভিজিটররা কপি করলে আপানার ক্ষতি হয়ে যাবে। এই সব জিনিস সাইটে দিয়েন না প্লিজ, “বাসার আলামারিতে ভাল করে তালা দিয়া রাইখেন!”।

হা…হা………মাসফি………চরম লাগল….তোমার মন্তব্যটা………

আমাদের কপি পেষ্ট চলবেই,চলবেই।

বাংগালীর স্বভাবেই কপি আর পেষ্ট মারা । কি আর হবে যে জানে তার মাথা থাইকা তো আর কপি করতে পারবে নাহ

ভাই যদি কপি পেষ্ট করেন তবে তথ্য সূত্রটা দিয়েদেন। ভাল হয়।

Level 0

প্রিয় বন্ধু, খুবই ভালো ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……….

বাঙ্গালী শুধুই বেশী বুঝে ……..