কিছু দিন হল আকাউন্ট করেছি । ভাবছিলাম কি নিয়ে লিখব। গতকাল নেট এ এই সফ্টঅয়ার টা পেলাম। যেসব। ভাইদের ওয়েবসাইট আছে তাদের কাজে লাগবে।
আমরা সাধারনত যেকোন কিওয়ার্ড কতবার সার্চ করা হয়েছে তা জানার জন্য গুগলকে ব্যবহার করি। এই টুলআমাদের এই কাজ করেদেবে মাত্র এক ক্লিকে। সাথে ইয়াহু, MSN সার্চ রেজাল্ট এবং সে রেজাল্ট সংরক্ষনের সুযোগ।
Size=1.13MB
আমি মিনহাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউন প্রকাশের ক্ষেত্রে একটি সামান্য ভুল করেছেন।
টিউনটি লেখা সম্পন্ন হলে ড্রাফট এ সেভ করুন, করার সাথে সাথে প্রকাশ বাটনে ক্লিক করে দিবেন ।
আপনি মনে হয় ড্রাফট এ সেভ করার কিছুক্ষণ পরে প্রকাশ এ ক্লিক করেছেন।
টিউন ভাল হয়েছে।