ছোট্ট একটি কমাণ্ড দিয়ে জানুন আপনার ফায়ারফক্স আর গুগল ক্রোম কতটুকু মেমরি ইউজ করছে!!!

আপনি যদি প্রতিনিয়তই ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনার কোনো না কোনো ব্রাউজার ইউজ করতে হবেই! হতে পারে সেটা ফায়ারফক্স আবার হতে পারে তা গুগল ক্রোম। যে ব্রাউজারই ইউজ করেন না কেন এটই কিন্তু আপনার মেমরির অধিকাংশ অংশই দখল করে আছে। এখন আপনি একসাথে কতগুলো ট্যাব ব্যবহার করছেন তার উপর মেমরি ইউজেজ নিরভর করে। আপনি টাস্ক ম্যানেজার

{ Alt+Ctrl+Del দিয়ে এটি চালু করতে পারেন} দিয়ে মেমরি ইউজেজ জানতে পারবেন কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন না! এক্ষেত্রে যা করতে হবে তা হোল যখন আপনি আপনার ব্রাউজারের মেমরি ইউজেজ দেখতে চাইবেন তখন এড্রেস বারে{ যেখানে ওয়েবসাইটের ঠিকানা লেখা হয়} টাইপ করুন --

about:memory

চিত্রটি লক্ষ্য করুন-

এতে আপনার মেমরি ইউজেজ এর বিস্তারিত আপনার ব্রাউজারের উইন্ডোতে আসবে। আর এ থেকে আপনি জেনে নিতে পারেন আপনার ব্রাউজারের মেমরি ইউজেজ ।

নিচে তার প্রিভিউ দেখানো হলঃ


ফায়াফক্সঃ

গুগল ক্রোমঃ


** উপরের ইমেজটি বড় করে দেখতে ইমেযের উপরে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে পড়ার জন্য!

পুর্বে http://www.djarifrocks.tk-

তে প্রকাশিত!

ভাল লাগলে প্লিজ কমেন্ট করবেন!


Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

সুন্দর তথ্য…

Level 0

ডি জে আরিফ রকস ভাই,টিউনটা ছোট মরিচ হলেও ঝাল বেশি ,ধন্যবাদ…………………..।

    এক বস্তা গোলাপ তোমার জন্য!

The URL is not valid and cannot be loaded.

ei lekha ta aschhe

    আপনি ফায়ারফক্সের কোন ভারশন ব্যবহার করছেন?

    3.5.11 VERSION

    আপনি কারেন্ট ভার্শন অরথাৎ 3.6.6 ব্যবহার করুন! তাহলে সমাধান পাবেন আশা করি!

ভাই ক্রোম-এ বরাবর আসছে কিন্তু ফায়ারফক্স- এ আসে নাই
স্বপ্না আপুর মতো “ক্যান’ট বি লোডেড” আসতেছে।
কি করবো এখন ????? কারণ আমি ফায়ারফক্স বেশী ইউজ করি।

    বিষয়টা বুঝলাম না! এরকমতো দেখানোর কথা না।

বাহ। প্রিয়তে নিচ্ছি 😀

    ধন্যবাদ আজাদ ভাইয়া!

ধন্যবাদ শেয়ার করার জন্য।