ইউ টিউবে কি ভাবে অপসারিত ভিডিও দেখবেন ?

সে দিন আমার এক বন্ধু ইউটিউবে একটি উৎসাহজনক (Interesting) ভিডিও খুঁজে পায়। কিন্তু যখন সে ভিডিওটি দেখতে চেষ্টা করে তখন সে দেখতে পায় যে ভিডিওটি ইউটিউবের ব্যবহার লঙ্ঘনের শর্তাবলীর দরুন ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে।

This-video-has-been-removed

ভিডিওটি না দেখতে পেরে বেচারার মনটা খারাপ হয়ে যায়।তারপর সে আমাকে ফোন দিয়ে তার দুঃখের কথা জানালে আমি তাকে ইউ টিউবে কি ভাবে অপসারিত ভিডিও দেখতে হয় সেটা শিখিয়ে দিলাম।তারপর সে সেই Interesting ভিডিওটা দেখতে পেয়ে খুশি হয়ে আমাকে কথা দিল খুলনায় গেলে চা এবং বিড়ির বিল সে দিবে।
নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করে আপনিও এই ট্রিকসটি শিখে নিতে পারেন।

* যে অপসারিত ভিডিওটি আপনি দেখতে চান সেই পেজে যান।

* এবার ভিডিওটি আপলোডকারী (Video’s Publisher) তে ক্লিক করুন।

* এবার আপনি ডানে দেখতে পাবেন আপলোডকারী আপলোড করা সব ভিডিওর লিষ্ট।

* আপনি যে ভিডিওটি দেখতে চাচ্ছিলেন সেটা খুঁজে বার করে ক্লিক করুন এবং অপসারিত ভিডিওটি উপভোগ করুন।

* আশা করি ট্রিকসটি আপনার কাজে আসবে 🙂

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিপস ভাই । আপনার বন্ধু বলবেন চায়ের বিল দিলেও বিডির টা যেন না দেয় । ধন্যবাদ মনে করে বলবেন কিন্তু ।

মঈন ভাই এতদিন পর ??আইসাইতো ফাটাই ফালাইছেন ।যাই হোক নিয়মিত টিউন চাই্ ।

welcome back bro… 😀

দারুন টিউন ! যদি পাব্লিশারের পেইজেই পাওয়া যায় তাহলে আর ভিডিও ‘রিমুভ’ হল কিভাবে?

মইন ভাই আপনাকে টেক্টিউন্স এ ফিরে আসার জন্য ধন্যবাদ। আশা করি নিয়মিত পাব

খুবই সুন্দর একটি টিউন। অনেক দিন পর টিউন করলেন। কোথায় ছিলেন এত দিন?

আরে ভাই এতদিন ছিলেন কই?আপনাদের মতন ?টিউনারদের টেকটিউন্স এবং আমরা সর্বদা মিস করি আশা করি সামনে নিয়মিত এসে টেকটিউন্সকে ধন্য করবেন।
হিমায়িত দিহান ভাইয়ের সাথে আমারো প্রশ্ন”যদি পাব্লিশারের পেইজেই পাওয়া যায় তাহলে আর ভিডিও ‘রিমুভ’ হল কিভাবে?”কারন ব্যপারটা আমিও বুঝতেছিনা।
ধন্যবাদ টিউনের জন্য।

    কারন এটা ইউটিউব রিমুভ করেছে কিন্তু আপলোডকারী রিমুভ করেনি তাই এটা দেখতে পাবেন।

welcome back captain …..

Level 0

অনেক দিন পরে ভাই জানেরে খুইজা পাইলাম।

আপনাকে স্বাগতম জানাতে আমিও অনেকদিন পর মন্তব্য করলাম।

Level 0

অনেক দিন পর দেখতে পেরে ভাল লাগছে। নিয়মিত টিউন করবেন আশা করি। ধন্যবাদ

দেলোয়ার খতিবী says:
৮ অগাষ্ট, ২০১০ at 10:20 অপরাহ্ন
বিডির দোষ হচ্ছে প্রতিটি বিডি ১০ সেকেন্ড করে আয়ু কমিয়ে দেয়, আমরা আরো এ ধরনের টিপস চাই, আয়ু কমে গেলে টিপস যে কমে যাবে।
মইন ভাই@আপ্নের আয়ু কমলে টিউন করব কে ?

বুজাযাচ্ছে ভিডিও রিমুভ করে নাই। একটু আই ওয়াশ করলো। ধন্যবাদ ক্যাপ্টেন হ্যাডিক ভাই।

সুন্দর টিপসটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করছি নিয়মীত হবেন ।

Level 0

আমরা সবাই চাই যারা টপ টিউনার ,সবাইকে টি টি নিয়মিত চাই । টিপসটির জন্য ধন্যবাদ ।

আগেই কিছুটা জানতাম , এখন ক্লিয়ার হইলাম

“টেকটিউনসের সাথে ছিলাম … আছি …থাকবো …..” আমরা চাই আপনি আমাদের সাথে সবসময় থাকুন, আবার নিয়মিত হোন। ধন্যবাদ।

ধন্যবাদ টিপটি দেয়ার জন্য, আমি আপনাকে চা নাস্তা খাওয়াতে পারি চট্টগ্রামে আসলে। তবে বিড়ি না।