সে দিন আমার এক বন্ধু ইউটিউবে একটি উৎসাহজনক (Interesting) ভিডিও খুঁজে পায়। কিন্তু যখন সে ভিডিওটি দেখতে চেষ্টা করে তখন সে দেখতে পায় যে ভিডিওটি ইউটিউবের ব্যবহার লঙ্ঘনের শর্তাবলীর দরুন ভিডিওটি সরিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওটি না দেখতে পেরে বেচারার মনটা খারাপ হয়ে যায়।তারপর সে আমাকে ফোন দিয়ে তার দুঃখের কথা জানালে আমি তাকে ইউ টিউবে কি ভাবে অপসারিত ভিডিও দেখতে হয় সেটা শিখিয়ে দিলাম।তারপর সে সেই Interesting ভিডিওটা দেখতে পেয়ে খুশি হয়ে আমাকে কথা দিল খুলনায় গেলে চা এবং বিড়ির বিল সে দিবে।
নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করে আপনিও এই ট্রিকসটি শিখে নিতে পারেন।
* যে অপসারিত ভিডিওটি আপনি দেখতে চান সেই পেজে যান।
* এবার ভিডিওটি আপলোডকারী (Video’s Publisher) তে ক্লিক করুন।
* এবার আপনি ডানে দেখতে পাবেন আপলোডকারী আপলোড করা সব ভিডিওর লিষ্ট।
* আপনি যে ভিডিওটি দেখতে চাচ্ছিলেন সেটা খুঁজে বার করে ক্লিক করুন এবং অপসারিত ভিডিওটি উপভোগ করুন।
* আশা করি ট্রিকসটি আপনার কাজে আসবে 🙂
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
“টেকটিউনসের সাথে ছিলাম … আছি …থাকবো …..” আমরা চাই আপনি আমাদের সাথে সবসময় থাকুন, আবার নিয়মিত হোন। ধন্যবাদ।
কাজের টিপস ভাই । আপনার বন্ধু বলবেন চায়ের বিল দিলেও বিডির টা যেন না দেয় । ধন্যবাদ মনে করে বলবেন কিন্তু ।