কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমদের কম্পিউটারে অনেক সময় প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া যায় না। আমারও অনেকবার এরকম সমস্যা হয়েছে। এক সময় নিজের অজান্তেই ট্রিক্সটি বের করে ফেলি। তো দেখা যাক উপায়গুলি-
কম্পিউটারের সার্চ অপশনে .mp3 লিখুন। MP3 ফরম্যাটের সব গান চলে আসবে।
কম্পিউটারের সার্চ অপশনে .doc লিখুন। সব ডকুমেন্ট চলে আসবে।
কম্পিউটারের সার্চ অপশনে .pdf লিখুন। সব PDF বই চলে আসবে।
কম্পিউটারের সার্চ অপশনে .jpg বা .png বা যে ফরম্যাটের ছবি চান "." সহ লিখুন। ছবি চলে আসবে।
কম্পিউটারের সার্চ অপশনে .mp4 বা .flv বা যে ফরম্যাটের ভিডিও চান "." সহ লিখুন। ভিডিও চলে আসবে।
আশা করি এভাবে আপনার কাঙ্ক্ষিত ফাইল পেয়ে যাবেন। তবে "." দেয়ার কথা ভুলবেন না। কেউ যদি আগে থেকে জেনে থাকেন তাহলে সময় নষ্ট করার জন্য দুঃখিত।
পূর্বে প্রকাশ করেছিলাম আমার ব্লগ ইমতিয়ার.ব্লগস্পট.কম এ
ফেসবুকে আমাকে ফলো করতে পারবেন এখানে
ধন্যবাদ......।
আমি ইমতিয়ার আখতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jana chilo . Thanks .