আপনার প্রিয় স্মার্টফোন দিয়ে ছবি তুলুন ভাল মানের মাত্র ৬টি উপায় দিয়ে। এন্ড্রয়েড ফটোগ্রাফারদের জন্য উপকারী…………..

আসসালামি আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।

অনেকেই স্মার্টফোন দিয়ে ছবি তুলতে পছন্দ করেন। তবে ছবি তোলার সঠিক নিয়ম সম্পর্কে অবগত না থাকায় অনেকেই ভাল মানের ছবি তোলতে পারেন না, যদিও তার ভাল ক্যামেরা মোবাইল আছে। তাই যাদের ভাল মানের ক্যামেরা মোবাইল আছে (যেমনঃ 5MP,8MP,13MP) তারা নিচের ৫টি উপায় অবলম্বন করে হয়তো ভাল মানের ছবি তুলতে পারবেন বলে আশা করা যায়। তো চলুন জেনে নিন স্মার্টফোনে ছবি তোলার ৬টি উপায়ঃ

১. লেন্স পরিষ্কার রাখাঃ স্মার্টফোনের একটা বড় সমস্যা হচ্ছে লেন্সের উপর আঙ্গুলের ছাপ পরা। তাই ছবি তোলার আগে একটা নরম কাপড় দিয়ে লেন্সটা মুছে নিন।

২. সূর্যের অবস্থান শনাক্তকরণঃ আলো ঝলমলে রৌদ্রজ্জ্বল একটি দিন হচ্ছে প্রাণবন্ত ছবি তোলার জন্য আদর্শ সময় কিন্তু লক্ষ্য রাখুন আপনার ফোনের লেন্সটি সূর্যের দিকে মুখ করে আছে কিনা। যদি সূর্যের আলো তীর্যকভাবে না পড়ে ক্যামেরার লেন্সে সরাসরি পড়ে থাকে তাহলে দেখবেন ছবিটির সব এলিমেন্ট ঝাপসা দেখাচ্ছে। এই সমস্যা এড়াতে আপনি আপনার হাত দিয়ে লেন্সটি আড়াল করে ছবি তুলুন অথবা সূর্যকে আপনার পেছনে রেখে স্ন্যাপশটটি নিন।

৩. ফোকাস(Focus) : ভালো ছবি তোলার মূল রহস্য হচ্ছে সঠিক মাত্রায় ফোকাসিং। ছবি তোলার আগে একটু সময় নিয়ে ফোকাস করুন, নিশ্চিত করুন যে অ্যাঙ্গেলটি চাচ্ছেন তা লেন্স ফোকাস করতে পেরেছে। যদি ফোকাস করতে বেশি সমস্যা হয় তাহলে ফোকাস মুড পরিবর্তন(যেমনঃ Auto Fucus, Macro Focus, Infinity Focus) করে দেখুন অথবা আপনার নিজের অবস্থান পরিবর্তন করেও চেষ্টা করে দেখতে পারেন।

৪. ক্যামেরা সোজা রাখাঃ এটি একইসাথে সবচেয়ে সহজ এবং জরুরী একটি নিয়ম কিন্তু পর্যাপ্ত অনুশীলন ছাড়া রপ্ত করাটা একটু কঠিন। চেষ্টা করুন স্ন্যাপশট নেয়া হয়ে যাওয়ার পরের কিছুক্ষণ সময় ক্যামেরা সোজা রাখার কারণ ফোন কিছুটা সময় নেয় সদ্য নেয়া ছবিটি প্রসেস করতে।

৫. ফ্ল্যাশ এর উপযুক্ত ব্যবহারঃ স্মার্টফোনের ফ্ল্যাশ মোটেও প্রফেশনাল ফ্যাশের মত নয়। এই ফ্ল্যাশে ব্যবহার করা হয় জেনন লাইট যা অল্প আলোতে বিভ্রম সৃষ্টি করতে পারে। তবে সূর্যের আলোতে অনেক সময় ফ্ল্যাশ অন করে ছবি তুললে ভালো ফল পাওয়া যায় কারণ ফ্ল্যাশের আলো ছায়া ঢাকা জায়গাগুলো বিস্তারিত ভাবে তুলে ধরতে সাহায্য করে। অন্ধকারে ফ্ল্যাশের আলো ছবি তোলার জন্য অপরিহার্য। আপনার আর বিষয়বস্তুর মধ্যে চেষ্টা করুন কিছুটা দূরত্ত্ব বজায় রাখতে তা নাহলে ছবিটি ওভারএক্সপোজড হয়ে বিকৃত হয়ে যেতে পারে।

৬. জুম করাঃ আপনার স্মার্টফোনের জুমিং পাওয়ার যতটা বেশি থাকুকনা কেন ভালো ছবি তুলতে চাইলে চেষ্টা করুন জুম না করতে কারণ জুম করলে ছবি ডিজিটালি এনহ্যান্সড হয় এবং ছবি ফেটে যাওয়ার একটা সুযোগ থাকে। আপনি নিজে লক্ষ্যবস্তুর কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করুন।

আশা করি উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। সাথেই থাকুন। ভাল থাকুন। খোদা হাফেজ।

Level New

আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks.

সুন্দর টিউন আশা করি কাজে দেবে।

ধন্যবাদ সবাইকে। সাথেই থাকুন আশা করি ভাল ভাল টিউন উপহার দিতে পারব………………