আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর পারফরমেন্স বাড়ানোর জন্য সফটওয়্যার মেইনটেন্যান্স টুলস । একদম নতুন দের জন্য পর্ব -৪ (শেষ পর্ব)

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ এর ইন্সটল করা ড্রাইভার Update করতে হয়।এবং তা কিভাবে ব্যাবহার করতে হয়। সফটওয়্যারটির নাম Driver Booster Pro

সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড  ইমেজ  এ ক্লিক করুন ।

ডাউনলোড করার পর সিরিয়াল কি দিয়ে সফটওয়্যার টি ফুল ভার্সন করুন। সফটওয়ারটি তে সিরিয়াল কি দেবার সময় আপনার এনটিভাইরাস ও ইন্টারনেট কানেকশন  টি ডিসেবল করে রাখুন।

সফটওয়্যারটি ওপেন করার পর নিচের মত উইন্ডো দেখতে পারবেন এই খানে  আপনার যে ড্রাইভার টি আপনার সিস্টেম এর সাথে পারফেক্ট না। সেটিতে আপডেট বাটন আসবে। Update বাটন এ ক্লিক করুন। Update বাটন ও ক্লিক করার পর আপনার সফটওয়্যার টি ডাউনলোড পর নিজে নিজে ইন্সটল হয়ে যাবে।

সকল ড্রাইভ পারফেক্টলি আপডেট হবার পর নিচের মত অভিনন্দন জানাবে।

এবার আসুন আমরা এর কিছু ইম্পরট্যান্ট ফিচার সম্পর্কে জানি। প্রথমে  নিচের  সেটিং গুলো দেখার জন্য এই    স্কিন আইকন এ ক্লিক করুন।

Backup করার জন্য    এই আইকন টিতে ক্লিক করুন।

Restore করার জন্য      এই আইকন টিতে ক্লিক করুন।


এর পর যে সফটওয়্যার টি নিয়ে  আলোচনা করবো তা হল টিউনআপউলিটি

প্রথমে সফটওয়্যারটি সম্পর্কে  একটু বলি। টিউনআপউলিটি আপনার পিসির সকল প্রকার জাঙ্ক ফাইল ,ডূপলিকেট ফাইল ফোল্ডার,রেজিসট্রি,ডিস্ক এরর,একথায় পিসির সকল সফটওয়্যার জানিত সমস্যা সমাধান করবে।

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন নিচের ইমেজ টি থেকে।

এর পর নিচের  স্টেপ গুলো Follow করে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

ডাউনলোড করার পর  সফটওয়্যারটি তে ক্লিক করুন নিচের মত উইন্ডো আসবে।

এর পর  একটু Wait করুন

এর পর  Finish বাটন এ ক্লিক করুন।

এর পর নিচের মত Permanent Connection To The Internet  সিলেক্ট  করে  Next দিন।

এরপর Start Analysis now এ ক্লিক করুন।

একটু ওয়েট করতে হবে।

তার পর নিচের ছবির মত Enter Product Key তে ডাউনলোড করা Product key টি দিন।

এই খানে আপনার পুরো নাম ও Organization Private দিন সাথে  ডাউনলোড করা প্রোডাক্ট কি টি দিন।

এর পর আপনাকে Successfully Massage দিবে। এর পর ফিনিশ বাটন এ ক্লিক করুন।

এর পর এটি ফুল ভার্সন হয়েছে কিনা তা চেক করতে Help &support এ ক্লিক করুন নিচের মত উইন্ডো আসবে।

এই খানে About এ ক্লিক করুন ।

আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

এই টিউন টি আগে আমার ব্লগ এ প্রকাশ হয়েছে।

ফেসবুক এ আমি

                                                                                    আমার সকল টিউন পড়তে  নিচের ইমেজটিতে ক্লিক করুন

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dhonnobad, pc cleaner pro eta ki avg er chaite valo? ar ami ekta tune korte chai, bt kon option e jabo bujhtechi nah, link dite paren

limon777 : আপনি Google এ সার্চ করে দেখতে পারেন।অনেকের পছন্দের তালিকায় অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্র থাকতে পারে কিন্তু আমার কাছে Tune Up বেস্ট মনে হয়।অনেক আগে থেকে ব্যাবহার করছি তাই এটিকে ছেড়ে থাকতে কষ্ট হয়।ধন্যবাদ আপনাকে।

Collection e ache , Thanks 4 tune .

নীলোৎপল বেদী : আপনাকেও ধন্যবাদ।

Level 0

vai avg pc tune up er product key kothay

lemon777: Product key আর সফটওয়্যার টা একসাথে আছে আপনি ডাউনলোড Now বাটন এ ক্লিক করুন।

ডাউন লোড এ ক্লিক করলে এই মেসেজ টা আসে। … “This website/URL has been blocked until further notice either pursuant to Court orders or on the Directions issued by the Department of Telecommunications”

shofiqsohel48: কোই আমার তো কোন Problem হছে না।যাইহোক https://docs.google.com/uc?export=download&confirm=a20r&id=0BwYa0ltlfvGdOGp4RXpmNUhiWms ,অথবা http://www.firedrive.com/file/AF0710148DCCE8F6 এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন।আর মোজিলা তে না হলে গুগলক্রম এ দেখতে পারেন।ধন্যবাদ

wow Great!!!!

শাহিন খান:Thanks

Level 1

রিদম ভাই Driver Booster Pro টা ডাউনলোড করা যাচ্ছে না লিংক এরর আসে, আপনি কষ্ট করে সুধু Driver Booster Pro এর KEY টা টিউন করে দিলেই অনেক উপকৃত হতাম। ধন্যবাদ ভাই আপনাকে। 🙂

KAYES :লিঙ্ক আপডেট করে দেওয়া হল।আশা করি আর সমস্যা হবে না।Direct লিঙ্ক দিলাম।ধন্যবাদ আপনাকে।

Atai kujtachilam thanks apnake osadharon sob tune er jorno.

রবিন খান:ধন্যবাদ আপনাকে সুন্দর টিউমেন্ট এর জন্য।