আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ এর ইন্সটল করা ড্রাইভার Update করতে হয়।এবং তা কিভাবে ব্যাবহার করতে হয়। সফটওয়্যারটির নাম Driver Booster Pro
সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড ইমেজ এ ক্লিক করুন ।
ডাউনলোড করার পর সিরিয়াল কি দিয়ে সফটওয়্যার টি ফুল ভার্সন করুন। সফটওয়ারটি তে সিরিয়াল কি দেবার সময় আপনার এনটিভাইরাস ও ইন্টারনেট কানেকশন টি ডিসেবল করে রাখুন।
সফটওয়্যারটি ওপেন করার পর নিচের মত উইন্ডো দেখতে পারবেন এই খানে আপনার যে ড্রাইভার টি আপনার সিস্টেম এর সাথে পারফেক্ট না। সেটিতে আপডেট বাটন আসবে। Update বাটন এ ক্লিক করুন। Update বাটন ও ক্লিক করার পর আপনার সফটওয়্যার টি ডাউনলোড পর নিজে নিজে ইন্সটল হয়ে যাবে।
সকল ড্রাইভ পারফেক্টলি আপডেট হবার পর নিচের মত অভিনন্দন জানাবে।
এবার আসুন আমরা এর কিছু ইম্পরট্যান্ট ফিচার সম্পর্কে জানি। প্রথমে নিচের সেটিং গুলো দেখার জন্য এই স্কিন আইকন এ ক্লিক করুন।
Backup করার জন্য এই আইকন টিতে ক্লিক করুন।
Restore করার জন্য এই আইকন টিতে ক্লিক করুন।
এর পর যে সফটওয়্যার টি নিয়ে আলোচনা করবো তা হল টিউনআপউলিটি
প্রথমে সফটওয়্যারটি সম্পর্কে একটু বলি। টিউনআপউলিটি আপনার পিসির সকল প্রকার জাঙ্ক ফাইল ,ডূপলিকেট ফাইল ফোল্ডার,রেজিসট্রি,ডিস্ক এরর,একথায় পিসির সকল সফটওয়্যার জানিত সমস্যা সমাধান করবে।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন নিচের ইমেজ টি থেকে।
এর পর নিচের স্টেপ গুলো Follow করে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
ডাউনলোড করার পর সফটওয়্যারটি তে ক্লিক করুন নিচের মত উইন্ডো আসবে।
এর পর একটু Wait করুন
এর পর Finish বাটন এ ক্লিক করুন।
এর পর নিচের মত Permanent Connection To The Internet সিলেক্ট করে Next দিন।
এরপর Start Analysis now এ ক্লিক করুন।
একটু ওয়েট করতে হবে।
তার পর নিচের ছবির মত Enter Product Key তে ডাউনলোড করা Product key টি দিন।
এই খানে আপনার পুরো নাম ও Organization Private দিন সাথে ডাউনলোড করা প্রোডাক্ট কি টি দিন।
এর পর আপনাকে Successfully Massage দিবে। এর পর ফিনিশ বাটন এ ক্লিক করুন।
এর পর এটি ফুল ভার্সন হয়েছে কিনা তা চেক করতে Help &support এ ক্লিক করুন নিচের মত উইন্ডো আসবে।
এই খানে About এ ক্লিক করুন ।
আপনি আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।
এই টিউন টি আগে আমার ব্লগ এ প্রকাশ হয়েছে।
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
dhonnobad, pc cleaner pro eta ki avg er chaite valo? ar ami ekta tune korte chai, bt kon option e jabo bujhtechi nah, link dite paren