যারা নতুন এন্ড্রএড ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্ট। না দেখলে আপসোস!!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

এই যুগে সবার হাতে হাতে এখন কোন মোবাইল? অবশ্যই এন্ড্রয়েড মোবাইল। তাই এই মূহুর্তে যারা এখনো কিনেন নাই কিন্তু কেনার কথা ভাবছেন তাদের জন্যই আমার এই পোস্ট টা। আশা করি উপকারে আসবে।

১. প্রথমেই ভেবে দেখবেন আপনি কি ধরণের কাজে আপনার ফোন ব্যবহার করবেন। আপনি কি ফোন কল, ইমেইল চেক এসব কাজে ব্যবহার করবেন? নাকি গেম খেলার জন্য ব্যবহার করবেন? নাকি মুভি দেখার শখ আপনার? নাকি বই পড়েন আপনি? নাকি ছবি তোলায় আগ্রহ আছে আপনার।এসব বিষয় ভেবে দেখুন। আপনি যদি মুভি দেখতে ভালোবাসেন তবে আপনার জন্য বড় স্ক্রিনের স্মার্টফোন বেশ ভালো হবে। আর বই পড়ার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আবার ক্যামেরা পছন্দ করলে আপনি সনি সিরিজের সেট গুলো দেখতে পারেন কারণ এদের ক্যামেরার মান বেশ ভালো।

২. আপনি যদি ভালো ব্যাটারি ব্যাক আপের সেট চান তবে খেয়াল রাখতে হবে আপনার স্ক্রিন যত বড় হবে বা আপনি যত বেশী হেভি অ্যাপস ব্যবহার করবেন তত আপনার চার্জ বেশী ফুরাবে। তাই খেয়াল করতে হবে ব্যাটারির ক্যাপাসিটি কত দেয়া আছে সেটা সব কিছুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। আপনি ব্যাটারির mAh দেখে বুঝতে পারবেন কোনটার ক্যাপাসিটি কেমন।

৩. আপনি কিভাবে আপনার স্মার্টফোন ব্যবহার করবেন বা আপনি কি রকম প্রোফেশনে আছেন তার উপরেও স্মার্টফোন কেনা নির্ভর করতে পারে। আপনি যদি বেশীর ভাগ সময় বাইরে থাকেন বা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় এমন কাজ করেন তবে গরিলা গ্লাস আছে এমন ফোন কেনা আপনার জন্য ভালো কারণ এতে করে আপনার স্ক্রিনের উপরে দাগ পড়বে না। আর যেসব ফোনের বিল্ড কোয়ালিটি স্ট্রং সেসব ফোনের দিকে যাওয়া উচিত আপনার।

৪. আপনার যদি ইচ্ছা থাকে আপনার ফোন এর অপারেটিং সিস্টেম আপনি আপডেটেড রাখবেন তবে যেকোন সেট কেনার আগে জেনে যাবেন তার আপডেট হবে কিনা সামনে। নরমালি গুগলের নেক্সাস ফোন গুলো দ্রুত আপডেট হয় অন্যান্য ফোনের আগেই। আর আপডেট করার ইচ্ছা থাকলে কখনোই অনেক আগের ভার্সনের অ্যান্ড্রয়েড কিনবেন না। সব সময় চেষ্টা করবেন বাজারে লেটেস্ট যে অ্যান্ড্রয়েড এর ভার্সনটা আছে সেটা কেনার জন্য। এতে করে পরের ভার্সন বের হলে সেখানে যাওয়া আপনার পক্ষে সহজ হবে।

আজ আর না। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। খোদা হাফেজ।

Level New

আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoysa …….chalia jan

ভাল হয়েছে। তবে বাজেট এর মধ্যে ভাল মোবাইল সাজেস্ট করলে আরও ভাল হত

ধন্যবাদ পোস্টের জন্য ।