বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি পবিত্র ঈদুল আযহা আপনাদের সকলের ভালো কেটেছে। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদেরকে একটি ট্রিক্স শিখাব। যারা জানেন তাদেরকাছে ক্ষমা চাইছি। এটা যারা জানেন না তাদের জন্য। অবশ্য টেকটিউনসে এটা নিয়ে আগে কোন টিউন হয়েছে কিনা তা আমি জানি না। এবার কাজের কথায় আসি।
আপনারা অনেকে নোকিয়ার সিম্বিয়ান সিরিজের মোবাইল ব্যবহার করেন। অবশ্য অ্যান্ড্রয়েড ফোনের চাপে তা অনেক কমে গেছে। তারপরও অনেকে এখনো সিম্বিয়ান মোবাইলগুলো ব্যবহার করেন। নোকিয়ার সিম্বিয়ান সিরিজের মোবাইগুলোর সুন্দর অপারেটিং সিস্টেম এবং বিস্তৃতভাবে ব্যবহারের সুযোগ থাকার কারণে অনেকেই এখনো এ মোবাইলগুলো ব্যবহার করে থাকেন। কাজের প্রয়োজনে আমরা অনেকেই মোবাইলে Youtube এর মোবাইল অ্যাপটি ব্যবহার করে থাকি। এরফলে অনেকটা বাফারিং ছাড়াই মোটামুটি ভালোভাবে ভিডিও দেখা যায়। অন্তত ওয়েবসাইট থেকে সরাসরি ভিডিও দেখার চেয়ে এই অ্যাপটি ব্যবহার করে ভিডিও দেখা অনেকগুণে ভাল। আবার ডাটাও কম কাটে। কিন' সম্প্রতি এই অ্যাপটি মোবাইলে ইনস্টল হলেও তা চালানো সম্ভব হচ্ছে না। কারণ, এটি চালু করলেই তা ইন্টারনেট কানেকশন দিতে বলে। কানেকশন দেয়ার পরও এটি Error, Could not Connect নামে একটা মেসেজ শো করে। যা অত্যন্ত বিরক্তিকর।
আজকে আমি আপনাদেরকে এর সমাধান দিব।
এর জন্য প্রথমে আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে। ভয় পাবার কারণ নেই। এর সাইজ মাত্র ৩০-৩৫ কেবি এর মধ্যে। আমি আপনাদেরকে সরাসরি কোন ডাউনলোড লিংক দিচ্ছি না। আপনারা গুগলে 2000FBBA লিখে সার্চ দিলে অসংখ্য লিংক পাবেন। যে কোন একটি লিংক থেকে 2000FBBA নামের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর তা একটি ফোল্ডারে এক্সট্রাক্ট করে রাখুন।
এবার আপনার মোবাইলে যদি X-Plorer সফটওয়্যারটি থাকে তবে তা ওপেন করুন। না থাকলে নিচের লিংক থেকে তা ডাউনলোড করে নিন।
একটি কথা বলা হয়নি। নিশ্চয় আপনার মোবাইলে আগে থেকে Youtube ইনস্টল করা আছে। যদি না থাকে সবার আগে তা ইনস্টল করে ফেলুন। মনে রাখবেন তা যেন মেমোরি কার্ডের মধ্যে ইনস্টল করা হয়।
হ্যাঁ, এবার X-Plorer ওপেন করুন। সেখান থেকে প্রথমে E: তে প্রবেশ করুন। এরপর সেখানে Private নামে একটি ফোল্ডার দেখবেন। এবার সেটা ওপেন করুন। এবার সেখান থেকে 2000FBBA নামের ফোল্ডারটি বের করুন এবং ওপেন করুন। অর্থ্যাৎ পুরো এড্রেসটা হবে এরকম ‘E:\Private\2000FBBA’। এবার প্রথমে যে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করেছেন তার `res' নামের ফাইলটি বাদ দিয়ে বাকি সবগুলো ফাইল কপি বা মুভ করে একটু আগে যে ফোল্ডারটির এড্রেস দিলাম তাতে পেস্ট করুন। আপনাকে হয়ত একটা মেসেজ দেখানো হবে। যদি দেখায় তাতে overright all লেখায় ক্লিক করুন। এবার ফাইলগুলো এ ফোল্ডারে overright হবে।
আরেকটা কথা বলে রাখি এই কাজটা আপনার পিসিতেও করে ফেলতে পারেন। যাদের পিসি নাই তারা উপরের নিয়ম অনুযায়ী করলে হবে। পিসির ক্ষেত্রেও একই নিয়ম। শুধু মেমোরি কার্ডটা কম্পিউটারে লাগিয়ে সেখান থেকে ‘E:\Private\2000FBBA’ এড্রেস অনুযায়ী ফোল্ডারটি খুঁজে বের করে সেখানে এক্সট্রাক্ট হওয়া ফাইল গুলো করে রাখুন। তবে অবশ্যই `res' ফাইলটি বাদে।
এটা চোখের ফলকে হয়ে যাবে।আর কিছু করতে হবে না। যদি পিসি দিয়ে কাজটি করেন তবে কাজ শেষ হলে মেমোরি কার্ডটি পুনরায় মোবাইলে লাগিয়ে ফেলুন। কাজ শেষ এবার ইউটিউব অ্যাপটি ওপেন করুন। দেখবেন কোন সমস্যা নেই। তারপরও কোন সমস্যা হলে জানাবেন। তো আরকি? এবার মনের আনন্দে ইউটিউব ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।
আমি নাদিমুল হক জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত ঝামেলার দরকার নেই 😀 জাস্ট এখান থেকে প্যাচ ফাইল টা ডাওনলোড করে ইন্সটল দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে youtube-patch.sis