যেকোন Image থেকে Text আলাদা করুন এক্কেবারে সহজে। সম্ভবত মেগা হট টিউন !!!

আজ নিয়ে এলাম সত্যিই কাজের একটি পোস্ট। আমি ভালোভাবেই জানি অনেকেরই এই ট্রিকসটি কাজে লাগবে। আমাদের মাঝে মাঝেই কোন একটি ইমেজ থেকে লেখাগুলো টেক্সট আকারে নেওয়ার প্রয়োজন পড়। কিন্তু প্রয়োজন পড়লেই কি আর চলে? একটি ইমেজ থেকে কোন লেখা কপি করার কি খুব সহজ কোন উপায় জানা আছে আপনাদের? কারণ ইমেজ থেকে লেখা নিতে হলে তা দেখে দেখে আমাদেরকে টাইপ করে নিতে হয়। এতো কষ্ট কি ভালো লাগে? আপনারাই বলুন? বহুদিন থেকে এর সুরাহা খুঁজছিলাম। ইন্টারনেটে তো অনেক টিউটোরিয়ালই পাওয়া যায়। কিন্তু কতটাই আর কাজের? আজ সবশেষে পেয়ে গেলাম সেই কার্যকারী সমাধান। খুঁজে পেলাম GT Text নামের একটি ১৩ মেগাবাইটের একটি ফ্রি সফটওয়্যার। সবচেয়ে বড় কথা হল এটি সম্পূর্ণ একটি ফ্রি সফটওয়্যার। তাই ট্র্যায়াল বা আপগ্রেডের কোন ঝামেলা নেই। নিজে কিছু ইমেজ থেকে টেক্সট কপি করার পর আপনাদের সাথে শেয়ার করছি এর সম্পূর্ণ টিউটোরিয়াল সেটাও আবার স্ক্রিনশট সহ। তাঁর আগে কিছু কথা জেনে রাখুন এই সফটওয়্যার সম্পর্কে। এই সফটওয়্যার কিন্তু শুধু ইংরেজী টেক্সটই কনভার্ট করতে পারবে। তাই আবার বাংলা টেক্সট কপি করতে গিয়ে বিফল হলে কিন্তু আমার দোষ নেই। নিশ্চয়ই জানেন ইমেজ থেকে টেক্সট কপি করা মুশকিল। তাঁর উপর কম্পিউটার একটি হল যন্ত্র। সে তো ইমেজের ভিতর টেক্সট খুঁজে বের করে আন্দাজের উপর। তাই সহজ সরল ইমেজ ফাইল থেকেই সফটওয়্যারটি টেক্সট আলাদা করতে পারবে। বিভিন্ন ডিজাইন, স্টাইল এবং বিকৃত টেক্সট কনভার্ট করতে হয়ত সফটওয়্যারটি বেকায়দায় পড়তে পারে তাই সেই দায় আমার উপরে দিবেন না। এখন চলুন টিউটোরিয়াল এ চলে যাই।

  • প্রথমে ডাউনলোড করে নিন GT Text সফটওয়্যার। ডাইরেক্ট ডাউনলোড লিংক
  • এরপর সফটওয়্যারটি ডাউনলোড করে সঠিক নিয়মে ইন্সটল দিন।
  • ইন্সটল হওয়ার পর সেটি ওপেন করুন।
  • File মেন্যু থেকে New Project ক্লিক করুন।

  • যে ইমেজ থেকে টেক্সট আলাদা করতে চান সেই ইমেজ সিলেক্ট করে ওপেন করুন।

  • এবার ক্রপ করার মত করে ইমেজের ভিতরে যে জায়গার লেখাগুলো টেক্সট আকারে নিতে চান সেটুকু টেনে সিলেক্ট করে দিন।

  • এবার দেখবেন একটা ছোট উইন্ডো আসবে। সেখানে আপনার সেই কাঙ্ক্ষিত টেক্সটটুকু এসেছে। এখন Continue বাটনে ক্লিক করুন।

  • সেই লেখাটুকু এখন কপি হয়ে গেছে। তাই জলদি করে একটা নোটপ্যাড ওপেন করে পেস্ট করুন। দেখবেন সেই লেখাটুকু চলে এসেছে।

কি ভালো লেগেছে?  আশা করি ভালো লেগেছে। ইমেজ থেকে টেক্সট আলাদা করতে পারলেন কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ। পোস্টটি আমার ব্যক্তিগত ব্লগের এখানে প্রকাশিত। সৌজন্যেঃ সমাধান এসএমএস ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

Level 0

বাংলা লেখা কি আলাদা করতে পারে

Eta kon kon language detect korte parbe ?????

Level 0

Is not a valid win32 application dekhay .

    @Blackdipon: ঠিক কি সমস্যা হয়েছে বুঝলাম না। আপনার কম্পিউটারের কোন সমস্যা হয়ত। আমার কোন সমস্যা হয়নি।

@ব্লগার মারুফ: ভাই এত কষ্ট করার দরকার কী ? Microsoft OneNote সফটওয়্যার যদি থাকে তবে তাতে ইমেইজ ওপেন করে ,রাইট বাটন ক্লিক করলেই দেখতে পারবেন 1ম অপশনটি হচ্ছে Image 2 Text কনভার্ট করার অপশন :p

    @Tanzidul Islam: ভাইজান, কোন জায়গায় যাওয়ার অনেক অনেক রাস্তা থাকে। আমার কাছে এই রাস্তা ভালো লাগছে তাই লিখছি। আরও তো অনেক রাস্তাই আছে। তাইনা? সেটাই স্বাভাবিক। আপনি এক কাজ করেন, Microsoft OneNote নিয়ে একটা টিউন করে ফেলেন। তাহলে অনেকেই সেটা জানতে পারবেন। 😛

অনেক সুন্দর একটা পোস্ট করছেন পরে ভাল লাগলো। ভাই আআমার একটা ব্লগ আছে দেখবেন প্লিজ http://saiftechtunesblog.blogspot.com

Level 2

কাজ টা মাইক্রোসফট অফিস ২০১০ দিয়েও করা যায়।হাউএভার নতুন কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ!