স্বাগতম আজকের টিউনে। আজ যেই বিষয়ে টিউন করব তা হয়ত অনেকেরই জানা। কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমার আজকের টিউন।
হলিউডের ইংলিশ মুভি দেখলে অনেকেরই একটা সমস্যায় পড়তে হয়। আর তা হল তাদের কথা ঠিকঠাক মত না বোঝা।
আরে আরে রাগ করছেন কেন? আমি কি এটা বললাম নাকি যে আপনি ইংরেজি পারেন না!!
আমি তো আমার কথা বলছি। যানেন তো? আমি কিন্তু ইংরেজি তে খুব একটা পারদর্শী নই। কিন্তু হলিউডের মুভিগুলো না দেখেও থাকতে পারি না। 🙁 যার জন্য আমি ভাবলাম যদি ছবিগুলো তে যদি বাংলা সাবটাইটেল লাগানো যেত, তাহলে আর কোন সমস্যা থাকত না। 😀
অনেক খুঁজে এর সমাধান পেলাম। কিন্তু আপনাদের যেন একই সমস্যায় পড়লে কষ্ট করতে না হয় সে জন্যই আমার আজকের টিউন।
আসুন শুরু করা যাক।
প্রথমেই গুগল মামার থেকে আপনার পছন্দের মুভিটার বাংলা সাবটাইটেলটা নামিয়ে নিন।
এটুকু কষ্ট আপনাকে স্বীকার করতেই হবে। কারণ, আমি তো আর জানিনা আপনি কোন মুভিটির সাবটাইটেল খুঁজছেন!! :-p
অবশ্য গুগল থেকে খুঁজে বের করতে কোন সমস্যা হওয়ার কথা না।
খুঁজে পেলে সেটা নামিয়ে নিন। ফাইলটি সাধারণত জিপ করা থাকে।
জিপ ফাইলটিকে extract করলে আপনি সাবটাইটেলটা পাবেন। এটা .srt ফরম্যাটে থাকে।
এবার আসুন দেখি এটাকে কিভাবে আপনার মুভির সাথে সংযোগ করবেন।
প্রথমেই মুভিটি আলাদা একটা ফোল্ডার খুলে সেটায় রাখুন। এখানে আমি উদাহরণ হিসেবে matrix reloaded মুভিটি ব্যবহার করছি।
তারপর extract এর পর যে ফাইলটা পেয়েছেন তা ওই ফোল্ডারে রাখুন।
তারপর ওটা মুভির নামে নাম দিয়ে রিনেম করুন।
কাজ শেষ!! কি বিশ্বাস হচ্ছে না?? :-p কিন্তু এটা আসলেই এতটাই সহজ।
আসুন এবার দেখি কাজ করে কিনা? 😀
এইতো হয়ে গেল। কিন্তু লেখা না এসে বক্স আকারে আসছে কেন!! 😮
ওহ! ভুলে গিয়েছিলাম vlc player বাংলা সাপোর্ট করে না। km player ব্যবহার কুরবেন। 😀
হ্যাঁ! এবার হল।
আপনাদের জন্য কিছু জনপ্রিয় মুভির সাবটাইটেল দিয়ে দিলাম। 😀
এবার দেখতে থাকুন হলিউড মুভি বাংলা সাবটাইটেল এ।
সৌজন্যেঃ পাঠক লাইব্রেরী ডট ব্লগস্পট ডট কম
আমার আগের টিউনসমূহ দেখুন।
২০১০,২০১১,২০১২ সালের এস.এস.সি তে জি.পি.এ ৫ প্রাপ্তদের আগামী সিম দেবে টেলিটক
এখন থেকে কম্পিউটার খুললেই আপনাকে স্বাগতম জানাবে... আপনার পি.সি 😀 (In detail)
আমি সাকিব হাসনাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এন্ড্রয়েডের জন্য কি কোন সাবটাইটেল আছে।