যারা avast (Uninstall)করতে পারচেন না

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌ তালার রহমতে সবাই ভালো আছেন।

আপনার কাছে আগের avast আসে কিন্তু মেয়াদ শেষ নতুন টা সেটআপ দিতে পারছেন না।এজন্য আগের avast টা রিমুভ করতে হবে।কিন্তু Uninistall a Program এ দেকছেন avast সেটআপ দেয়া নেই।

এজন্য আগের যে avast টা সেটআপ দিয়েছিলেন সেটাতে ডাবল ক্লিক করুন।

এবার Unistall এ যান।Yes করুন।

কাজ শেষ হলে রিস্টার্ট করুন।

এবার নতুন avast সেটআপ দিলে এটার মেয়াদ ও ৩০ দিন হবে।

ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
বি:দ্র:শুধু তাদের জন্য যাদের জানা নেই

😆 ফেসবুকে আমি 😆

Level 0

আমি মোঃখায়রুজ্জামান বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 461 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বাপ্পি, পুরো নাম মোঃখায়রুজ্জামান বাপ্পি।সাধারন মানের একজন মানুষ,ভুল করি, ভুল স্বীকার ও করি। নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না খুব একটা মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে। ব্লগে তেমন লিখা হয়না। অনেক অনেক প্রিয় মানুষেরা লিখেন এখানে সেখানে… চেস্টা করি পড়তে। মাঝে মাঝে খেয়াল চাপে কিছু একটা লিখি। খুব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আভিরা অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে কী একই নিয়ম প্রযোজ্য? মোঃখায়রুজ্জামান বাপ্পি