বিশ্বের যেকোন প্রান্ত থেকে নিয়ন্ত্রন করুন আপনার বন্ধুর কম্পিউটার, টিম ভিওয়ার Team viewer অথবা Ammyy সফটওয়ার এর মাধ্যমে!

প্রথমে আমি টিম ভিউয়ার সম্পর্কে আলোচনা করি।

প্রায়ই হয়বা আপনি কম্পিউটারে এমন কোন সমস্যায় পড়েন, যার সমাধান আপনার জানা থাকেনা, তখন বসে বসে  ভাবেন “ইস্ কেউ যদি সহায্য করত” ফলে আপনি ফোন দেন আপনার কম্পিউটার ভাল জানা কোন বন্ধুকে। কিন্তু কি দু:খের বিষয় আপনি ভালভাবে সমস্যা বর্ণনা করেতে না পারায়, ফোন বিলই শুধু খরচ হয়, কিন্তু সমাধান আর হয় না।

তাই বর্তমান প্রযুক্তিবিদগণেরা এই সমস্যার কথা চিন্তা করেই তৈরী করেন TeamViewer Software (টিম ভিওয়ার)। যা Remote Access এর মাধ্যমে অর্থাৎ দূর হতেই আপনার অথবা আপনার বন্ধুর কম্পিউটর Access করতে পারবেন।

এর জন্য অবশ্যই দুটি কম্পিউটারেই TeamViewer Software ইন্সটল করতে হবে। একই ভার্সন হলে ভাল হয়।

আসুন জেনে নিই কিভাবে TeamViewer Software ইন্সটল করবেন এবং ব্যবহার করবেন।

আমার সাথে সাথে নিচে দেয়া ধাপগুলো অনুসরণ করুন:

০১. প্রথমেই আপনার এবং আপনার পার্টনারের কম্পিউটারে TeamViewer Software ইন্সটল করুন। [software download link : Click This Link]

দুই কম্পিউটারে TeamViewer Software ইন্সটল এর পর:

০২. TeamViewer Software দুটি কম্পিউটারেই ওপেন করুন।

০৩. ID এবং Password পাবেন, দুটি কমিপউটারেই, নিচে দেয় বক্সটি আসবে:

TeamViewer_Screenshot_on_a_machine_running_Windows_8

০৪. আপনি আপনার বন্ধুর কম্পিউটারের ID জেনে নিন এবং নিচে দেয় বক্সটিতে টাইপ করে “connect to partner” বাটনে click করুন। (remote support এ যেন দেয়া থাকে)

০৫. এরপর আরেকটি বক্স আসবে সেখানে আপনার বন্ধুর কম্পিউটারের Passwordটি বসিয়ে (অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন Passwordটি) বক্সটির বামের বাটনে click করে আপনার বন্ধুর PCকে connect করুন।

দেখবেন আপনার PCর মনিটরে আপনার বন্ধুর PCর মনিটরটি আসবে।

আর আপনি তখন অতি সহজেই আপনার বা আপনার বন্ধুর PCটি বিশ্বের যেকোন প্রান্ত থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

এবার Ammyy সফটওয়ার টি সম্পর্কে বলিঃ-

 

আশা করি বেশি কিছু বলতে হবে না এই সফটওয়ার সম্পর্কে। খুব সহজ কার্যপদ্ধতি। আপনি নিজেই বুঝতে পারবেন। কোন প্রকার রেজিস্টেশন করার ঝামেলা নেই। শুধু সফটওয়ার টি ডাউনলোড করুন এবং চেস্টা করুন।

Ammy

যদি কোন প্রকার সমস্যা হয় টিউমেন্ট করে জানাবেন।

নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম। আপনি যে ফরম্যাট টা ডাউনলোড করবেন আপনার বন্ধুকেও সেই একই ভার্সন টা ডাউনলোড করতে বলবেন।

ডাউনলোড লিঙ্ক

Ammyy সফটওয়ারটির কাজ এত বেশি সহজ যে আপনাকে বলে বুঝাতে পারব একমাত্র ফাইল টি আপনি ব্যবহার করলে।

যাই হোক আজকের মত এখানেই ইতি টানছি।

যদি কোন প্রকার সমস্যা হয় অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।

আপনাদের সময় থাকলে আমার নতুন ব্লগ টি ঘুরে আসতে পারেন।

টেকডায়রী২৪

Catch ME @ Facebook.Com/MobileWorm

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি MobileWorm। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Lad..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও এই ব্যাপারটা পুরতন টার পর ও পড়ে ভাল লাগল । নতুন কিছু নিয়ে লেখার চেষ্টা করুন

Level 2

থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট!!!

Level 0

এই দুই সফটওয়্যার ছাড়া কি অন্য কোন সফটওয়্যার নেই…? থাকলে জানাবেন প্লিজ।

Level 0

nice post

Show may pc ata o Desktop shearing Soft.