ডাউনলোড বা শেয়ারিং সাইটের বিরক্তিকর Ads ও Pop-Up থেকে খুব সহজেই মুক্তি পেতে চান?? || কোন অ্যাডন্স-সফটওয়্যার ছাড়াই ঝামেলামুক্ত ১০০% কার্যকারী-পরীক্ষিত উপায়!!!

আসসালামু আলাইকুম,

সবাইকে প্রথমেই আমার শুভেচ্ছা রইলো। আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে ছোট্ট তবে বিশাল কর্ম সাধনের একটা ট্রিক্স শেয়ার করবো। সেটা হল কিভাবে ডাউনলোড সাইট বা লিঙ্কের বিরক্তিকর Ads ও Pop-Up থেকে খুব সহজেই বন্ধ করা যায়। আশা করি আপনাদের ভাল লাগবে।।

সবাই কোন কিছু  শেয়ার কিম্বা ডাউনলোড করার জন্য বিভিন্ন সাইট ব্যবহার করি। কিন্তু এসব সাইটে প্রচুর পরিমানে অ্যাডস বা বিজ্ঞাপন থাকে, ফলে আপনি যেমন বিরক্তবোধ করেন, তেমনি আপনার ইন্টারনেট মেগাবাইট সাই-সাই করে চলে যায়। তার ওপর ওসব সাইটে থাকে প্রচুর পরিমানে Pop-Up Ads, এটি হল কোন লিঙ্কে ক্লিক করলে অ্যাডস ের অন্য একটি উইন্ডো ওপেন হওয়া আর মুহূর্তেই আপনার ইন্টারনেট মেগাবাইট খাইয়া হজম করে। এতে সবার কাছে অনেক ঝামেলাপূর্ণ বিষয়। তবে আপনি মোজিলা ফায়ারফক্সে ডাউনলোড বা শেয়ারিং সাইটের বিরক্তিকর Ads ও Pop-Up থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন ছোট্ট একটি কাজের মাধ্যমে।

Ads stop by AKASH

আজ আপনাদের ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে শেখাবো কিভাবে ডাউনলোড বা শেয়ারিং সাইটের বিরক্তিকর Ads ও Pop-Up থেকে পরিত্রাণ পাবেন। এই পদ্ধতি খুবই সহজ!!! কোন অ্যাডন্স-সফটওয়্যার প্রয়োজন হবে না, তাই বেশি ঘাবড়াবেন না। শুধু চুপচাপ নিচের কার্যকারী-পরীক্ষিত উপায়টা অনুসরণ করুন——-

১.প্রথমে Firefox>Options>Content এ ঢুকুন।

1

২. Content থেকে নিচের ছবির মত ২য় ‘Exceptions…’ এ ক্লিক করুন।

2

৩. ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে।

৪. এখন আমাদের দরকার ডাউনলোড বা শেয়ারিং সাইটের URL, যেটাতে আপনি বিরক্তিকর Ads ও Pop-Up বন্ধ করতে চান। এখন এখানে আপনি শুধুমাত্র ডাউনলোড বা শেয়ারিং সাইটের নাম দিবেন। প্রচুর সাইট আছে, উদাহরণস্বরূপ আমরা http://www.mediafire.com/  কে বেছে নেব। আর এই সাইট থেকে আপনারা সবচেয়ে বেশি ডাউনলোড করেন কি না!!!

3

৫.  এখন URL বসিয়ে Block এ ক্লিক করুন।

৬. কাজ হয়ে গেলে Close করুন এবং ফায়ারফক্স রিস্টার্ট দিন।

৭. ব্যাস কাজ হয়ে যাবে!! এখন আপনি মিডিয়া ফায়ার (http://www.mediafire.com/) এর যেকোনো ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারবেন, তাও আবার বিরক্তিকর Ads ও Pop-Up অ্যাডস থেকে মুক্ত হয়ে! সফলভাবে পদ্ধতি অনুসরুন করলে, পরবর্তী ডাউনলোড পেজএর Ads মুক্ত অবস্থা দেখলে আপনার মুখ হা হয়ে যেতে পারে। একেবারে আকাশ-পাতাল পার্থক্য! এভাবে আপনি শুধু মাত্র শেয়ারিং সাইটের বিরক্তিকর Ads বন্ধ করতে পারবেন।

এরকম আরও সাইট হল– http://uppit.com , http://www.sharebeast.com , http://www.ziddu.com , http://www.4shared.com ইত্যাদি আরও অনেক সাইট রয়েছে, যেগুলো অ্যাডস দিয়ে ভর্তি! আপনি একই ভাবে ওইসব সাইটের বিরক্তিকর Ads বন্ধ করতে পারবেন।

আজ এই পর্জন্তই,

ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আগামী টিউন এ আপনাদের জন্য নতুন কিছু আনবো

এই মনে করে আজ বিদায়...

দেখা হবে আগামী টিউন এ,এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি।

সময় পেলে আমার সাইট এ ঘুরে আসতে এখানে ক্লিক করুন

Level 0

আমি আলইসলাম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ।

Thanks 4 tips.