প্রথমে Analyze Disk ক্লিক করুন .এটা Hard Disk এর Size অনুযায়ী সময় নিতে পারে .শেষ হলে আপনার Disk কত পার্সেন্ট Analyze হয়েছে সেটা দেখাবে।
Analyze হবার পর defreg এ ক্লিক করুন। আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা সময় লাগতে পারে ।
এই সফটওয়্যারটি তে আর একটি ফিচার সম্পর্কে আলোচোনা করবো। আপনার হার্ডডিস্ক এ কোন Error আছে কিনা তা চেক করার জন্য Action -Advanced-check drive for Error ক্লিক করুন।
এইভাবে প্রতিটি ড্রাইভ Advanced-check drive for Error & Analyze এবং Defrag করুন। ১০০% হলে ক্লোজ করে দেন। সপ্তাহে একদিন এই কাজ টি করুন এতে আপনার হার্ডডিস্ক এবং পিসির সিস্টেম পারফর্মেন্স ভালো থাকবে।
যারা এর আগের পর্ব টি দেখেন নি তারা এই খানে গিয়ে দেখে আসুন ।
আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।
Thanks.