আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর পারফরমেন্স বাড়ানোর জন্য সফটওয়্যার মেইনটেন্যান্স টুলস । একদম নতুন দের জন্য পর্ব -১

আমরা সকলেই জানি যে নতুন কম্পিউটার কেনার পর বা নতুন করে উইন্ডোজ সেটাপ দেবার পর উইন্ডোজ এর পারফরমেন্স অনেক ভালো থাকে ।কিন্তু আস্তে আস্তে পিসি এর পারফরমেন্স অনেক খানি কমে যায়। পিসি এর পারফরমেন্স ভালো রাখার জন্য নিয়মিত যে কাজ গুলো করবেন টা নিচে বিস্তারিত দেয়া হলঃ

আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর পারফরমেন্স বাড়ানোর জন্য যে কাজ গুলো করবেন কীবোর্ড এ উইন্ডোজ আইকন + R বাটন এ ক্লিক করবেন

 

একটি রান বক্স আপনার সামনে আসবে । এই খানে Prefetch,Temp,%Temp%,Recent লিখে এন্টার দিবেন নিচের মত একটি উইন্ডো ওপেন হবে
CTRL+A  দিয়ে সিলেক্ট করে ফাইল গুলো ডিলিট করে দিন । একই ভাবে Temp,%Temp%,Recent লিখে  Run Box এ এন্টার দিয়ে যে ফাইল গুলো আসবে সেইগুলো ডিলিট করুন।সব শেষ এ  Run Box  এ Tree \  লিখে এন্টার দিন ।
এর পর যে বিষয় টি নিয়ে আলোচনা করবো তা হল View Event Logs এইখানে  অনেক গুলো উইন্ডোজ এর Logs system,security system etc। ফাইল জমে থাকে যা পিসি Slow করে দেয়  View Event Logs। এ যেতে উইন্ডোজ এর সার্চ বার এ গিয়ে  View Event Logs নামে সার্চ  দিলে । নিচের মত একটি উইন্ডো আসবে।
এইখানে  Windows Logs এ ক্লিক করে Application,Security,setup,system একটি  করে  সিলেক্ট  করে  Action এ গিয়ে Clear log এ গিয়ে clear চাপুন। আর পর উইন্ডোটি  ক্লোজ করুন।
এর পর যেই বিষয় টি নেয়ে আলোচোনা করবো তাঁর নাম হল Disk Clean up,Error Checking।
Disk Cleanup: আপনার প্রতিটি হার্ডড্রাইভ পার্টিশনকে ক্লিন করে   Disk Clean up  করার জন্য hard drive এর উপর রাইট ক্লিক করুন।নিচের মত একটি উইন্ডো আসবে
 এইখানে Disk Cleanup e ক্লিক করুন । দেখবেন নিচের মত উইন্ডো আসবে এটি Cancel করবেন না।
এর পর নিচের মত আরও একটি উইন্ডো আসবে এইখান থেকে আপনি  Download Program ছাড়া সব সিলেক্ট করে ওকে বাটন এ ক্লিক করুন।
এর পর দেখবেন ফাইল গুলো ডিলিট হুচ্ছে।
একই ভাবে Clean up system files টি ও ডিলিট করুন।
Error Checking আপনার হার্ডডিস্ক এ Error আছে কিনা তা কিভাবে চেক করবেন।প্রথমে হার্ডড্রাইভ এর উপর রাইট
ক্লিক করুন। এইখানে Tool মেনুতে ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো আসবে।
এই খানে Check বাটন এ ক্লিক করুন।নিচের মত উইন্ডো আসবে।
এইখানে Scan Drive এ ক্লিক করুন। এর পর দেখবেন নিচের মত  Error Checking এর কাজ চলছে।
এটি হবার পর আপনাকে Windows successfully scanned the drive.No error were found নামে একটি successfully Massage দিবে। যদি Error থাকে তাহলে তা দেখাবে।
 নিয়মিত এইসব কাজ করলে আপনার পিসি বা ল্যাপটপ এর  পারফরমেন্স অনেক খানি বেরে যাবে।যদিও Error Checking  কাজ টা Defraggler খুব সুন্দর ভাবে করা যায়। এর পরের পর্বে আমি ডিস্কডিফ্রাগমেনট  নিয়ে আলোচনা করবো। সাথে থাকুন।ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে।

এই টিউন টি আগে আমার ব্লগ  প্রকাশ হয়েছে।

ফেসবুক এ আমি

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস