কয়েক মাস পরে টেকটিউন্সের জন্য লিখছি। আশা করি আমার আবারো টেকটিউন্সে নিয়মিত টিউন করতে উতসাহিত করবেন। যাহোক কখা বাড়াবো না। মুল কথা ফিরে আসি।
গতকাল রাতে রিয়া আপুর ব্লগে ভিজিট করলাম ফেসবুকে ওনার ব্লগের একটি পোষ্টের লিংক ধরে। অনেক তথ্য সম্পূর্ন পোস্ট পড়লাম, কিন্তু, যখন মন্তব্য পোস্ট করে পেজটি রিলোড করলাম দেখি সেখানে একটি Comment Reply Button ব্যাপারটি দেখে আমি একটু অবাক হয়েছিলাম। কারন, এই পর্যন্ত কোন ব্লগার.কম এর ব্লগারের ব্লগে Comment Reply Button দেখি নাই। এমনিতেই আমি খুবই অনুসন্ধিত্সু মনা, কোন নতুন কিছু দেখলেই ওটার উপরে গবেষনা চালানোটাই আমার কাজ; তাই ব্যাপারটি নিয়ে রিয়া আপুকে আর ডিসটার্ব করলাম না, চলে গেলাম গুলল সার্চ এ। কয়েক মিনিটের মধ্যে পেয়ে গেলাম আমার অনুসন্ধানের ফলাফল। ব্যাস্ ! তা নিয়ে আজ সকালে আমার ব্যক্তিগত ব্লগে পোষ্ট দিয়েই বসে পরলাম টেকটিউন্সের জন্য লিখতে। আসলেই ব্যাপারটি সকলরে সাথে শেয়ার করার মত। তো চলুন এবার ...........
প্রধমেই এখানে থেকে Comment Reply Button Image ডাউনলোড করুন এবং আপনার হার্ডডিস্কে এক্সট্রাক করুন। যেকোন ইমেজ হোস্টেং সাইটে আপনার পছন্দের ইমেজটি আপরোড করুন। অথবা আমার আপলোড করা ইমেজ লিংকটিও ব্যবহার করতে পারেন। ইমেজ লিংকটি কপি করে সেভ করুন।
এবার কোড সেটআপের পালা----
আপনাদের যাদের ব্লগার.কম এ ব্লগ আছে তাতে লগইন করে DASHBOARD চলে যান্ সেখানে থেকে LAYOUT>EDIT HTML তারপর Expand Widget Templates এর টিক দিন। তারপর নিচের কোডটি খুজুন।
<b:include data='comment' name='commentDeleteIcon'/>
কোডটি পেয়ে গেলে তার ঠিক নিচে নিম্নের কোডটি স্থাপন করুন.....
এবার ছোট দুটি কাজ,
১. উপরের কোডটিতে যেখানে YOUR BLOG ID HERE লিখা, সেখানে আপনি যে ব্লগে Comment Reply Button টি স্থাপন করতে চান তার আইডটি রিখে দেন।
২. যেখানে YOUR REPLY BUTTON IMAGE URL HERE সেখানে Comment Reply Button এর লিংকটি লিখে দিন।
ব্যাস! এবার টেম্পেলটটি সেভ করুন এবং আপনার ব্লগটিকে লোড করুন। আপনার ব্লগের যে পেজে কমেন্ট আছে সেই পেজটি ভ্রমন করুন ...... দেখুন মজা।
ভাল থাকুন সুস্থ থাকুন। টেকটিউন্সের পাশে থাকুন।
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
হায় হায়!!!! শাওন ভাই দেখি খুবই সুন্দর টিউন করছে। জোস্ তো। আসলে রিয়া আপু সবাইকে খুব ভালবাসে এবং কেউ কোন সাহায্য চাইলে কোন সময় না করে নাই। সব সময় সম্ভ্যব্য সমাধান দিয়েছেন। ধন্যবাদ শাওন ভাই।