স্বাগতম আজকের টিউনে। আজ আপনাদের জন্য একটি টিপস নিয়ে হাজির হলাম। অনেকেই হয়ত এটা জানেন। কিন্তু আমার লেখাটা যারা জানেনা তাদের জন্য।
আসুন শুরু করা যাক। 😀 😀 😀
প্রথমে নোটপ্যাড ওপেন করুন। তারপর নিচের কোডটুকু কপি করুন...।
Dim speaks, speech
speaks="Welcome to your PC"
Set speech=CreateObject("sapi.spvoice")
speech.Speak speaks
আন্ডারলাইন করা অংশে আপনি যা বলাতে চান তা দিন। তারপর এটা যে কোনো জায়গায় সেভ করুন wellcome.vbs নামে। wellcome এর পরিবর্তে আপনি আপনার ইচ্ছা মত নাম দিতে পারেন। কিন্তু শেষে অবশ্যই .vbs দিতে হবে। তারপর My Copmputer এ যান। C Drive (যে ড্রাইভে উইন্ডোজ সেটাপ দেওয়া আছে) এ যান। তারপর user ফোল্ডার এ যান।
user এর ভেতর হতে আপনার username খুঁজে বের করুন। সেই ফোল্ডার এ ঢুকুন।
এখানে আমার username হল Boss। তাই আমি এই ফোল্ডারে ঢুকছি।
এবার appdata ফোল্ডারে ঢুকুন। কি হল! খুঁজে পাচ্ছেন না? আমিও পাচ্ছি না। দাড়ান দেখছি।
একদম উপরে বামপাশে দেখেন organize একটা অপশন আছে। ওটাতে ক্লিক করুন। এরকম এসেছে নাকি?
হুম। এরপর Folder and search options এ ক্লিক করুন। দেখুন এরকম একটা উইন্ডো আসবে।
general এর পাশের view অপশন এ ক্লিক করুন। এবার এটা আসবে।
এবার show hidden files, folders and drive এটাতে ক্লিক করুন।
এবার apply এ ক্লিক করুন। এবার দেখুন appdata নামে আরেকটি নতুন ফোল্ডার দেখা যাচ্ছে।
ওই ফোল্ডারে ঢুকুন। roaming ফোল্ডার খুঁজে বের করুন।
ওই ফোল্ডারে গিয়ে microsoft ফোল্ডার খুঁজুন।
microsoft ফোল্ডারে গিয়ে windows ফোল্ডার খুঁজুন।
windows এ যাওয়ার পর start menu তে যান।
start menu এর ভেতরে programs এ যান।
programs এর ভেতর থেকে startup এ যান।
তার ভেতরে wellcome.vbs ফাইলটা কপি পেস্ট করুন এবং ওপেন করুন এভাবে windows script host এর মাধ্যমে...।
এবার আপনার কম্পিউটার বন্ধ করে আবার চালু করুন অথবা রিস্টার্ট দিন। soundbox চালু রাখতে ভুলবেন না যেন। দেখুন কি হয়! সমস্যা হলে জানান।
আমার আগের টিউনটি দেখুন
IDM এর crack খুঁজছেন?? একটু এদিকে আসেন
সময় থাকলে একবার দেখে আসুন আমার ব্লগটি অবশ্যই টিউমেন্ট করে মতামত জানিয়েন। ব্লগটি একদম নতুন খুললাম। তাই আপনাদের মতামত জানতে চাচ্ছি 🙂
সৌজন্যেঃ পাঠক লাইব্রেরী ডট ব্লগস্পট ডট কম
আমি সাকিব হাসনাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।