এবার হ্যাক হল ইস্ত্রি ! দুই মিনিটেই আপনার কাপড় ইস্ত্রি দিন। বিদ্যুৎ থাকলেও না থাকলেও ।

আজ অনেক দিন পর আবার বান্দা হাজির হলো আপনাদের খেদমতে । বেচেলোর জীবনের সবচেয়ে বিরক্তিকর জিনিসটা কি জানেন ? কাপড় ধোয়া ! এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বিরক্তিকর। আমি অনেক হার্ড কাজ করতে পারুম মাগার কাপড় ধোয়া জিনিসটা পারুম না। বাংলাদেশ সরকার আমার মত ব্যাচেলরদের কথা চিন্তা ভাবনা করেই মনে হয় মিনিমাম বিয়ের বয়স কমাইছে। খবরটা শুনে আমি কিছুটা খুশি হলেও পুরোপুরি হতে পারি নাই ! কারন খুশি হওয়ার আগেই ভাবতে শুরু করি যে আমার তো এই বয়স অনেক আগেই পারায় গেছে। আম্মুকে সে দিন সরকারের বয়স কমানোর এই সিদ্ধান্তের খবরটা বলতে গিয়েও বলতে পারি নাই। ভাবলাম কি থেকে কি মনে করে বসে। আমি জাস্ট জিজ্ঞাস করলাম "আম্মু ঘরের কাজ কাম ঠিক ঠাক মত করতে পারছেন তো" উনি বলে "হো কাজের বুয়া হেল্প করে, এই রকম চলছে আরকি "
আমি কি শুনার জন্য কি জিগাইলাম আর উনি কি আন্সার দেয় । যাজ্ঞে বিইয়ের কথা বলতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম ।  কাপড় ধোওয়া আর কাপড় ইস্ত্রি দেওয়া বিষয়টা চা-বিস্কিট এর মত অপতপ্রত ভাবে জড়িত। তাই এত কথা চলে আসল।

হ্যাকিং নিয়া টিউন করলেই আমি যে জিনিসটা সবাইকে বলি সেটা হলো ওয়াট ইয হ্যাকিং ?
Answer:Hacking is the practice of modifying the features of a system, in order to accomplish a goal outside of the creator's original purpose.
- See more at: http://whatishacking.org/
হ্যাকিং মানে যে কোথাও নিজের ডিফেইস পেইজ বসিয়ে দেওয়া তা কিন্তু না। এই ধারনা আমারো ছিল , বাট এখন নাই। আমরা তো ইন্টারনেট মানে ফেইসবুক বুঝি আর হ্যাকিং মানে ওয়েবসাইট ডিফেসিং কে বুঝি। নো ব্রাদারয নো । Itz more then we think ।

অনেক সময় , কাপড় ভাঁজ করার এই বিরক্তিকর আয়োজনে না গিয়ে আমরা অগুছালো ভাবে কাপড় রেখে দেই। আমি আজ এইটার সমাধান দেব।

কি কি প্রয়োজন

১। কার্টুনের বাক্সো

২। ছুরি

নিচে আমি পিকচার সহ টিউট দিয়েছি ! আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না । {আমার সিম্ফনি w68 এর পিক আর কত ভাল হবে }

বাক্সটা এখন ভাঙ্গেন ।

ভাঙ্গার পর লাল অংশটুকু  ফেলে দিবেন।

এরপর

মাঝখানে আপনার কাপড় কতটুকু ভাঁজ হবে সেই হিসাবে কেটে ফেলবেন। এখন আপাতত আমাদের প্রস্তুতি শেষ। এবার আসল কাজ শুরু করি

এখন ঐ প্রস্তুত করা বাক্সে আপনার কাপড় রাখেন।

ডান বা বাম থেকে ভাঁজ করেন

দেখেন আপনার কাপড়ের হাফ ইস্ত্রি শেষ ।

আরো অর্ধেক শেষ ।

দেখেন এখন আপনার কাপড় ইস্ত্রি করা শেষ । মাত্র ২ মিনিটেই শেষ কাপড় ইস্ত্রি করা। আশা করি ভাল লেগেছে। ও আরেকটা কথা ! এটা স্ত্রী না ইস্ত্রি।  😆

(আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেক্টিউন থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই :-P )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন একটি পোস্ট, শেয়ার করার জন্য ধন্যবাদ। এমন সব পোস্ট করেন যেগুলো ভিমরী খাওয়ার মতো, এক কথাতে ইউনিক, অসাধান, কাজরে পোস্ট। ব্রাদার আপনার পোস্টগুলো কি আমার সাইটে পাবলিশ করতে পারি?? অবশ্য আপনার নাম ও সাইটের লিংক জুড়ে দিব।।

Level 0

এইডা কি হইল……………………………………………!!!

এইডা কি হইল……………………………………………!!!

আজব

কাপড় ভাঁজ করে বালিশের নিচে রেখে ইস্ত্রির কাজ করা রাসূল সাঃ এর সুন্নাত।

    @ওমর ফারুক: আমি তো সুন্নত নিয়ে কথা বলতেছিনা। আমি একটা ট্রিক দেখাইলাম

মাথা ঘুরে গেছে

কি আর কমু, লেখাটা পড়া শেষ করার পর মনে মনে গাইল্লাইয়া আপনার ১৪ গুষ্টি উদ্ধার কইরা ফেলছি। আপনাকে এই নোটিফিকেশনটা দেওয়ার জন্য কমেন্টটা করলাম…। আশা করি এইরকম টিউন আরো করবেন যাতে পুনরায় আপনার ১৪ গুষ্টি উদ্ধার করতে পারি 😀 ধন্যবাদ 🙂

    @আসিফ রেজা: আমারে কি গালি দিতেছেন !

দারুন 😛

সত্যি অদ্ভুত ! এও সম্ভব 😀