যাদের সবসময় হোস্টিং নিয়ে মাথা চুলকায় তাদের জন্য হাজির হলাম একটি কাজের পোস্ট নিয়ে। আমি নিজেও কিন্তু হোস্টিং নিয়ে মাথা চুলকাচুলকি করি। কারণ আমি নিজেই হোস্টিং বুঝিনা আপনাদের বুঝাবো কি? আজ ভাবছেন আমি নিজেই হোস্টিং বুঝিনা আবার আপনাদেরকে হোস্টিং বুঝাতে এসেছি কিভাবে? আরেহ ভাই আমি তো হোস্টিং বুঝাইতে আসি নাই। আমি একটা ছোট ট্রিকস নিজে জানার কারণে আপনাদের তা জানাতে এসেছি। এজন্য হোস্টিং এর জ্ঞান লাগে নাকি? তবুও টুকিটাকি জ্ঞান আছে। যাতে কেউ মূর্খ না বলতে পারে। তবে চলেন চলে যাই মূল কথায়। আজ নিজেই গুগলে সার্চ করছিলাম যে কিভাবে কোন সাইটের হোস্টিং প্রভাইডার অর্থাৎ সেই সাইট কোন ওয়েব হোস্টিং সেবা দাতা প্রতিষ্ঠানের কাছে হোস্টিং করিয়েছে। খুঁজতে খুঁজতে অনেক অনলাইন টুলস পাইলাম। খুঁজলাম বিভিন্ন ওয়েব সাইটের নাম দিয়া। পেয়েও গেলাম। কিন্তু ওই যে বলছি আমি হোস্টিং সম্পর্কে অ, আ ছাড়া কিছুই জানিনা। সার্চ করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম আমার নিজের একটা
সাইট হোস্টিং করিয়েছি একটি বাংলাদেশী হোস্টিং কোম্পানিতে। কিন্তু আমার সাইটের নাম দিয়া সার্চ করলে ওই ব্যাটা টুলস বলে আমি নাকি
HostDime কোম্পানির কাছে হোস্টিং নিয়েছি। কিন্তু আসলে আমি নিয়েছি বাংলাদেশী প্রতিষ্ঠান
GreenHosting এর কাছে থেকে। তাহলে এই টুলস ভুল বলে কেন? পরে বুঝলাম আসলে বাংলাদেশী সব হোস্টিং সাইট বিভিন্ন বিদেশী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে রিসেলার হোস্টিং নিয়ে বাংলাদেশে ব্যবসায় করে। এখন আমার ধারণা পরিষ্কার। আমার মাথায় চেপে বসলো একটা ফাজলামি বুদ্ধি। ভাবলাম এতক্ষণ যখন রিসার্চ করতে পারলাম এই বিষয় নিয়া তাহলে আর পাঁচ মিনিট সময় নিয়ে রিসার্চ করে দেখি যে বাংলাদেশী বড় বড় নাম করা হোস্টিং প্রতিষ্ঠান গুলো আবার কোন বিদেশী প্রতিষ্ঠানের কাছে হোস্টিং কিনেছে? ব্যাস, যেই ভাবা সেই কাজ। পরিচিত অনেক হোস্টিং প্রতিষ্ঠানের ডোমেইন নাম দিয়া সার্চ করলাম আর দেখলাম কার কি অবস্থা, কে কত্ত বড় বিদেশী প্রতিষ্ঠানের কাছে হোস্টিং কিনেছে। আমিতো শিখলাম, এবার যারা আগ্রহী তাঁরা চলুন আপনাদেরকেও শিখিয়ে দেই। অনলাইনে অনেক টুলসই দেখলাম।কিন্তু আমার কাছে যেটা ভালো লাগলো সেটিই শেয়ার করছি।
- প্রথমে ভিজিট করুন http://whoishostingwebsite.com/
- সেখানে পাবেন একটি বক্স। বক্সে যে ওয়েবসাইটের হোস্ট করা কোম্পানি খুঁজতে চাচ্ছেন সেই সাইটের এড্রেস লিখুন। নিচের চিত্রে লক্ষ্য করুন আমি বাংলাদেশের অন্যতম পরিচিত হোস্টিং সাইট eicra.com কে সার্চ করেছি। ফলাফল হিসেবে পেয়েছি তাঁরা iWeb Technologies নামক বিদেশী প্রতিষ্ঠানের কাছে হোস্টিং করিয়েছে এবং কিনে বাংলাদেশে বিক্রি করছে।
- তারপর সার্চ বাটন ক্লিক করলে কিছুক্ষনের মাঝেই নিচে দেখতে পারবেন বিস্তারিত তথ্য।
- এভাবে আপনি যেকোন সাইটের মূল হোস্টিং সার্ভার কোম্পানির খোঁজ পাবেন।
কেমন লাগলো পোস্টটি? আমি হোস্টিং সম্পর্কে তেমন বেশি জানিনা। তাই যেকোন ভুলত্রুটি হোস্টিং গুরু ভাইয়েরা ক্ষমার চোখে দেখবেন। আমার লেখাগুলো ভালো লাগলে আমার
বাংলা ব্লগ সাইট -এও এক্টিভ থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।
অনেক সুন্দর হয়েছে @ ধন্যবাদ