একটা জটিল অন্কের ম্যাজিক আপনাদের শিখিয়ে দিচ্ছি।আমি নিজেও অভিভূত।তাহলে আগে দেখিয়ে নিচ্ছি।তারপর শিখাবো:
প্রথমে মনে মনে ১-৯ এর মধ্যে আকটি সংখ্যা ধরুন।এরপর তার সাথে ১ যোগ দিন।আবার ২ যোগ দিন।১ বিয়োগ দিন।৩ যোগ দিন।আবার ৪ বিয়োগ দিন।এবার ১ যোগ দিন।যে সংখ্যা টা হয়েছে সেটা ৯ দিয়ে গুন দিন।গুন দেওয়ার পর যে সংখ্যার টা হবে সেটার দুটি অন্ক (যেমন:৪৫ এর দুটি অন্ক হচ্ছে ৪ ও ৫)পরস্পর যোগ দিন।যে সংখাটা হয়েছে তার সাথে ১ যোগ দিন।এবার যা হয়েছে তার সাথে ২০০০ যোগ দিন।এবার দেখুন তো এখন যে সাল সেই সাল হয়েছে কিনা।মানে ২০১০ হয়েছে কিনা।কি চমকে গেলেন।আসলে চমকানোরই কথা।
---------------------------------------------------------------------------------------------------------
এবার শিখার পালা:
এখানে মূল ট্রিকস টা হলো ৯ দিয়ে গুন।একটা জিনিষ কেউ কি জানেন যে ৯ দিয়ে যে কোনো ১টি সংখাকে গুন করার পর যে দুটি অন্ক হয় তা পরস্পর যোগ দিলে বার বারই ৯ হবে।যেমন:৯x২=১৮ এখন ১+৮=৯।এবার মনের সংখ্যাটা নয় এটা আমরা জেনে গেলাম।এবার যা ইচ্ছা যোগ বিয়োগ দিয়ে তাকে তার মনের সংখাটা বলে দিয়ে চ-ম-কে দিতে পারেন।
এভাবে নিজের বন্ধু কে বা অন্য যে কাউকে চমকে দিতে পারেন এ ম্যাজিক দেখিয়ে।
---------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------
একটি কথা আগেও বলেছি,এখনো বলছি দয়া করে সোহেল টিউনার আমার কোনো পোস্টে কমেন্ট করবেন না।আপনি যতো বার কমেন্ট করবেন আমি তা ডিলেট বা এডিট করে দিবো।তাই ইহা মাথায় রাখবেন।
---------------------------------------------------------------------------------------------------------
নিচে আমার সকল ব্লগ সমূহের লিন্ক দিলাম।সময় পেলে ভিসিট করেবন:
পোস্ট পড়া কি শেষ।তাহলে দাড়ান দাড়ান।যাবেন না।একটা কমেন্ট করে যান।
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😛 😛 😛