ম্যাজিক!ম্যাজিক!ম্যাজিক! ===এক গণিতের ম্যাজিক===**আপনিও শিখতেও পারবেন**

একটা জটিল অন্কের ম্যাজিক আপনাদের শিখিয়ে দিচ্ছি।আমি নিজেও অভিভূত।তাহলে আগে দেখিয়ে নিচ্ছি।তারপর শিখাবো:
প্রথমে মনে মনে ১-৯ এর মধ্যে আকটি সংখ্যা ধরুন।এরপর তার সাথে ১ যোগ দিন।আবার ২ যোগ দিন।১ বিয়োগ দিন।৩ যোগ দিন।আবার ৪ বিয়োগ দিন।এবার ১ যোগ দিন।যে সংখ্যা টা হয়েছে সেটা ৯ দিয়ে গুন দিন।গুন দেওয়ার পর যে সংখ্যার টা হবে সেটার দুটি অন্ক (যেমন:৪৫ এর দুটি অন্ক হচ্ছে ৪ ও ৫)পরস্পর যোগ দিন।যে সংখাটা হয়েছে তার সাথে ১ যোগ দিন।এবার যা হয়েছে তার সাথে ২০০০ যোগ দিন।এবার দেখুন তো এখন যে সাল সেই সাল হয়েছে কিনা।মানে ২০১০ হয়েছে কিনা।কি চমকে গেলেন।আসলে চমকানোরই কথা।
---------------------------------------------------------------------------------------------------------
এবার শিখার পালা:
এখানে মূল ট্রিকস টা হলো ৯ দিয়ে গুন।একটা জিনিষ কেউ কি জানেন যে ৯ দিয়ে যে কোনো ১টি সংখাকে গুন করার পর যে দুটি অন্ক হয় তা পরস্পর যোগ দিলে বার বারই ৯ হবে।যেমন:৯x২=১৮ এখন ১+৮=৯।এবার মনের সংখ্যাটা নয় এটা আমরা জেনে গেলাম।এবার যা ইচ্ছা যোগ বিয়োগ দিয়ে তাকে তার মনের সংখাটা বলে দিয়ে চ-ম-কে দিতে পারেন।
এভাবে নিজের বন্ধু কে বা অন্য যে কাউকে চমকে দিতে পারেন এ ম্যাজিক দেখিয়ে।

---------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------

একটি কথা আগেও বলেছি,এখনো বলছি দয়া করে সোহেল টিউনার আমার কোনো পোস্টে কমেন্ট করবেন না।আপনি যতো বার কমেন্ট করবেন আমি তা ডিলেট বা এডিট করে দিবো।তাই ইহা মাথায় রাখবেন।

---------------------------------------------------------------------------------------------------------

নিচে আমার সকল ব্লগ সমূহের লিন্ক দিলাম।সময় পেলে ভিসিট করেবন:

পিসি গেম ডাওনলোড ফ্রি

আয়ের জন্য সাহায্য

পোস্ট পড়া কি শেষ।তাহলে দাড়ান দাড়ান।যাবেন না।একটা কমেন্ট করে যান।


Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😛 😛 😛

Level 0

এভাবে কাউর পিছনে লেগে থাকলে , মনে করিয়ে দিব টেক্টিউন তাহলে আপনার জন্য নয়

আর হা যেভাবে কমেন্ট খুজছেন সেভাবে না করে টিউন চালিয়ে যান (কপি পেষ্ট ছাড়া এমনকি কাউর সাথে বিবাধ ছাড়া)

আপনি আমার কমেন্ট এডিট করবেন ???
সেটা করুন তাও ব্যবস্থা আছে

আপনার ভুল হলে তার কাছে ক্ষমা প্রার্থী হন এটা আপনার এবং সকলের জন্য মঙ্গলজনক হবে; আর বিভিন আইডি খোলা যেমন সহজ ঠিক ব্যান করা বা হয়া তার থেকে বেশি সোজা

    কেনো মনে করলেন যে আমি আপনার কমেন্ট এডিট করবো।আর আপনি কেনো হঠাৎ এমন কমেন্ট কেনো করলেন।আর পোস্ট শেষে পাঠকের কাছে কমেন্ট চাওয়ায় টা কি টিটির নীতিমালা ভঙ্গ হবে।আর লাকি মামা আপনি কেনো মনে করলেন আমি শুধু তার পিছনে লেগে আছি।তিনি কি আমার পিছনে লাগে নাই।আপনি তো মনে হয় প্রায় সকল পোস্ট পরেন তো আপনি বুঝলেন না তিনি কেমন টা করেছেন।আমি কি ভুল টা করেছি ইকটু বলেন তো।আর ব্যান করা বা হয়া তার থেকে বেশি সোজা এটা আমি জানি।কিছু মনে করবেন না।আসলে হঠাৎ আপনার একটা নেগেটিভ কথা পেলাম তো তাই এতো গুলো প্রশ্ন করলাম।

    Level 0

    @ রাফসান

    উত্তর ১- কারন সোহেল ভাইয়ের একটা টিউনে এরকম দেখেছি, যাতে আপনি এডিট করেছেন এরকম বলা আছে।
    উত্তর ২- আমি কিন্তু কমেন্ট না চেয়ে সাথে সাথে ভাল টিউন করে যেতে বলেছি।
    উত্তর ৩- আমি জানি, আপনারা দুইজনেই লেগে আছেন, কিন্তু আমারা নিজে নিজের ভুল স্বীকার না করলে এটা অনেক নএগেটিভ দিকে চলে যাবে।
    উত্তর ৪- আমি নেগেটিভ কিছুই বলি নাই, বরং আমি চাচ্ছি আপনাদের এই বিবাধের পরিসমাপ্তি হোক।

    ওকে দেখা যাক কি হয়।

Level 0

এটা তো ভাই পোলাপানের ম্যাজিক !!!!!

    তাহলে পোলাপান কেই দেখান।মজা পাবে!!

ভালোই লাগলো।

সস্তা । মজার,হাস্যকর বা শিহ্মনীয় কোনটি আপিনই বলেন ? ভাল কিছু আশা করছি ।

    এখন বুঝতে পারছি আসলেও সস্তা হয়েছে।কারণ টিটি তে এক একজন টিউনার তো এক একজন আইনইস্টেন।

    Level 0

    @ লিটন – সস্তা কথাটা লিখে আপনি নিজেকে টিউনারের কাছে সস্তা হয়ে গেলেন, পাশাপাশি টিউনারদেরকে উতসাহিত করার চেষ্টা করলে ভাল কিছু বেরিয়ে আসবে
    @ রাফসান – আপনি যে কমেন্ট করেছেন তাতে নিজেকেই ছোট করেছেন…………

    আসলেও তাই।তবে নিজেকে কয়েকবার ছোট করবার দরকার আছে তাহলে অন্যেরা আর আমাকে ছোট করবে না

    ok, I am sorry for my comments. I will be happy if u delete it.

techtunes ta kano ta aktu buja tune korla valo hoto.ojotha tune kora thaka biroto thakun.

    তাই নাকি সোনামণি।ঠিক আছে বিরত থাকবো।

বলেন কি !
৯ দিয়ে গুনে যে এত রহস্য জানতাম না তো !

    ও আচ্ছা সোহেল ভাইরে ব্যান করলেন কেন ? ওনি কি দুষ করছে ?

    যারা জানে না তিনি কি করেছে তাদের আমি কিছু বলব না। আর নয়ের গুন জেনেছেন তাই আপনাকে শুভেচ্ছা।

Level 0

আসলে মন্তব্য চেয়ে নিতে হয়না ভাই, ধন্যবাদ।

    কি যে বলেন।টপটিউনার রা কমেন্ট চায় আর আমি চেলে কি অসুবিধা

    Level 0

    ভাই আমি আসলে সেটা বলিনি। একটা কথা মনে রাখবেন, ( গাছে যখন ফল ধরে, গাছ তখন নুয়ে পড়ে )। ধন্যবাদ আপনাকে, অন্যকিছু ভাববেন না প্লিজ।

Level 3

টিউনাররা একটু মনে করুন টেটিতে কমেন্টস এর কোন ব্যবস্থা না্ই । তাহলে টিউনার বারবে না আগের মতই থাকবে?????

Level 3

টিউনাররা একটু মনে করুন টেটিতে কমেন্টস এর কোন ব্যবস্থা না্ই । তাহলে টিউনার কমবে না আগের মতই থাকবে???

ধন্যবাদ, ৯ এর গুনের ব্যপারটা ভাল লেগেছে।

Level 0

ভাই আপনার ফটো টা আমরা দেখতে চাই আপনি কি বলেন ?

    Level 0

    ভাই উনার দুইটা আইডি এখন পর্যন্ত সনাক্ত হয়েছে,
    হয়তোবা উনি আমাদের মাঝে আছেন তাহলে ??
    যদিও উনি এখন পর্যন্ত নাই

    ভাই জীবনে যত ছবি তুলেছি তার একটাও ভালো হয় নি।আর লাকি ভাই দয়া করে প্লিজ ঝগরা করতে যাবেন না।

ভাল লেগেছ টিউন টা

খুবই মজার গণিত, টিউন করার জন্য ধন্যবাদ।

ভালো

কি ভাই ,সুহেল ভাই কি আপনার জাত শ ্ত্রু ….।……………

৯ দ্বারা বিভাজ্যতার নিয়ম তুলে ধরেছেন মাত্র

ভাই এটা ত নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট মানুষই জানে এমন কিছু শেয়ার করুন যা আনকমন যা কেউ জানেনা তবুও মনে করার জন্য ধন যোগ