আপনার ওয়েবসাইটের আন্তর্জাতিক বাজার মূল্য কত? জানতে চান? জেনে নিন মূল্যসহ আরও অনেক তথ্য

আপনি কি আপনার ওয়েবসাইট কিংবা বিশ্বের যেকোন ওয়েবসাইটের আন্তর্জাতিক বাজার মূল্য জানতে চান? আজ নিয়ে এলাম একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আন্তর্জাতিক ভাবে আপনার সাইটের মূল্য। শুধু মূল্য নয়, সেই ওয়েবসাইট সম্পর্কে আরও অনেক তথ্য যেমনঃ ডোমেইনের বয়স, সকল ধরনের র‍্যাংক, ব্যাকলিংক সংখ্যা, সোশ্যাল মিডিয়া রিপোর্টস, ওয়েবসাইটের আনুমানিক ভিজিটরস ও পেজভিউস সহ আরও অনেক কিছু। আর সাধারনত এসব তথ্যের উপর ভিত্তি করেই নির্ণয় করা হয়ে থাকে ওয়েবসাইটের মূল্য।

  • প্রথমে এই লিংক ক্লিক করে একটি বক্স পাবেন। বক্সে আপনি যে ওয়েবসাইটের মূল্য জানতে চান সেই সাইটের এড্রেস লিখুন। অবশ্যই মনে রাখবেন ওয়েবসাইটের এড্রেসের প্রথমে http:// লিখবেন না। শুধু ডোমেইন নেম। না বুঝলে নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুন।
  • তারপর Check Price বাটন ক্লিক করলেই নতুন একটি ট্যাবে পেয়ে যাবে সেই ওয়েবসাইটের মূল্য সহ আরও কিছু তথ্য।

দুঃখিত! আমার পরীক্ষা চলার কারণে ভালো কোন টিউন লিখতে পারছিনা। ছোট খাট মানহীন টিউন করার কারণে ক্ষমা করবেন। সাথে থাকার বিনীত অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে লাগবে সেভ করে রেখে দিলাম পরে দেখব @ ধন্যবাদ সুন্দর ১টি টিউন করার জন্য

ধন্যবাদ শেয়ার করবার জন্য

এই তথ্য গুলো কত টুকু সত্য , মারুফ ভাই।

    আসলে এগুলোর সত্যতা তেমন নেই। তবে এই ধরনের সাইটগুলো আসলে আপনার র‍্যাংক, ভিজিটর, ব্যাকলিংক এর উপর ভিত্তি করে আনুমানিক একটি মূল্য দেয়। শুধু এই সাইট নয়। এরকম মূল্য প্রদানের সাইটগুলো সবই এক।

      Level 0

      @ব্লগার মারুফ: সহমত প্রকাশ করছি।

ধন্যবাদ

techtunes er daily income 86560 tk !!!!!!!! keu amare mairala

    @চয়ন নন্দি: ইনকামটা এডসেন্সের উপর ভিত্তি করে ধারণামূলক একটি বাজেট দেয়া হয়েছে।