যেকোনো লিখাকে অডিও ফাইলে রূপান্তর করুন ও সেভ করুন।

আজ আপনাদের সামনে একটি ভিন্নধর্মী পোস্ট নিয়ে হাজির হলাম। আজ কাল বিভিন্ন দরকারে আমাদের বিভিন্ন লিখা লিখতে ও পড়তে হয়। যদি আপনার লিখা গুলো নিজে নিজে পড়ে আপনাকে শুনায় তবে কেমন লাগবে? আজ আপনাদের দেখাবো কিভাবে যেকোনো লিখাকে অডিও হিসেবে শুনা ও অডিও ফাইলে রূপান্তর করা যায়।

যেভাবে করতে হবে

এই কাজটি করতে প্রথমেই আপনার কাছে থাকতে হবে Balabolka নামক সফটওয়্যারটি। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল করে রান করুন।

এবার যেকোনো লিখা লিখুন, লিখা শেষ হয়ে গেলে তা সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করুন তাহলেই আপনার লিখাটির অডিও বলা চালু হয়ে যাবে। আপনি চাইলে লিখাটির অডিও ফাইলও সেভ করে রাখতে পারেন, তাঁর জন্য আপনাকে ফাইল মেনুতে গিয়ে সেভ অডিও ফাইল বাটনে ক্লিক করতে হবে।

টিউনটি এখান থেকে নেয়া।

ফেসবুকএ আমি

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bangla file k ki audio formet kora jai ?

ভাই! ডলোড করতে তো পারছি না! কী ক্যাপচা কোড দিতে বলে বাট ক্যাপচার ইমেজ আসে না কি করি বলেন তো!

ভাই হয়না তো।আনেক চেষ্টা করলাম ply হয় না

ভাই বাংলা বলেনা সুধু ইংলিস বলে

download hoy na too