সুরুতেয় বলেরাখি, এর থেকেও ভালো রাস্তা কার জানা থাকতে পারে কিন্তু এই রাস্তা খারাপ না। ধরুন আপনি SEO বা Data Entry বা Article Writing করে ইনকাম করতে আগ্রহি। অনেকে Web Developing ও করতে পারেন। আচ্ছা ১ টা কথা যে আপনার কাছ থেকে এই সুবিধা কিনবে সে কি এই গুলা ব্যাবহার করে বেশি কামাবে না? হয়তো আপনার কাছে এখন তেমন টাকা নাই তাই ওয়েবসাইট খুলতে পারছেন না। আসুন দেখেনি কিছু সমাধান।
এখন এই সব করুন ২ মাস। তাহলে আপনার ব্লগে আপনি নুন্নতম ৪০টি ব্লগ পোস্ট পাবেন এবং প্রতিদিন ৫০০+ ভিজিটর পাবেন। দেখুন আমি জে হিসাব দিলাম তা ঘুমাই ঘুমাই কাজ করার মত। তাই ভাববেন না ১৫০০০ বা ২০০০০ ইনকাম হবে। হবে ১০০০-২০০০। ইক্তু বেশি শ্রম দেন অথবা এই ভাবে ৬ মাস থেকে ১ বছর চালান, ইনকাম পাবেন ভালো। সাধিন কাজ। শ্রম কম লাগে। ইনভেস্ট নাই। আর যদি ডোমেইন কিনেন তো ১-২ মাসের হাত খরচের টাকা বাচিয়েয় কিনতে পারবেন।
মযার বিসয় SEO, Data Entry, Article Writing বা Web Developing যায় করেন এই ছটো কাযে আপনার কাযের ক্ষতি হবে না। সুতরাং এই কাজে কোণ ক্ষতি না থাকলেও লংটার্ম লাভ পাবেন। আর সম্ভব হলে ডোমেইন কিনেনিন।
আমার ওয়েবসাইট।
আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল পরামর্শ , ধন্যবাদ আপনাকে।