আউটসোর্সিং এর কিছু অজানা তথ্য যা হয়তো আপনাকে অনেক সাহায্য করবে।

আসসালামুয়ালাইকুম,
আসা করি মহান আল্লাহ তা'আলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি সর্বপ্রথম টিচ-টিউন সহ বাংলাদেশের সকল ব্লগিং সাইট কে অনেক ধন্যবাদ জানাই এবং সেই সাথে গর্ব-বোধও করি। কারন, এই সকল ওয়েব-সাইটের মাধ্যমে আমরা যেমন অনেক কিছু শিখতে পারি, ঠিক তেমনি আমরাও আমাদের সামান্য স্কিল গুলো শেয়ার করতে পারে এই সব প্লাট-ফর্মে।

কাজে ও কাজে ব্যাস্ততার কারনে তেমন একটা সময় করে নিতে পারি না। আমি চাই কিছু আউটসোর্সিং এর রহস্য শেয়ার করতে, যা আমার বাস্তব লাইফ থেকে অর্জন করা।

  • আমাদের দেশের অনেক ব্লগার সব-সময় সাজেস্ট করে কম রেটে বিড করতে। কথা সত্য বাট আমার মতে এটাকে বলব একটা রাজনীতী। দ্রুত সফলতা পেতে চাইলে সর্ব-প্রথম কম রেটে বিড করুন । এতে আপনার সময় এবং অর্থ দুটোই ঠিক থাকবে। অনলাইনে আউটসোর্সিং এর কাজ আসে বেশি বৃটিশ দের কাছ থেকে। মনে রাখবেন গ্রামে গন্জে একটা কথা ব্যাবহার হয়। লাইকঃ ওমুক লোকটা কি বৃটিশের বৃটিশ রে বাবা। সো, বৃটিশরা সহজে কারো উপর ভরসা পায় না তাই নতুন দের কে খুব একটা  তারা হায়ার করে না। অনেক সময় কম পারিশ্রমিক দেখে তারা টাকা বাচানোর জন্য নতুন দের হায়ার করে।তারা ইংলিশ কান্ট্রিদের ফ্রীল্যান্সারদের মত  অর্থ আপনার পেছনে কখনোই ব্যয় করবে না। ওদের দেশের ৫০ ডলার আওয়ার এর কাজ আমাদের কাছ থেকে ১০ ডলার এর বেশি দিয়ে কখনোই করবে না। মনে রাখবেন বৃটিশ
  • আমার মতে, নতুন ফ্রী-ল্যান্সারের যদি ইউনিক এবং ভালো মানের প্রফাইল তাদের মার্কেটপ্লেসে থাকে, তবে তারাই ক্লাইন্ট সেজে তাদের অনেক কাজ কম খরচে করিয়ে নেয়। তাই, সবধানে এগিয়ে যান। Attitude  আগে দেখার কোন দরকার নেই যতক্ষন না আপনার ভালো ওয়ার্ক-হিস্টরি ও ফীড-ব্যাক না হয়।
  • বর্তমান অবস্থা অনুযায়ী আমি বলবো, আপনি যদি নতুন হন তবে মাইক্রো ফ্রী-ল্যান্সিং সাইটে ঢুকে পড়ুন। মাইক্রো শুনতে বোকা মানুষের একটু কষ্টই হয় কিন্তু এই মাইক্রো ফ্রী-ল্যান্সিং সাইট থেকে মানুষ দিনে হাজার ডলারের উপরে কাজ করে।
  • বাংলাদেশ,ভারত,পাকিস্থান,ফিলিপাইন এইসব দেশের ভেলু তেমন একটা নাই বললেই চলে। কারন এইসব দেশে বেকার যেমন বেশী ঠিক তেমনি ফ্রী-ল্যান্সার হওয়ার জন্য তারা মাঠে নামে। যদিও তাদের স্টাডি রিলেশন কম্পিউটারের ক এর সাথেও নাই!
  • এবার আপনাকে একটা রাজনিতী শেখাই। একটু ভাবুন এদেরকে কি ভাবে রাস্তা থেকে ফেলে এগিয়ে যাওয়া যায়। ১- মার্কেটিং করুন কম রেটে বিড বন্ধ করার জন্য (যদি আপনার ভালো প্রোফাইল থেকে তবেই করবেন কিন্তু)। ২- উপরের দেশগুলোর দুর্বলতা খুজে বের করুন। একটু চিন্তা করুন দেখি .....................কিছু পাইছেন? আমার চিন্তার বাহিরের কিছু পেলে কমেন্টস এ লিখুন। তাহলে সেটাও আপডেট করে আমার এই পোষ্ট এ দেয়া যাবে।পেপাল। এই পেপাল হল এই সব দেশের একটা দুর্বল পয়েন্ট। এইসব দেশ গুলোতে পেপাল এর সার্ভিস চালু নেই। তাই নেটে মার্কেটপ্লেস খুজুন, যারা পেমেন্ট করে শুধু মাত্র পেপাল এ।
  • আমার জানামতে পেপাল এ বেশি পেমেন্ট করে মাইক্রোফ্রী-ল্যান্সিং সাইট গুলো। সমস্যা নাই, আমি কিছু মাইক্রো ফ্রী-ল্যান্সিং সাইটের লিঙ্ক দেব।
  • ও পেপাল খুলবেন যেভাবে। কান্ট্রি সিলেক্ট করবেন সাইপ্রাস আর নেট থেকে যেকোন একটা সাইপ্রাসের ফোন নাম্বার কালেক্ট করবেন দেন সাইন আপ করলে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন (এক একাউন্ট থেকে অন্য একাউন্টে)
  • পেপাল বেচে দিন । ফেসবুকে খুজলেই প্রচুর গ্রুপ পাবেন যারা পেপাল কেনে। তবে সাবধান, না জেনে শুনে কাউকে আবার পেপাল এর মানি ট্রান্সফার করবেন না। সব থেকে ভালো হয় ফেস টু ফেস লেনদেন করলে। একান্ত সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
  • কিপটামি দূর করুন । নিজের একটি ওয়েব সাইট খুলুন। তবে সাবধান, কিছু টাকা বাচানোর জন্য বোকা হবেন না। ডোমেইন এবং হোস্টং বাবদ ৬০০০ টাকা থেকে ১০০০০ টাকা লাগাটা সাভাবিক । আর এর নিচে বা উপরে এই দুটোই অসাভাবিক।
  • চেস্টা করুন গো-ড্যাডি  বা হোস্ট-গ্যাটর অথবা ব্লু- হোস্ট থেকে ডোমেইন কেনার। বাংলাদেশ থেকে না কেনাই ভালো । সার্ভার ডাউন থাকে। কাজের কাজ কিছুই হয় না। ও এই সব হোস্টিং প্রোভাইডর রা ভেরিফাইড পেপাল বা ইন্ট্যাঃ ক্রেডিট কার্ড ছাড়া দেয় না। তাই যদি ফেরিফাইড পেপাল ছাড়া গো-ড্যাডি থেকে ডোমেইন ও হোষ্টিং নিতে চান তবে এই সাইট টি আপনাকে সাহায্য করবে। সাহায্য লাগলে আমাকে বলুন আমি চেষ্টা করব আপনা কে হেল্প করতে।
  • আপনার ওয়েব সাইট-টি সুন্দর ভাবে তৈরী করুন । যেন, ক্লাইন্ট দেখেই পছন্দ করে। আপনি সাইট ডেভলপ করতে না পারলে এখানে অর্ডার করতে পারেন   (লিঙ্কটি এই পোষ্টের ২৪ ঘন্টার মধ্যে এক্টিভ হবে)
  • এ আপনার মার্কেট প্লেসের লিঙ্ক গুলো এ্যড করতে ভুলবেন না যেন।
  • আপনার সাইটে ব্লগ করে সেই ব্লোগে আপনার স্কিল রিলেটেড কন্টেন্ট দিয়ে ব্লগিং করুন। টার্গেট বৃটিশ, তাই অবশ্যই ইংরেজিতে লিখবেন।
  • Facebook , linkedin , twiterr  সহ সকল সোশাল মিডিয়াতে একাউন্ট/ পেজ খুলুন আর আপনার ওয়েব সাইটের লিঙ্ক দিন।
  • ফেসবুক টা আমাদের দেশের সবথেকে পপুলার সোশাল মিডিয়া । বাট, linkedin , twiterr এ আসা মানে পায়ে স্যান্ডেল পরা। তাই ফেসবুকে ঝোকটা কমদেয়াই ভালো।
  • অটো লাইকার ব্যাবহার থেকে বিরত থাকবেন। এটা আপনার সময় অপচয় করবে। হোক আপনার পেজে ৫০০ বা তার কম লাইক । কিন্তু সেটা রিয়াল থাকা চাই। যেমন আমারটা

এই গলো ফ্রী-ল্যান্সার হয়ার সবথেকে সহজ রাস্তা। টাকা উপার্জন করা আসলে অতটা সহজ নয়।আমার মতে এই সব পরিশ্রম একাই মাটি কেটে পুকুর খোড়ার মতই কাজ। বাট, যারা সত্যি পুকুরের মাটি কাটে। তারা সাড়া জীবন তাই করে। কিন্তু আউটসোর্সিং এ শুরু করতে হয় মাটি খোড়ার মত করেই । তবে, এর শেষটা আমি আপনাদেরকে বলে চাচ্ছিনা। কিন্তু এতটুকু বলতে পারি, যদি সত্যিকারের সফল হন তবে হয়ত মনে মনে কোন এক সময়ে বলবেন "হয়তো আমার সপ্নটা এত বড় ছিল না"

ও ফ্রী-ল্যান্সিং করার মার্কেট প্লেস গুলো হলঃ

আগেই তো বলেছি পেপাল এর কথা। আর তার মধ্যে গ্রেইট একটা মার্কেট প্লেস এর লিঙ্ক দিচ্ছি। এই মার্কেটপ্লেসে সাধারনত প্রায় সকলেই ইউরোপের। মানি ক্র্যারান্সি ইউরো ও ইউএসডি তে । এরা পেপাল এ পে করে। আর আমার মতে এই মার্কেট প্লেসে আপনি ওনেক বেশী রেটে বিড করবেন। আপনি না চাইলেও আপনাকে করতে হবে। কারন তাদের সিস্টেমে ডিফল্ড হিসেবে মিনিমাম পেমেন্ট ভাগ করা থাকে ক্লাইন্টের বাজেটের উপর। এমন কি আপনার আপফ্রোন্ট মানিও!

লিঙ্ক- peopleperhour

--------------------------------------

এবার আসি মাইক্রো ফ্রী-ল্যান্সিং মার্কেটপ্লেস এ (নতুনরা একাউন্ট খুলতে ভুলবেন না)

আল্লাহ হাফেজ।

Level 3

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Wow! Khub Sondar Hoyce Bro! Gusie likhesen, Onek Kisu Bujlam. Thank You!

    Level 3

    @Polash Khan: You are always welcome

Level 0

ধন্যবাদ ভাই।Gigbucks কে আমার WOT রেটিং এ তো একটা scam সাইট হিসেবে দেখাচ্ছে। আপনি কি সাইট ইউজ করেছেন? নাকি google থেকে copy paste করে দিয়েছেন।

    Level 3

    @Godhuli: আমি Gigbucks কে জাস্ট চিনি। আমি Gigbucks এ কাজ করি নাই। শুধু এই Gigbucks টাই আমার Out of network । বাট, এটা জানি যে, এখান থেকেও ভালো আর্ন করা যায়।

খুব সুন্দর হইসে ভালো লাগলো। আমার ফাইভারে একাউন্ট আছে। তবে এবার ভাবছি ওয়ার্ডপ্রেস এর কাজ শিখবো আর পুরোপুরি ফ্রীলান্সিং এ ডুকবো

    Level 3

    @জুবায়ের আহমেদ: WP শিখে নিলে ভালো উপার্জন করতে পারবেন।

অনেক কিছু জানতে পারলাম । অনেক ভাল লাগলো ।

microworkers kajer na ami chalai shob kajer pement dai na

favourite e nilam..