নোকিয়া মোবাইলের সিকিউরিটি কোড ভেঙ্গে ফেলুন [ যারা জানেন না শুধু তাদের জন্য ]

কেমন আছেন সবাই?

আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকে নোকিয়া ব্যাবহার কারীদের জন্য একটি টিপস শেয়ার করবো।

পাসওয়ার্ড ভুলে যাওয়া যে কোন মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য ।কিন্তু ব্যাপারটা মোবাইল এর ক্ষেত্রে ঘটলে একটু বেশি বিপত্থি দেখা দেয়।

কারন কম্পিউটার থেকে মোবাইল এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি ।অনেকে সিকিউরিটি এর জন্য মোবাইল এর সিকিউরিটি কোড পরিবর্তন করে করে রাখে ।

কিন্তু সেই কোডটি ভুলে গেলে দেখা দেয় বিপত্তি আর সেই কোড ভাঙ্গতে আমরা চলে যাই মোবাইল সার্ভিসিং এর দোকানে আর বাধ্য হয়ে তাদের চাহিদা মত পেমেন্ট করতে হয়।

এই সমস্যা থেকে আপনাকে খানিকটা মুক্তি দিতে আজ আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার নোকিয়া মোবাইল এর সিকিউরিটি কোড ভাঙ্গার জন্য মাস্টার কোড পেতে পারেন ।

এই জন্য নিচের দাপ গুলা অনুসরণ করুন

  1. প্রথমে আপনার মোবাইলে *#০৬# চেপে IMEI কোডটি কোথাও বা নোটপ্যাড এ লিখে রাখুন
  2. তারপর এই লিঙ্ক এ চলে যান
  3. এরপর নিচের ছবির বক্স এ ওই IMEI সেইভ করা কোডটি বসান

 4. তারপর I am legel owner of the phone with that IMEI পাসের টিক চিহ্ন টিক দিন
5. এবার  genaret বাটনে ক্লিক করলেই আপনার মোবাইল এর জন্য মাস্টার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন

যা দিয়ে আপনার সিকিউরিটি কোড ভাঙ্গতে পারবেন ।

আশা করি আমার টিউন টি আপনাদের কারো না কারো উপকারে আসবে 🙂

পোস্টটি ট্যাবলেট দিয়ে করা,ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আগামী টিউন এ আপনাদের জন্য নতুন কিছু আনবো

এই মনে করে আজ বিদায়...

দেখা হবে আগামী টিউন এ,এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি।

সময় পেলে আমার সাইট এ ঘুরে আসতে এখানে ক্লিক করুন

Level 0

আমি আলইসলাম আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আমার সিকিউরিটি কোড ভাঙ্গতে পারবো। কিন্তু কিভাবে? প্লিজ দয়া করে একটু জানাবেন।

    @ছানাউল্লাহ:আপনার সেট কখনো লক হয়ে গেলে (সিকিউরিটি পাসওয়ার্ড ভুলে গেলে) ওই সাইট থেকে পাওয়া কোড থেকে আপনার সেট আনলক করতে পারবেন।

আমি আমার সিকিউরিটি vangbo। কিন্তু কিভাবে?

    @ইশ্তিয়াক উদদীন: আপনার সেট কখনো লক হয়ে গেলে (সিকিউরিটি পাসওয়ার্ড ভুলে গেলে) ওই সাইট থেকে পাওয়া কোড থেকে আপনার সেট আনলক করতে পারবেন।

Level 0

ভাই Error দেখায়।

কাজ হয়না……

Level 3

ধন্যবাদ আকাশ ভাই

Level 2

Valo Legeche

আরে মিয়া কাজ হয় না।।।।।।।।।।।।।।