ফেসবুক দিয়ে ব্যাবহার করুণ টুইটার!

আচ্ছা আপনি কি ফেসবুক ব্যাবহার করে? প্রশ্ন টা শুনে সবায় হাসবেন। কেননা সবায় ফেসবুক ব্যাবহার করছেন। আচ্ছা টুইটার কি ব্যাবহার করেন? এখন অনেকেয় বলবেন না। আবার অনেকেয় বলবেন খুলছিলাম কিন্তু ব্যাবহার করা হয়না। আচ্ছা যদি ফেসবুকের মাধ্যমে টুইটার চালান যেত? অবশ্যয় ভালো হত। দিনে ২-১ বার ঢুকে জাস্ট নোটিফিকেশন দেখে নিতেন। আসুন দেখে নি কি করে ফেসবুক দিয়ে টুইটার চালাবেন।

প্রথমে ১টি টুইটার একাউন্ট খুলুন এখান থেকে। আর যদি আগে থেকে একাউন্ট থেকে থাকে তো লগ ইন করুণ।

এরপরে আপনার ফেসবুক একাউনন্টে ঢুকুন এবন সেটিংস অপশনে যান।

তার পরে ফলয়ারস অপশনে ক্লিক করুণ। সেখানে নিচের দিকে টুইটার নামে একটি অপশন পাবেন।

এখন আপনার কাজ সুধু ওই খানে ক্লিক করা ও একছেপ্ট করা। তারা যানতে চাবে আপনি কিধরনের পোস্ট ফেসবুক থেকে টুইটারে সেয়ার করতে চান? আপনার পছন্দ মত অপশন সিলেক্ট করুণ।

এখানে মনে রাখা লাগবে, টুইটারে সুধু ফেসবুকের পাবলিক পোস্ট গুলি অটো পোস্ট হবে।

আমার লিখা ভালো লাগলে ঘুরে আসুন আমার ওয়েবসাইট থেকে।

ফেসবুকে আমি

টুইটারে আমি

Level 0

আমি Saieduzzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ভাল মানের টিউন দিয়েন।

আরেক্তু বুঝিয়ে বলুন

দারুন দেখি কাজ হয় কিনা ।

Level 0

বেশ কাজের টিউন।