আপনার DESKTOP কে করুন আর সুন্দর ও পরিচ্ছন্ন । কাজকে করুন আরও দ্রুত

  Techtune এর পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা । Techtune এর সাথে অনেক আগে যুক্ত হলেও এটি আমার প্রথম টিউন । যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে বা এই টিউনটি আগে হয়ে থাকে তাহলে আমি খুব ই দুঃখিত । যাই হোক কাজের কথায় আসি আমার মত আপনাদের ও নিজের কম্পিউটারকে সুন্দর ভাবে সাজানোর অভ্যাস আছে কিনা জানিনা, যদি থাকে তাহলে এই  টিউন টি আপনার জন্য। আমরা সবাই File launcher সম্পর্কে কমবেশি জানি। কিন্তু আমি যে Launcher টার কথা আপনাদের বলবো এটা একটু ভিন্ন ধরনের। এটার নাম KRENTO । অনেকেই নাম শুনেছেন বা ব্যবহার করেন , যারা ব্যবহার করেননি তাদের জন্য বলি এটার সবচেয়ে বড় সুবিধা হল এটির মাধ্যমে আপনি মোটামুটি সব USEFULL লিঙ্ক এ যেতে পারবেন। যেতে পারবেন বললে ভুল হবে। আপনি আপনার প্রয়োজনীয় সব program, ওয়েব লিঙ্ক , কন্ট্রোল প্যানেল লিঙ্ক এবং shutdown, sleep ইত্যাদি সব  এখানে লিঙ্ক করে রাখতে পারবেন। নিচের ছবিটা দেখুন

আপনি চাইলে নিজের মত করে এবং আপনার দরকারি program গুলো সাজিয়ে রাখতে পারেন। আর আরও একটা সুবিধা হল আপনার মাউস এর wheel click করলেই এটি on/off হয় তাই খুব দ্রুত আপনি আপনার program open করতে পারবেন।

Download here  যাইহোক এত বেশি বললে হয়তবা আপনারা  আমাকে এর Marketing agent ভাবতে পারেন। তাই আজ এ পর্যন্ত। আমার মত যাদের ফালতু জিনিস নিয়ে গবেষণা করার অভ্যাস আছে তারা try করে দেখবেন। সবাই ভাল থাকবেন ।

Level 0

আমি তৌহিদুল ইসলাম রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন একটি সফটওয়্যার। অসংখ্য ধন্যবাদ।

দারুন সফটওয়্যার, কিন্তু ভাই ডাউনলোড ত হচ্ছে না, একটু ঠিক করে দিন।

@Shanto Babu ভাই লিঙ্ক ঠিক আছে। লিঙ্ক এ ক্লিক করে Download Krento লেখা কালো রঙের বাটন এ ক্লিক করুন । তারপর একটা পেজ আসবে আপনার system 32 bit হলে download krento 32 bit edition লেখায় ক্লিক করুন। 64 হলে download krento ৬৪ bit edition এ ক্লিক করুন। দেখবেন download start হয়ে গেছে ।